আপনার কি "লক্ষীর ভান্ডার বন্ধ" হয়ে গেছে, lakshmi bhandar বন্ধ হয়ে যায় তাহলে কি করবেন অথবা বন্ধ হয়ে যাবা lokhir vandar চালু কি করে করবেন বা How to open Lakshmi Bhandar if it is closed? তার সমস্ত বিষয় এই আর্টিকেলের মধ্যে জানতে পারবেন।
লক্ষীর ভান্ডার ( lakshmi bhandar )
পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প লক্ষ্মীর ভান্ডার যার মাধ্যমে প্রত্যেক বাড়ির মহিলারা প্রতিমাসে ১০০০ টাকা করে এবং ST, SE কাষ্টের জন্য বারোশো টাকা করে দেওয়া হয়।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মহিলাদের কথা ভেবে যে প্রকল্প গুলো উপস্থাপন করেছেন সেসব গরিব কল্যাণমূলক হয়ে দাঁড়িয়েছে।ভারতবর্ষে প্রথম মুখ্যমন্ত্রী যিনি মহিলাদের কথা ভেবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে এসেছে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
লক্ষীর ভান্ডার প্রকল্পের কারণে প্রত্যেক বাড়ির মহিলারা অনেকটা সাবলম্বী এবং সংসার চালানো জন্য অনেকটা ভূমিকা রাখে। আপনারা নিশ্চয়ই জানেন অনেক মহিলা যারা সংসার চালানোর জন্য কঠোর পরিশ্রম করে তাদের জন্য মুখ্যমন্ত্রীর বরদান হিসেবে কাজ করে। পশ্চিমবঙ্গের কয়েক কোটি মহিলা লক্ষীর ভান্ডার প্রকল্পে বেনিফিট পাচ্ছে।
আপনি লক্ষীর ভান্ডার প্রকল্প থেকে প্রত্যেক মাসে টাকা পাচ্ছে, যদি হঠাৎ করে আপনার টাকা বন্ধ হয়ে যায় আপনার মাথার উপর আকাশ ভেঙ্গে পড়বে, তাই জেনে রাখা ভালো লক্ষীর ভান্ডার কেন বন্ধ হয়, কারণ কি এবং বন্ধ হয়ে গেলে জেনে নিন আপনার করণীয় কি?
লক্ষীর ভান্ডার কেন বন্ধ হয়?
যদি আপনার বয়স ৬০ বছরের ঊর্ধ্বে হয়ে যায় তাহলে আপনার lokhir vandar বন্ধ হতে পারে এবং ব্যাংকের kyc প্রবলেম, আপনার যদি জিরো একাউন্টে টাকার পরিমাণ বেড়ে যায় বা রিসেন্ট আপনি ভোটার কার্ড বা আধার কার্ড সংশোধন করেছেন এক্ষেত্রেও মিস ম্যাচের কারণে আপনার লক্ষীর ভান্ডারের টাকা আসা বন্ধ হতে পারে।সম্প্রতি দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে লক্ষীর ভান্ডার প্রকল্পের সবচেয়ে বেশি বন্ধ হয়ে যাওয়া কারণ হিসেবে দেখা গেছে ৬০ বছরের বেশিরভাগ মহিলাটা টাকা পাচ্ছে না বা তাদের lakshmi bhandar বন্ধ হয়ে গেছে।
লক্ষী ভান্ডার বন্ধ হওয়ার কারণ
কি?
লক্ষী ভান্ডার বন্ধ হয়ে যাওয়ার কারণ জেনে নিন নিচে তার লিস্ট রয়েছে- ৬০ বছরের ঊর্ধ্বে বয়স
- ব্যাংক জনিত কারণ
- কেওয়াইসি আপডেট
- সম্প্রতি আধার কার্ড সংশোধন
- জিরো একাউন্ট থেকে লেনদেন ওভার হয়ে যাওয়া
- এইসব কারণ হতে পারে আপনার লক্ষীর ভান্ডার বন্ধ হয়ে যাওয়ার।
লক্ষীর ভান্ডার বন্ধ হলে চালু কিভাবে করবেন?
যদি আপনার লক্ষীর ভান্ডার বন্ধ হয়ে যায় তাহলে আপনাকে প্রথমে দেখতে হবে আপনার ৬০ বছর বয়স হয়ে গেছে কিনা, যদি আপনার ৬০ বছর ঊর্ধ্বে হয়ে গেছে তাহলে আপনাকে প্রথমে আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংকের বই জেরক্স নিয়ে আপনার স্থানীয় অঞ্চল অফিস বা BDO office গিয়ে বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে পারেন। আবেদন করার এক মাসের মধ্যে আপনার একাউন্টে বার্ধক্য ভাতা স্বরূপ এক হাজার টাকা করে প্রত্যেক মাসে একাউন্টে আসবে।যদি আপনার ৬০ বছর বয়স হয়নি এবং আপনি টাকা পাচ্ছেন না তাহলে আপনি সত্বর আপনার স্থানীয় গ্রাম পঞ্চায়েত বা BDO অফিসে যোগাযোগ করে জেনে নিতে পারেন কিসের জন্য আপনার লক্ষী ভান্ডার বন্ধ হয়েছে এবং সেই ভাবে আপনি আপনার সমস্যাটি বিডিও BDO র মাধ্যমে জেনে সমাধান করতে পারেন।
ConversionConversion EmoticonEmoticon