নৌকা কিনে চেন্নাই থেকে উড়িষ্যা 38 জন দিনমজুর | 38 laborers bought boats from Chennai to Orissa

নৌকা কিনে চেন্নাই থেকে উড়িষ্যা 38 জন দিনমজুর
  • নৌকা কিনে  38 জন দিনমজুর পাড়ি দিল নিজের আছে।
  • চেন্নাই থেকে 38 জন যাত্রী ফিরলো নিজের রাজ্যে।
  •  প্রায় 1000 কিলোমিটার সমুদ্রপথে  অতিক্রম করে উড়িষ্যাত।
  •  উড়িষ্যা সরকার থেকে  করেন টাইম এর ব্যবস্থা 38 জন যাত্রী।
laborers bought boats from Chennai to Orissa
laborers bought boats from Chennai to Orissa

ভারতবর্ষে : যখন লকডাউন চরমপর্যায়ে, অন্য রাজ্যে আটকে পড়া শ্রমিকরা ঘরে ফেরার জন্য নান রকম কৌশল অবলম্বন করছে।  এরকম ভাবে একটি ছবি ধরা পরল।  নৌকা কিনে 38 জন দিনমজুর পাড়ি দিল নিজের রাজ্যে। ঘটনাটি ঘটেছে উড়িষ্যা কিছু দিনমজুর মানুষের ছবি। 
 চেন্নাই থেকে 38 জন যাত্রী নিজের রাজ্যে ফেরার তাগিদে এরা একটা নৌকা কিনে এবং সেই নৌকায় করে বাড়ি ফেরে। এই 38 জন শ্রমিক তারা প্রায় সাত দিন ধরে নৌকোয় বসে 1000 কিলোমিটার  সমুদ্র পথ ধরে বাড়ি ফিরে।
 এই যাত্রীরা নিজেরা  রাজ্য তে ফেরার পর উড়িষ্যা সরকার তাদের বাড়ি না দিয়ে সোজা তাদের স্ক্রীনিং, শরীর স্বাস্থ্য কেমন আছে পুরোপুরি টেস্ট করে।  সেখান থেকে ওড়িশা সরকার সোজা করেন টাইম সেন্টারে পাঠিয়ে দেওয়া হয় 14 দিনের জন্য। 

ইতিমধ্যে বিভিন্ন রাজ্যের দিনমজুরদের যারা অন্য রাজ্যের আটকে পড়ে আছে তাদের নিয়ে যাওয়ার জন্য একটা বৈঠক বসবে বলে জানিয়েছে
 তা সত্ত্বেও এরকম খবর।  কয়েকদিনের মধ্যে  দিনমজুরদের নিয়ে তাদের বাড়ি পৌছে দেবার দায়িত্ব গ্রহণ করতে পারে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার। কেন্দ্র সরকার ও রাজ্য সরকার  উভয়ের মধ্যে তার একটা পদক্ষেপ গ্রহণ করতে চলেছে।

Previous
Next Post »