কৃষক বন্ধুর টাকা এই ভুলগুলো ঠিক না করলে আসবেনা

আপনি কি কৃষক বন্ধুর টাকা পাচ্ছেন? তাহলে সাবধান হয়ে যান, আপনার হয়তো আর কৃষক বন্ধু টাকা একাউন্টে আসবেনা, কৃষক বন্ধুর টাকা আপনার একাউন্টে আসার আগে যদি এই ভুলগুলো ঠিক করে না নিয়ে থাকেন তাহলে জেনে নিন কি হতে পারে ?

কৃষক বন্ধু

গত কয়েক বছর ধরে কৃষকের মুখে হাসি ফুটিয়েছে কৃষক বন্ধু প্রকল্প, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এর এই প্রকল্পের দ্বারা প্রত্যেকটি কৃষকের একাউন্টে চাষের আগে ছোট্ট কৃষকের জন্য ২ হাজার টাকা এবং বড় কৃষক এর জন্য 5000 টাকা করে দুই কিস্তি দেওয়া হয়।
পশ্চিমবঙ্গের কৃষক এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কারণে চাষীরা ভালোভাবে কীটনাশক, রাসায়নিক, জৈব সার কিনে ভালোভাবে চাষাবাদ করে অতিরিক্ত ফলন বাড়াতে পারছে।
যদি পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার হঠাৎ বন্ধ হয়ে যায় তাহলে কৃষকরা সঠিকভাবে কৃষি কাজ করতে পারবে না, পরিচর্যা অনেক ঘাটতি দেখা দেবে এবং এর কাছাকাছি কীটনাশক, সার প্রয়োগ করার জন্য টাকা শংকটের সম্মুখী হতে পারে।
যদি আপনি krishok bandhu Prakolpa টাকা ব্যাংকে আসার আগে এই কাজগুলি আগে থেকে করে থাকেন তাহলে আপনি সঠিক সময়ে আপনাকে কৃষক বন্ধু টাকা ব্যাংক একাউন্টে চলে আসবে।

কৃষক বন্ধু প্রকল্প ইনস্টলমেন্ট আসার আগে কি করবেন ?

কৃষক বন্ধু প্রকল্পের স্টলমেন্ট বা কিস্তি আসার আগে এই কাজগুলো অবশ্যই করে রাখুন না হলে আপনার টাকা ব্যাংক একাউন্টে আসবে না।
  1. কৃষক বন্ধু KYC করুন
  2. স্ট্যাটাস চেক করুন
  3. ব্যাংক একাউন্টে কোন সমস্যা থাকলে খুব দ্রুত ঠিক করুন
  4. সম্প্রতি যদি আপনি আধার কার্ড আপডেট করেছেন তাহলে অবশ্যই কৃষক বন্ধু একাউন্ট আপডেট করুন
  5. ফোন নাম্বার আপডেট
  6. ভোটার কার্ডের সমস্যা থাকলে ঠিক করুন
কৃষক বন্ধু KYC কিভাবে করবেন ?
যদি আপনার কৃষক বন্ধু KYC কারনে টাকা বন্ধ হয়ে যায় তাহলে অবশ্যই দ্রুত আপনার নিকটবর্তী কৃষি দপ্তর অফিস বা মিউনিসিপাল অফিসে গিয়ে যোগাযোগ করে কেওয়াইসি ফর্ম সংগ্রহ করুন এবং সংগ্রহ করার পর যথাযথভাবে ফরম ফিলাপ করে ব্যাংকের একাউন্টের জেরক্স, আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স , চাষযুক্ত জমিনের পর্চা সহ অরিজিনাল ডকুমেন্টগুলো নিয়ে যাবেন। কেওয়াইসি ফর্ম এর সঙ্গে যথাযথ ডকুমেন্টগুলো জয়েন্ট করে কৃষি দপ্তরের জমা করবেন এবং যদি অরিজিনাল ডকুমেন্টগুলো দেখতে চাই তাহলে অবশ্যই আপনাকে দেখাতে হবে।
কৃষক বন্ধুর টাকা


কৃষক টেটাস চেক করার উপায়?

আপনি যদি আপনার কৃষক বন্ধু স্টলমেন্ট পাওয়ার আগে স্ট্যাটাস না চেক করেন তাহলে আপনি হয়তো কৃষক বন্ধু ইনস্টলমেন্ট নাও পেতে পারেন । স্ট্যাটাস চেক করার মাধ্যমে আপনি দেখে নিতে পারেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার একাউন্টে আসবে কিনা।
  • প্রথমে আপনি আপনার মোবাইল থেকে যে কোন একটি ব্রাউজারে যান
  • ব্রাউজারে সার্চ বার তে টাইপ করুন krishakbandhu. wb. gov. in বা এই অপশনে ক্লিক করে যেতে পারেন
  • এসব বন্ধু অফিসিয়াল ওয়েবসাইট খুলবে এবং একটু নিচের দিকে গিয়ে দেখতে পাবেন নথিভুক্ত কৃষকের তথ্য
  • নথিভুক্ত কিছুকে তথ্য তে ক্লিক করার পর আপনার সামনে নতুন পেজ ওপেন হবে
  • দুটো অপশন আসবে সিলেক্টেড অপারেট র এবং আইডি নাম্বার
  • সিলেক্টেড অপারেটর তে আপনি ভোটার কার্ড আধার কার্ড ফোন নাম্বার বা কিষান আইডি নাম্বার যেকোন একটা দিবেন
  • আপনার সিলেক্ট করা অনুযায়ী আইডি নাম্বার বসাবেন যেমন যদি ভোটার কার বসান তাহলে ভোটার কার্ড নাম্বার দিবেন যদি আধার কার্ড বেছে নিয়ে থাকেন তাহলে আধার কার্ড নম্বরটি বসাবেন
  • আপনি ডান সাইডে ক্যাপচা অপ্সানে ক্লিক করে নিচে সার্চ বাটনে ক্লিক করুন।
আপনার মোবাইলের মধ্যে সমস্ত তথ্য চলে আসবে এবং এখানে যদি কোন তথ্য মিস থাকে তাহলে নিচের কিসের জন্য মিস হয়েছে সবকিছু তথ্য রয়েছে সম্পূর্ণ পড়তে পারেন।

কৃষক বন্ধু ব্যাংক একাউন্ট সমস্যা কিভাবে ঠিক করবেন ?

কৃষক বন্ধু প্রকল্পের কিস্তি বা স্টলমেন্ট আপনার একাউন্টে আসার আগে ব্যাংক একাউন্ট ঠিক আছে বা নামের সঙ্গে আবেদনকারীর মিল আছে নাকি চেক করা হয়, যদি এখানে কোন প্রবলেম দেখা দেয় তাহলে আপনার একাউন্টে টাকা আসবে না।
প্রথমে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নামের সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড, কৃষি জমি পর্চা যে নামটি আছে সবগুলো নামের সঙ্গে মিল ধরতে হবে বা যদি আপনার নামের সঙ্গে মিল না থাকে সবগুলো আগে সঠিক করবেন।
দ্বিতীয়ত আপনার অরিজিনাল ডকুমেন্ট গুলি নিয়েস্থানীয় কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করুন এবং কিছুদিনের মধ্যে আপনার সংসার সমাধান হয়ে যাবে।

কৃষক বন্ধু প্রকল্প আধার কার্ড আপডেট

যদি আপনি সম্পতি আধার কার্ড আপডেট করে থাকেন তাহলে খুব তাড়াতাড়ি আপডেট করা আধার কার্ডের জেরক্স নিয়ে গিয়ে আপনি কৃষি দপ্তরে জমা দিন, যাতে আপনার কৃষক বন্ধু ইনস্টলমেন্ট আস্তে অসুবিধা না হয়।


কৃষক বন্ধু ফোন নাম্বার পরিবর্তন বা আপডেট কিভাবে করবেন?

কৃষক বন্ধু প্রকল্পে যদি আপনি ফোন নাম্বার পরিবর্তন করতে চাও বা আপনার ফোন নাম্বারটি কোন কারনে বন্ধ হয়ে গেছে বা হারিয়ে গেছে তাহলে আপনি সহজে কৃষি দপ্তরে গিয়ে ফোন নাম্বার পরিবর্তন করতে পারেন বা আপডেট করতে পারেন, এর জন্য আপনাকে আপনার অরিজিনাল ডকুমেন্ট গুলো মেয়ের সঙ্গে যাবেন তাহলে একটা কাজ খুব সহজে হয়ে যাবে। এই কাজটি আপনি যদি না করে থাকেন তাহলে আপনার একাউন্টে পরবর্তী কিস্তি আর আপনার একাউন্টে আসবে না।

কৃষক বন্ধু ভোটার কার্ড নাম পরিবর্তন কিভাবে করবেন?

কৃষক বন্ধু ভোটার কার্ড নাম পরিবর্তন করার জন্য আপনাকে প্রথমে ভোটার কার্ডের নাম পরিবর্তন করবেন এবং পরবর্তীতে আপনার এলাকার স্থানীয় কৃষি দপ্তরে গিয়ে পরিবর্তন করার নাম ডকুমেন্ট, ভোটার কার্ডের জেরক্স নিয়ে গিয়ে জামা করুন তাহলে আপনার সমস্যা সমাধান হবে।

Previous
Next Post »