Ads

PM modi namami gange হোঁচট খেয়ে পড়লেন

PM modi namami gange হোঁচট খেয়ে পড়লেন। নরেন্দ্র মোদী কানপুরে যাওয়ার কথা ছিল। নমামি গঙ্গে কাজ কতটা এগিয়েছে সেটা দেখার জন্য তিনি গিয়ে ছিল।
PM modi namami gange হোঁচট খেয়ে পড়লেন
PM modi namami gange হোঁচট খেয়ে পড়লেন

নৌকায় করে সেই এলাকাতেই প্রদর্শন করেন। এলাকা পরিদর্শন করার পর তিনি ফিরছিলেন এবং তার সুরক্ষা কর্মী অনেক ছিল। তিনি এগিয়ে যাচ্ছিলেন এবং পিছনে সুরক্ষা কর্মী তাকে ঘিরে এগোচ্ছিলেন। সেই মুহূর্তে তিনি একটু দ্রুত গতিতে হাঁটতে থাকেন। এবং সিঁড়িতে এগোতে থাকেন। সেই মুহূর্তে সিঁড়ির কিছুটা ওঠার পর হঠাৎ করে হোঁচট খেয়ে তিনি ঢালাই সিঁড়ির উপর পড়ে যান। পড়ার পর তার সামনে সুরক্ষার কর্মী ছিল পিএম নরেন্দ্র মোদিকে সঙ্গে সঙ্গে তুলে নেয়। তোলার পর তিনি আবার এগোতে থাকেন। কিন্তু আশ্চর্যের বিষয় পিএম নরেন্দ্র মোদি একবার পিছনের দিকে তাকাই নি এবং কোন খারাপ ঘটনা না ঘটার কারণে তিনি ওখান থেকে সোজা তার গাড়ির দিকে এগিয়ে চলে যায়। তার কিছু ছবি উপরে দেওয়া রয়েছে আপনারা দেখতে পারেন। কিভাবে নরেন্দ্র মোদি হোঁচট খেয়ে সিঁড়ির মধ্যে পড়েছিল আশ্চর্য বিষয় তিনি অত জোরে হাঁটছিলেন কেন। একাধিক প্রশ্ন এখন সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি ভাইরাল হচ্ছে বলে জানা যাচ্ছে।
Previous
Next Post »