পিএম-কিষান Registration No check করা পদ্ধতি

 আপনি কি পিএম-কিষান Registration No পাচ্ছেন না বা Pm-kisan Registration No না পাওয়ার কারণে টেটাস চেক করতে পারছেন না, এই আর্টিকেলের মধ্যে আপনি জানতে পারবেন কিভাবে মোবাইলের মাধ্যমে খুব সহজ পদ্ধতিতে পিএম কিষান যোজনায় অনলাইন রেজিস্ট্রেশন কিভাবে পাওয়া যায় বা check করা পদ্ধতি তার সম্পূর্ণ তথ্য জানতে পারবেন।

পিএম কিষান 2025

ভারতবর্ষের কৃষকের কথা মাথায় রেখে নরেন্দ্র মোদি সরকার বছরে তিনবার করে ২০০০ টাকা করে প্রদান করে। গত কয়েক বছর ধরে এই টাকা বছরে তিনবার করে দেওয়া শুরু করেছে। পশ্চিমবঙ্গ রাজ্য কৃষকরা এই টাকা অনেক কম পেয়েছে, কারণ পশ্চিমবঙ্গ সরকার মঞ্জুরী ছিল না তাই অনেক রাজনৈতিক টানা পড়ার মধ্যে বাধ্য হয়ে রাজ্য সরকার মঞ্জুরি দিয়েছিল।
বছরে ছয় হাজার টাকা করে কৃষকদের দেওয়া শুরু করেছে কেন্দ্র সরকার এই টাকার মাধ্যমে কৃষকরা নানান রকম কিছু সামগ্রী যন্ত্রপাতি এবং সার কীটনাশক ঔষধ ব্যবহার করে অধিক ফলন তুলতে পারছে, শুধু তাই নয় এর মাধ্যমে কৃষকরা সারা বছরের আনাজ ও রেশনের এর খরচা চালাতে পারছি সারা বছর।

পিএম কিষান registration no

আপনি যদি পিএম কৃষানের টাকা পাচ্ছেন এবং খুব সহজে আপনি আপনার স্ট্যাটাসটি চেক করতে চাইছেন আপনার মোবাইলের মাধ্যমে তাহলে খুব সহজে করতে পারবেন।
আপনি আপনার নিজের টেটাস চেক করার জন্য কোন টাকা বা অর্থ কাউকে দিতে হবে না যদি আপনার মোবাইলে সামান্য ডাটা থাকে তার মাধ্যমে এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে আপনি আপনার পিএম কিষান এর টেটাস চেক করার জন্য যে প্রয়োজনীয় পিএম কিষান রেজিস্ট্রেশন নাম্বার ( Pm-kisan Registration no ) তা আপনি খুব সহজে সংগ্রহ করতে পারবেন।

পিএম-কিষান Registration No check করা পদ্ধতি


পিএম কিষান registration no পাওয়ার উপায়?

Pm Kisan registration no পাওয়ার জন্য প্রথমে আপনাকে আপনার মোবাইলে যে কোন একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং ওপেন করার পর সার্চ অপশন তে টাইপ করুন pm kisan

  •  লিখে pm Kisan লিখে সার্চ দিন।
  • সার্চ রেজাল্টের প্রথম যে অপশনটি আসবে যেটা pmKisan .gov .in এই ওয়েবসাইট দেখে ক্লিক করবেন
  • আপনার আপনার মোবাইলে পিএম কিষান অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে
  • এখানে খুঁজে বার করতে হবে know your status এবং এই অপশন এ ক্লিক করুন
  • আপনার সামনে একটা নতুন ইনডোর ওপেন হয়ে যাবে এবং এখানে খুঁজে বার করুন know your Registration no অপশনটি
  • know your Registration no এই অপশনে ক্লিক করে নতুন একটি পেজে চলে যাবেন।
  • নতুন পেজ ওপেন হলে এখানে দেখতে পাবেন Search By মোবাইল নাম্বার বা আধার নাম্বার অপশনটি বেছে নেবেন
  • যদি মোবাইল নাম্বার অপশনটি বেছে থাকেন তাহলে নিচে রেজিস্ট্রেশন করা মোবাইল নাম্বারটি ফাঁকা ঘরে বসান
  • পাশের ঘরের ক্যাপচা ফিলাপ করে get data option click করুন
ক্লিক করার সাথে সাথে আপনার স্কিনে একটি ইউনিক কোড চলে আসে ওটাই হবে আপনার পিএম কিষান রেজিস্ট্রেশন নাম্বার

Previous
Next Post »