প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি লিস্ট | pm kisan status check 2021

 এবার পশ্চিমবঙ্গের কৃষকরা পাচ্ছে pm kisan samman nidhi টাকা বা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি লিস্ট টাকা সবার একাউন্টে আস্তে শুরু করেছে। আজকে আমরা আলোচনা করব আপনার মোবাইলের মাধ্যমে "pm kisan status check 2021" কিভাবে চেক করবেন, ব্যাংকে কত টাকা ঢুকেছে, না ঢুকলে কি করবেন, সমস্ত কিছু তথ্য জানবেন আর্টিকেল এর মধ্যে।

শিরোনাম

    • status check কি?
    • status check কিভাবে করবেন?
    • pm kisan status check কি?
    • list চেক কিভাবে করবেন?
    • কাদের টাকা আসবেনা?
    • রিজেক্ট কেন হয়?
    • টাকা না এলে কি করবেন?

pm kisan status check 2021, status check
pm kisan status check কি? 

প্রধানমন্ত্রী কৃষকদের সুবিধার্থে বছরে আর্থিক 2 হাজার টাকা করে 3 কিস্তি  দেওয়ার কথা ঘোষণা করেছিলেন সমস্ত কৃষকদের। অনেক মানুষ অনলাইনে আবেদন করেছিলেন পশ্চিমবঙ্গের কৃষকরা এবং গত কয়েক দিন আগে এই টাকা প্রত্যেকটি কৃষকের একাউন্টে ছাড়া হয়েছে। যার এখনো পর্যন্ত pm kisan samman nidhi status check 2021 টাকা ঢোকেনি, বর্তমান পরিস্থিতি কি রয়েছে যদি আপনি অনলাইনে দেখেন সেটা ইংরেজিতে বলা হয় status check

pm kisan status check কিভাবে করবেন?

বর্তমান স্মার্টফোনের যুগ আপনি চাইলে আপনার মোবাইল থেকে pm-kisan স্ট্যাটাস চেক করতে পারবেন খুব সহজে। নিচে কয়েকটি স্টেপ ফলো করলে আপনি খুব সহজে আপনার আপনার pm kisan status check করতে পারবেন। দেখে নিন নিম্নলিখিত প্রসেস গুলি।

আপনার যেকোন ব্রাউজারের টাইপ করুন pm-kisan এবং সার্চ দিন।

সার্চ রেজাল্টের প্রথম লিঙ্কে ক্লিক করুন, ভারত সরকারের pm-kisan অফিশিয়াল ওয়েবসাইট।

ওপেন হওয়ার পর নিচের দিকে এসে Farmers Corner ড্যাশবোর্ডে আসুন।

এখানে অনেকগুলো অপশন এর ঘর রয়েছে, ক্লিক করুন Beneficiary Status অপশনটিতে।

নতুন উইন্ডো তে  ফাঁকা ঘরে বেনিফিসারী আধার কার্ড নাম্বার দিয়ে get data করুন।

আবেদনকারীর সম্পূর্ণ তথ্য চলে আসবে টাকা পেয়েছে কি না, কবে টাকা ঢুকেছে।

এইভাবে আপনারা pm kisan samman nidhi 2021 status চেক করতে পারবেন নিজের মোবাইল থেকে।

pm kisan status 2021 list চেক কিভাবে করবেন?

অনেকে আছে যারা তার নিজের এলাকার সম্পূর্ণ pm kisan status check 2021 list দেখতে চাই। এইতো আপনারা খুব সহজে আপনার মোবাইল থেকে করতে পারবেন। এর জন্য নিম্নলিখিত তথ্যগুলি ভালো করে আপনি আপনার এলাকার সমস্ত মানুষের স্ট্যাটাস চেক থেকে আরম্ভ করে সবকিছু দেখতে পাবেন।

প্রথমে pm-kisan ওয়েবসাইটে গিয়ে Payment Success ড্যাশবোর্ড খুঁজবেন।

Payment Success এই অপশন এর নিচে দেখতে পাবেন হলুদ কালারের Dashboard অপশনটি ক্লিক করুন।

আপনার মোবাইলে নতুন একটি উইন্ডো ওপেন হবে এবং এখানে প্রথমে আপনার রাজ্য সিলেক্ট করবেন।

তার নিচে সিলেক্ট করেন আপনার জেলা।

এরপরের অপশনটি সিলেক্ট করবেন আপনার স্বামীও স্থানীয় ব্লক

সবশেষে আপনার গ্রাম সিলেক্ট করবেন।

সবশেষে নিচে সবুজ কালারের Show অপশনটিতে ক্লিক করুন।

ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার গ্রামের সমস্ত মানুষের লিস্ট স্ট্যাটাস চেক করতে পারবেন।

Payment status অপশনটিতে ক্লিক করুন এবং আপনার এলাকার pm kisan samman nidhi 2021 status সমস্ত মানুষের পেমেন্টের সংক্রান্ত সমস্ত স্ট্যাটাস দেখতে পাবেন।

এইভাবে কিন্তু আপনার আপনার এলাকার pm kisan samman nidhi 2021 list অতি সহজে দেখতে পাবে। চাইলে আপনারা এখানে ক্লিক করে pm-kisan status check ওয়েবসাইটে যেতে পারবেন।

pm kisan samman nidhi 2021 কাদের টাকা আসবেনা?

পশ্চিমবঙ্গের অনেক মানুষ আছে যারা এখনো পর্যন্ত pm kisan samman nidhi 2021 list নাম আছে টাকা এখনও পর্যন্ত পাইনি। এর অনেকগুলো কারণ রয়েছে এবং নিম্নলিখিত তথ্য করে দেখে নিন কিসের জন্য আপনার টাকা আসেনি।

ব্যাংক একাউন্ট নাম্বার ভুল।

ব্যাংক IFSC সঠিক না দেওয়া।

একই ফোন নাম্বারে দুজন ব্যক্তির রেজিস্ট্রেশন করা।

আবেদনকারীর ব্যাক নাম্বার অন্য কারও দেওয়া।

একটি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দুজন আবেদনকারীর রেজিস্ট্রেশনে দেওয়া।

এগুলো কারণ থাকলে pm kisan samman nidhi 2021 list নাম অ্যাপ্রুভ থাকবে কিন্তু লিষ্টের সাইডে  কিংবা আপনারতথ্যগুলি যখন দেখবেন তখন ifsc code invalid, bank account number incorrect, duplicate phone number, duplicate bank account number এইসব তথ্য গুলি চলে আসবে।

pm kisan samman nidhi 2021 রিজেক্ট কেন হয়?

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা অনেক আবেদনকারীর এখনো পর্যন্ত রিজেক্ট লিস্টে পড়ে আছে। আপনাদের আবেদন কেন রিজেক্ট লিস্টে আছে তার কয়েকটি কারণ রয়েছে, এই ভুলগুলো করলে আপনার ও আবেদন রিজেক্ট লিস্টে আসবে। নিচের নিম্নলিখিত তথ্যগুলি দেখে নিন।

  1. আবেদনকারীর ঠিকঠাক ভাবে পর্চা অনুযায়ী জায়গার বিবরণ দিবেন।
  2.  প্রত্যেকটা দাগ নম্বরের আলাদা আলাদা করে কৃষি ক্ষেতএর এড করাবেন।
  3.  প্রত্যেকটি দাগ নম্বরের হেক্টর হিসাবে লিখবেন যেমন এক হেক্টর = 100 শতক (ফর্ম পূরণের সময় 1.00 এইভাবে লিখবে)।
  4. অন্য কারোর পর্চা নম্বর যোগ করবেন না।
  5. একটা দাগ নম্বর দিয়ে অন্যান্য দাগ নাম্বার গুলি  একসঙ্গে লিখবেন না। 

এই বিষয় গুলির জন্য আপনার আবেদনটি রিজেক্ট করা হয়। ঠিকঠাকভাবে আপনার পূরণ করা থাকে তাহলে কোনদিন আপনার রিজেক্ট লিস্টে আসবেনা। বেশিরভাগ ক্ষেত্রে এই ভুলটাই হয়ে থাকে।

pm kisan টাকা না এলে কি করবেন?

বর্তমান pm kisan samman nidhi যোজনায় অনেক কৃষকের এখনো পর্যন্ত ব্যাংকে টাকা আসেনি। এর জন্য অনেক কৃষক হতাশায় ভুগছেন। এই কাজগুলো করলে হয়তো আপনার পরের কিস্তিতে টাকা আসতে পারে। নিচের তথ্য গুলি ফলো দেখে নিন।

  • সম্পূর্ণ নথিপত্র গুলি নিয়ে আপনি আপনার স্থানীয় কৃষি দপ্তরে যোগাযোগ করুন।
  • pm-kisan এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে টোল ফ্রি নাম্বারে ফোন করলে হয়তো আপনার সমস্যার সমাধান।
  • ইমেইলের মাধ্যমে আপনি সমস্যার কথা জানালে হয়তো আপনার সমাধান হয়ে যেতে পারে।

 নথিপত্র গুলির ভুল থাকলে Updation of Self Registered Farmer ক্লিক করে আধার নাম্বার দিয়ে দেখবেন এবং ভুল সংশোধন করলে হয়তো আপনার টাকা আসতে পারে।

 আশা করি আপনারা বুঝতে পেরেছেন pm kisan samman nidhi টাকা বা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা টাকা সবার একাউন্টে আস্তে শুরু করা থেকে শুরু করে মোবাইলের মাধ্যমে pm kisan status check 2021 কিভাবে চেক করবেন, ব্যাংকে কত টাকা ঢুকেছে, না ঢুকলে কি করবেন, সমস্ত কিছু তথ্য জানতে পারলেন। আশা করি আপনাদের pm kisan status 2021 list এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনার কাজে আসবে। সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ। 

Previous
Next Post »