কোপা আমেরিকা 2021| টাইম টেবিল | ফাইনাল 2021

 আপনি কি জানেন কোপা আমেরিকা কি? বা পৃথিবীর দীর্ঘতম আন্তর্জাতিক ফুটবল খেলা নাম কি? আজকে আমরা জানবো "কোপা আমেরিকা 2021" খেলার লিস্ট এবং টাইম টেবিল।


পৃথিবীর সবথেকে প্রিয় খেলা ফুটবল। এই খেলাটি আন্তর্জাতিক সবচেয়ে বিশ্বের copa America 2021 বড় খেলা। খেলাটির মধ্যে আমরা সর্বাধিক 11 জনকে দেখতে পাই। বিশ্বের সবচেয়ে দীর্ঘতম আন্তর্জাতিক ফুটবল খেলা কোপা আমেরিকা

কোপা আমেরিকা কি?

পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকা। এটি দেখার দিক দিয়ে পৃথিবীর তৃতীয় স্থান অধিকার করে রেখেছে এই আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। এই খেলা বারোটি  দলের সমন্বয়ে কনমনবোলের 10 জন খেলোয়ার অংশগ্রহণ নেয় এবং বাকি দুটি confederations থেকে দলগুলিকে আমন্ত্রণ দিয়ে পুরো খেলাটি সম্পন্ন করা হয়।

কোপা আমেরিকা কোথায় খেলা হয়?

এই খেলাটির নাম শুনে অবশ্যই আপনারা বুঝে গিয়েছেন। সাধারণত এই ফুটবল টুর্নামেন্ট খেলা হয় আমেরিকাতে।

কোপা আমেরিকা 2021 অংশগ্রহণকারী দল লিস্ট

 কোপা আমেরিকার আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট টি  দুটো গ্রুপে বিভক্ত করা হয়েছে। গ্রুপ A, গ্রুপ B এক দুটো গ্রুপে বিভক্ত করা হয়েছে। আমরা প্রথমে দেখে নেব গ্রুপ A তে কোন কোন দল রয়েছে  এবং গ্রুপ B তে কোন কোন দল অংশগ্রহণ করেছে ।

গ্রুপ A

আর্জেন্টিনা

বলিভিয়া

চিলি

উরুগুয়ে

প্যারাগুয়ে

গ্রুপ B

ব্রাজিল

কলম্বিয়া

ভেনিজুয়েলা

ইকুয়েডর 

পেরু

মোটামুটি এই কয়েকটি দল কোপা আমেরিকা 2021 এ খেলতে পারবে।

কোপা আমেরিকা 2021 টাইম টেবিল 

ম্যাচ 1: ব্রাজিল Vs ভেনেজুয়েলা, গ্রুপ B 14 জুন ব্রাসিলিয়ায় ( ভারতে রাত 2:30 )

ম্যাচ 2: কলম্বিয়া Vs ইকুয়েডর, গ্রুপ B 14 জুন কুইয়াবাতে (ভারতে সকাল 5:30)

ম্যাচ 3: আর্জেন্টিনা Vs চিলি (গ্রুপ A) 15 জুন রিও ডি জেনেইরোতে (ভারতে রাত 2:30)

ম্যাচ 4: প্যারাগুয়ে বনাম বলিভিয়া (গ্রুপ A) 15 ই জুন ( ভারতের সকাল 5:30) গোয়ানিয়ায়

ম্যাচ 5: কলম্বিয়া Vs ভেনেজুয়েলা (গ্রুপ B) 18 ই জুন (রাত 2:30) গোয়ানিয়ায়

ম্যাচ 6: ব্রাজিল বনাম পেরু (গ্রুপ B) 18 জুন রিও ডি জেনিরোতে (সকাল 5:30)

ম্যাচ 7: চিলি vs বলিভিয়া (গ্রুপ A) জুন 19 (রাত 2:30)

ম্যাচ 8: আর্জেন্টিনা Vs উরুগুয়ে (গ্রুপ A) ব্রাসিলিয়া 19 জুন (সকাল 5:30)

ম্যাচ 9: ভেনিজুয়েলা Vs ইকুয়েডর (গ্রুপ B) 21 জুন রিও ডি জেনেইরোতে (রাত 2:30)

ম্যাচ 10: কলম্বিয়া Vs পেরু (গ্রুপ B) 21 ই জুন (সকাল 5:30) গোয়ানিয়ায়

ম্যাচ 11: উরুগুয়ে Vs চিলি (গ্রুপ A) 22 জুন কুয়াইবাতে (রাত 2:30)

ম্যাচ 12: 22 জুন ব্রাজিলিয়ায় আর্জেন্টিনা Vs প্যারাগুয়ে (গ্রুপ A) (সকাল 5:30)

ম্যাচ 13: ইকুয়েডর Vs পেরু (গ্রুপ B) 24 ই জুন (রাত 2:30) গোয়ানিয়ায়

ম্যাচ 14: 24 জুন ব্রাজিল Vs কলম্বিয়া (গ্রুপ B) রিও ডি জেনেইরোতে (সকাল 5:30)

15 ম্যাচ: বলিভিয়া Vs উরুগুয়ে (গ্রুপ A) 25 জুন কুয়াইবাতে (রাত 2:30)

ম্যাচ 16: চিলি বনাম প্যারাগুয়ে (গ্রুপ A) 25 জুন ব্রাজিলিয়ায় (সকাল 5:30)

ম্যাচ 17: ইকুয়েডর Vs ব্রাজিল (গ্রুপ B) জুন 28 জুন (রাত 2:30)

ম্যাচ 18: ভেনিজুয়েলা vs পেরু (গ্রুপ B) 28 জুন ব্রাজিলিয়ায় (সকাল 5:30)

ম্যাচ 19: উরুগুয়ে Vs প্যারাগুয়ে (গ্রুপ A) 29 জুন রিও ডি জেনিরোতে (রাত 2:30)

ম্যাচ 20: বলিভিয়া Vs আর্জেন্টিনা (গ্রুপ A) জুন 29 জুন (সকাল 5:30)

কোপা আমেরিকা 2021 কোয়ার্টার ফাইনালের শিডিয়ুল

জুলাই 3: নং 2 গ্রুপ A Vs 3 নং গ্রুপ B - 4:30 ভোরবেলা 

জুলাই 4: নং 1 গ্রুপ A vs 4 নং গ্রুপ B - 4:30 ভোরবেলা 

5 জুলাই: নং 2 গ্রুপ B vs  3 নং গ্রুপ A - 3:30 রাত

5 জুলাই: নং 1 গ্রুপ B Vs 4 নং গ্রুপ A - 6:30 সকালে 

কোপা আমেরিকা 2021 সেমি ফাইনাল

জুলাই 7, QF 1 বিজয়ী vs QF 2 বিজয়ী - 4:30 ভোরবেলা 

জুলাই 8, QF 3 বিজয়ী vs QF 4 বিজয়ী - 6:30 সকাল

কোপা আমেরিকা 2021 তৃতীয় স্থানের ম্যাচ

11 জুলাই: সেমি-ফাইনাল 1 পরাজয়কারী সেমি-ফাইনাল 2 পরাজয়কারী - 3:30 রাত

 কোপা আমেরিকা ফাইনাল 2021

11 জুলাই: SF 1 বিজয়ী Vs SF 2 বিজয়ী - 5:30 সকাল


Previous
Next Post »