আপনি কি জানেন কেন নতুন আধার কার্ডে জন্ম তারিখ নেই বা আধার কার্ডে কি কি নতুন আপডেট এসেছে জানেন কি, আজকে আমি এই আর্টিকেলের মধ্যে জানাবো Why date of birth is missing in new aadhaar card এবং Aadhaar Card Date of Birth যাবতীয় চেক এই সমস্ত কিছু তথ্য সম্পূর্ণভাবে জানতে পারবে।
আধার কার্ড এমন একটি পরিচয় পত্র যেটা আপনাকে ভারতের একজন নাগরিক হিসাবে বিবেচিত করে, এছাড়া আপনার এই আধার কার্ডের মাধ্যমে একটি ইউনিক নাম্বার দেওয়া হয়, যার মধ্যে আপনার যাবতীয় তথ্য গোপন থাকে। ইউনিক আইডেন্টিফিকেশন এর কারণে এই আধার কার্ড ব্যাংক একাউন্ট থেকে শুরু করে সমস্ত তথ্য একে অপরের সঙ্গে আন্ডার লিঙ্ক করা থাকে। আপনি যদি কোন এক ব্যাংক থেকে টাকা লোন নিয়ে থাকেন অন্য একটি ব্যাংক থেকে যখন লোন চাইতে জান তারা খুব সহজে জানতে পারে অপর একটি ব্যাংক থেকে কত টাকা লোন নিয়েছে এবং ঠিকঠাক ভাবে মিটিয়েছে কিনা তার সমস্ত কিছু তথ্য আধার কার্ডের মাধ্যমে জানতে পারবে।
Aadhaar Card Date of Birth চেক পদ্ধতি
আধার কার্ড অনেক রকম তথ্য আছে যার মধ্যে হল আপনার জন্মের তারিখ, এই জন্মের তারিখের কেন্দ্র করে যত ঝামেলা শুরু হয়েছে। অনেকের দাবি আধার কার্ডের মধ্যে জন্মের তারিখ উঠিয়ে দেওয়া হচ্ছে। আধার কার্ড কর্তৃপক্ষ UIDAI থেকে স্পষ্ট কোন বিজ্ঞপ্তি জারি করা হয়নি কেন এই জন্মের তারিখ তুলে দেওয়া হচ্ছে?
প্রত্যেকের জন্মের তারিখ তুলেও দোয়া হচ্ছে এমনটা কিছু কিন্তু নয়, কিছু কিছু মানুষের দাবি যে আধার কার্ড স্ট্যাটাস চেক করলে দেখাচ্ছে না জন্মের তারিখ। আপনি কিন্তু খুব সহজে আপনার আধার কার্ড স্ট্যাটাচ্ছে বা ডাউনলোড করে জানতে পারবেন আপনার মোবাইলের মাধ্যমে আপনার জন্মের তারিখ বাদ পড়েছে কিনা।
নতুন আধার কার্ড জন্ম তারিখ চেক
যদি আপনি Aadhaar Card এরমধ্যে Date of Birth আছে কিনা Check করতে চাইছেন তাহলে প্রথমে আপনাকে যে কোন একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে।- সার্চ বাড়ে টাইপ করুন my Aadhar লিখে সার্চ দিন
- আপনার মোবাইলে সার্চ রেজাল্টের প্রথমে যে অপশনটি আসবে আধার কার্ডে অফিসের ওয়েবসাইট আসবে
- UIDAI অফিসিয়াল ওয়েবসাইট myaadhaar. uidai. gov. in এই ওয়েবসাইট থেকে ক্লিক
- আপনার মোবাইলে নতুন পেজ ওপেন হলে download Aadhar অপশনে ক্লিক করুন
- ডাউনলোড আধার অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে
- নতুন পেজের মধ্যে enter Aadhaar number অপশনে ক্লিক করে আপনার আধানের কারেন্ট নাম্বারটি বসান
- Enter captcha অপশনের মধ্যে ক্লিক করে সাইডে দেওয়া ক্যাপচা সঠিকভাবে পূরণ করুন
- নিচে দেওয়া আছে সেন্ড ওটিপি তে ক্লিক করুন
- আধার কার্ডে যুক্ত করার ফোন নাম্বারে একটি ওটিপি আসবে ওই ওটিপি নিচের ফাঁকা ঘরে বসান
- নিচে সাবমিট বনের ক্লিক করে পরবর্তীতে চলে যান
- নতুন পেজ ওপেন হলে আপনার সমস্ত তথ্য চলে আসবে
- যেখানে আপনার নাম ঠিকানা সমস্ত কিছু চলে আসবে, গুরুত্বপূর্ণ আপনার জন্ম তারিখ, লক্ষ্য করেন আপনার জন্মের তারিখ আছে তাহলে এখনো পর্যন্ত আপনার আধার কার্ড আপডেট হয়নি যদি আপনার আধার কার্ড এর মধ্যে সম্পূর্ণভাবে জন্মতারিখ নেই তাহলে ভাববেন আপনার আধার কার্ডটি আপডেট হয়ে গেছে।
নতুন আধার কার্ডে জন্ম তারিখ নেই এর কারণ কি?
- ভুয়া ভাটার বাদ দেওয়া
- আধার কার্ড ছাড়া ভোটার তালিকায় নাম তোলা
- ভোটার কার্ডের মান্যতা বাড়ানো
- অনলীগের রোহিঙ্গা অনুপ্রবেশ রুখা
- অনলিগ্যাল বাংলাদেশী অনুপ্রবেশ রুখা
- ভারতীয় নাগরিক সুযোগ সুবিধা
- জাতীয় সুরক্ষা সচেতন রাখতে
ConversionConversion EmoticonEmoticon