Realme x price | launched with 48MP camera

Realme X price : লঞ্চ হয়েছে এই মাসে চিনের বাজারে Realme X।  এই ফোন ভারতের বাজারে খুব তাড়াতাড়ি আনতে চলেছে সংস্থা। ভারতে লঞ্চ হবে Realme X 15 ই জুলাই অপেক্ষায় রয়েছে রিয়েলমি রা। সেটআপের রয়েছে dual রিয়ার ক্যামেরার এই ফোনে আছে ৪৮ মেগাপিক্সেল সেন্সার প্রাইমারী কেমেরা। পপ-আপ সেলফি সাথে আপনাকে খুব আকর্ষণ দিবে ক্যামেরা। খুব শীঘ্রই ভারতের বাইরে বিভিন্ন দেশগুলিতেও পাওয়া যাবে। medium বাজেটের এই স্মার্টফোনটি জন্য অনেকে অপেক্ষায় রয়েছে। এ বার একটু দেখে নেওয়া জাক এক নজরে Realme X-এর স্পেসিফিকেশন আর এর দাম কত হবে।
Realme x price  launched with 48MP camera


    Realme X-এর স্পেসিফিকেশন
• 6.63 ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে। এই ফোনের screen to Body রেশিও 91 শতাংশের অনেক বেশী।
• 8 GB RAM আর 128 GB ইন্টার্নাল স্টোরেজ ভেরিয়েন্টে তৈরী করা হয়েছে এই মাঝারি দামের স্মার্টফোনটি তে। MicroSD কার্ডের সাহায্যে ফোনের ইন্টার্নাল স্টোরেজ বাড়াতে পারবে 256 GB পর্যন্ত।
• Android 9.1 (Pie) অপারেটিং সিস্টেম আর Snapdragon 710 Chipset এর সাথে।
• ছবি তোলার জন্য   পিছনের কেমেরা থাকছে 48 মেগাপিক্সেল (প্রাইমারি সেন্সার) + ৫ মেগাপিক্সেলের  ডুয়াল রিয়ার ক্যামেরা সুন্দর সেটআপ রয়েছে। আর 16 মেগাপিক্সেলের পপ-আপ সেলফি ক্যামেরা সেটাপ রয়েছে। উন্নত প্রযুক্তির রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এর সঙ্গে।
• এই ফোনে থাকছে 3765 mAh-এর Non Removed ব্যাটারি। ফাস্ট চার্জিং-এর স্যাপটের সুবিধা রয়েছে। কানেক্টিভিটির জন্য থাকছে  Dull 4G LTE, Bluetooth v5.0, GPS/ A-GPS আর একটি USB C-Type port।
• Realme X-এর 8 GB RAM আর 128 GB ইন্টার্নাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1499 ইউয়ান ভারতীয় মূদ্রায় যা প্রায় 15400 টাকা দাম হতে পারে মনেকরা হচ্ছে বলে জানিয়েছেন Realme  কম্পানি।

Previous
Next Post »