আপনি কি স্বরসতী পূজার মন্ত্র জানেন বা সরস্বতী বন্দনা জানতে চান? আজকে আপনি জানবেন সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র, বন্দনা, saraswati puja mantra in bengali, drawing, photo ও পূজার গান
হিন্দু ধর্মের একটি অন্যতম পুজা হলো সরস্বতী পূজা এবং অন্যান্য পূজার মত এই উৎসবটি ছোট্ট কচিকাঁচা থেকে বয়স্ক মানুষ পর্যন্ত সমস্ত পরিবার খুব ঘটা করে পালন করে। প্রত্যেকদিন স্কুল কলেজে সরস্বতী আরাধনা মাধ্যমে পূজোর সমস্ত করা হয়।
saraswati puja 2022
বিদ্যার দেবী সরস্বতী মা, তাই প্রত্যেকটি স্কুল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রত্যেক বছর মা সরস্বতী দেবীর পূজা অর্চনা করা হয়। প্রায় দুই বছর ধরে এই সরস্বতী পুজো ঘটা করে পুজো থেকে বিরত ছিল সাধারণ স্কুল ছাত্র ছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠান গুলো। বর্ত্তমান বছরে অনেকটা ছাড় পেয়েছে মহামারী থেকে, তাই এই বছর আশা করা যাচ্ছে খুব ধুমধাম করে স্বরসতী পূজা সমাপ্ত হবে।
saraswati puja puspanjali কি?
প্রত্যেকটি পুজোর একটু নিয়ম শৃঙ্খলা মেনে পূজা শুরু হয়। প্রত্যেকটি পুজোর কয়েকটি পর্যায় রয়েছে ওই পর্যায়গুলো সমস্ত মানুষ অক্ষরে অক্ষরে পালন করেন। পুজোর দিনে প্রথমে ঘট উত্তোলন হয়, এরপর ঘট মন্ডপে বসিয়ে প্রতিষ্ঠা করা হয় এবং এরপর পুজোর পুষ্পাঞ্জলি কাজটি শুরু হয়। পুষ্পাঞ্জলির মধ্যে রয়েছে কয়েকটি মন্ত্র। নিম্নলিখিত মন্ত্রের ভাগ গুলো দেখেনিন।
- পুষ্পাঞ্জলি মন্ত্র
- প্রণাম মন্ত্র
- প্রণাম মন্ত্র
- অঞ্জলি মন্ত্র
- স্তব মন্ত্র
- বন্দনা মন্ত্র
- ধ্যান মন্ত্র
এই মন্ত্র গুলি পরপর ভাবে পুষ্পাঞ্জলির সময় করা হয়।
saraswati puja mantra in bengali
সরস্বতীর পুষ্পাঞ্জলি মন্ত্র: ওঁ জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে।
বীনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।
নমঃভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ।
বেদ-বেদাঙ্গ-বেদান্ত-বিদ্যা-স্থানেভ্য এব চ।।
এস স-চন্দন পুষ্পবিল্ব পত্রাঞ্জলি সরস্বতৈ নমঃ।।
সরস্বতীর প্রণাম মন্ত্র : নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে।
বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাংদেহি নমোহস্তুতে।।
জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে।
বীনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।
সরস্বতীর প্রণাম মন্ত্র : সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে।
বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাংদেহি নমোহস্তুতে।।
সরস্বতীর অঞ্জলি মন্ত্র : ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ ।
বেদ –বেদাঙ্গ বেদান্তবিদ্যাস্থানেভ্য এব চ ।।
জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে।
বীনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।
সরস্বতীর স্তব মন্ত্র : শ্বেতপদ্মাসনা দেবী শ্বেত পুষ্পোপশোভিতা।
শ্বেতাম্ভরধরা নিত্যা শ্বেতাগন্ধানুলেপনা।।
শ্বেতাক্ষসূত্রহস্তা চ শ্বেতচন্দনচর্চ্চিতা।
শ্বেতবীণাধরা শুভ্রা শ্বেতালঙ্কারবভূষিতা
বন্দিতা সিদ্ধগন্ধর্ব্বৈর্চ্চিতা দেবদানবৈঃ।
পূঝিতা মুনিভি: সর্ব্বৈঋষিভিঃ স্তূয়তে সদা।।
স্তোত্রেণানেন তাং দেবীং জগদ্ধাত্রীং সরস্বতীম্।
যে স্মরতি ত্রিসন্ধ্যায়ং সর্ব্বাং বিদ্যাং লভন্তি তে।।
👉সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি স্টোরি ক্লিক করে দেখুন 👈
সরস্বতী বন্দনা মন্ত্র : যা কুন্দেনু তুষার হার ধবলা যা শুভ্রবস্ত্রাবৃতা
*যা বীণা বরদণ্ডমণ্ডিত করা যা শ্বেত পদ্মাসনা।
-যা ব্রহ্মাচ্যুতশংকর প্রভৃতির্দেবৈঃ সদাবন্দিতা
সা মাং পাতুসরস্বতী ভগবতী নিঃশেষ জাড্যাপহাম্॥১॥
শুক্লাং ব্রহ্ম বিচার সার পরমাদ্যাং জগদ্ব্যাপিনীম্
বীণা পুষ্পক ধারিণীমভয়দাম্ জাড্যান্ধকারাপহাম।
হস্তে স্ফটিক মালিকাম্ বিদধতীম্ পদ্মাসনে সংস্থিতাম্
বন্দে ত্বাং পরমেশ্বরীম্ ভগবতীম্ বুদ্ধিপ্রদাম্ সারদাম্॥২॥
সরস্বতীর ধ্যান মন্ত্র : ওঁ সরস্বতী ময়া দৃষ্টবা, বীণা পুস্তক ধারণীম্।
হংস বাহিনী সমাযুক্তা মা বিদ্যা দান করেতু মে ওঁ।।
সরস্বতীর ধ্যান : তরুণশকলমিন্দোর্বিভ্রতী শুভ্রকান্তিঃ
কুচভরনমিতাঙ্গী সন্নিষন্না সিতাব্জে ।
নিজকরকমলোদ্যল্লেখনীপুস্তকশ্রীঃ
সকলবিভবসিন্ধ্যৈ পাতু বাগদেবতা নঃ ।।
এর অর্থ- চন্দ্রের তরুণ অংশের ন্যায় যাঁর কান্তি শুভ্র, যিনি কুচভরে অবনতাঙ্গী, যিনি শ্বেত পদ্মাস্থনা , যাঁর নিজ কর কমলে উদ্যত লেখনী ও পুস্তক শোভিত , সকল ঐশ্বর্য সিদ্ধির নিমিত্ত সেই বাগদেবী আমাদিগকে রক্ষা করুন ।
সরস্বতীর জপ মন্ত্রঃ
ওঁ বদ্ বদ্ বাগ্বাদিনি স্বাহা।
সম্পূর্ণ তথ্য সূত্র মন্ত্র টি Patrika.Com এর এই Page থেকে।
saraswati puja drawing
মা সরস্বতী কে স্মরণ করার জন্য ছোট থেকে বড় পর্যন্ত সমস্ত ছাত্র-ছাত্রী কিছু না কিছু puja drawing করে থাকে। আপনি যদি খুব সুন্দর একটি saraswati puja drawing করতে চান তাহলে করতে পারেন সম্পূর্ণ দেখে দেখে এবং নতুন নতুন ড্রয়িং শিখতে পারেন।
👉 এখানে ক্লিক করে ড্রয়িং শিখুন 👈
saraswati maa photo 2022
হোয়াটসঅ্যাপ, ফেসবুক ছাড়া অন্যান্য সোশ্যাল মিডিয়া গুলো রয়েছে যেখানে বন্ধুবান্ধবকে শুভেচ্ছা পাঠানোর অন্যতম ভালো জায়গা। স্বরসতী মায়ের ফটো আপনি নিজের মতো করে তৈরি করে খুব সুন্দর সুন্দর ক্যাপশন দিন আপনার বন্ধুকে শেয়ার করতে পারেন। saraswati maa photo নতুন পেতে গেলে আপনার মোবাইলের যেকোন ব্রাউজারে টাইপ করুন saraswati maa photo 2022
লিখে সার্চ দিন > সার্চ করে নিজে images এ ক্লিক করুন > এর ঠিক নিচে অনেকগুলি অপশন আসবে এরমধ্যে স্লাইড করে আপনার পছন্দের অপশন এ ক্লিক করে নানারকম ফটো বেছে নিতে পারেন এবং ডাউনলোড করতে পারেন।
এছাড়া আপনি যে কোন ফটো ডাউনলোড করে picart কিংবা piclab অ্যাপের মাধ্যমে যে কোন ফটো কে এডিট করে আপনার পছন্দসই ক্যাপশন দিয়ে আপনার বন্ধুকে পাঠাতে পারেন।
সরস্বতী পূজার গান
আপনি যদি সরস্বতী পুজোর গান পেতে চান তাহলে ইউটিউব থেকে সরাসরি গান শুনতে পেলেন। YouTube অ্যাপের মধ্যে গিয়ে সার্চ বারে টাইপ করবেন সরস্বতী পূজার গান, তাহলে আপনার সামনে অনেক কয়েকশো গান এখান থেকে আপনি বেছে আপনার প্রিয় গানটা শুনতে পারেন। নিচে কয়েকটি গানের লিঙ্ক দেওয়া রয়েছে এখান থেকে আপনারা শুনতে পারেন।
saraswati puja song 2022
স্বরসতী পূজার মন্ত্র জানতে পরলেন বা সরস্বতী বন্দনা জানাতে পেরেছি, সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র, বন্দনা, saraswati puja drawing, photo, mantra in bengali ও পূজার গান সব কিছু তথ্য দিয়েছি।
ConversionConversion EmoticonEmoticon