আপনি কি পিএম-কিষাণ যোজনা টাকা পাচ্ছেন বা pm-kisan যোজনা পরবর্তী কিস্তির জন্য অপেক্ষা করছেন তাহলে জেনে নিন কবে ইনস্টলমেন্টের টাকা পাবেন এবং স্ট্যাটাস চেক করবে কিভাবে তার এই আর্টিকেল এর মধ্যে জানতে পারবে ।
পিএম-কিষাণ প্রকল্প
প্রধানমন্ত্রী নরেন্দ্র সিং দামোদর মোদি তিনি ভারতবর্ষে নানা রকম যোজনা নিয়ে এসেছে, গত ১২ বছর ধরে তার এই বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করতে যোজনা গুলি প্রত্যেকটি ভারতীয়র মধ্যে যারা গরিব, কম অর্থশীল মানুষ এবং মধ্যবিত্ত পরিবারের জন্য জীবন দায়ী যোজনা পৌঁছে দিচ্ছে।ভারতবর্ষ একটি কৃষি প্রধান দেশ, এই দেশের মধ্যে প্রায় ৯০% মানুষ কৃষির উপর জীবন ধারণ করে এবং ভারতের ১০ থেকে ২০% জিডিপি বাড়িয়ে তুলে, তাই কৃষকের কথা মাথায় রেখে একটি খুব সুন্দর Yojana নিয়ে এসেছে যেটা গরীব কৃষকের মন জয় করেছে।
ভারতে কৃষকের মন জয় করা প্রকল্প বা যোজনার নাম পিএম-কিষাণ যোজনা, যার মাধ্যমে, ছোট প্রান্তিক কৃষক থেকে মাজারে কৃষক এবং বড় কৃষক সবাই সমানভাবে এই যোজনার আওতায় এসে বছরে তিনবার ২ হাজার টাকা করে সোজা কৃষকের একাউন্টে পাঠানো হয়। পিএম কিষণ যোজনা মাধ্যমে প্রত্যেক বছর ২০০০ টাকা করে তিনবার অর্থাৎ বছরের 6 হাজার টাকা করে দেওয়া হয়।
আপনারা নিশ্চয়ই জানেন গরিব কৃষকরা অর্থের অভাবে ঠিকভাবে চাষাবাদ করতে পারে না তার কারণ দিনকে দিন যে যেভাবে জিনিসপত্রের দাম, সারের দাম ও কৃষি যন্ত্রপাতির দাম এবং কৃষি সামগ্রিক প্রত্যেকটি জিনিসের দাম আকাশ ছোঁয়া তাই এই টাকা অনেক কৃষকের কাছে একটি আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে।
আজকে আমরা জেনে নেব এর পরবর্তী কিস্তি বা ২০ তম কিস্তির টাকা কবে দেবে এবং আপনি খুব সহজে স্ট্যাটাস চেক করবে কিভাবে তার সম্পূর্ণ পদ্ধতি এই আর্টিকেলের মাধ্যমে জানাব।
পিএম-কিষাণ ২০ তম কিস্তি কবে দেবে?
পিএম কিষান যোজনা কুড়িতম কিস্তির টাকা আগামী জুলাই মাসের মধ্যে প্রত্যেক কৃষকের একাউন্টে আসবে, জানা যায় জুলাই মাসের ২৫ থেকে আগস্ট মাসের ১০ তারিখের মধ্যে প্রত্যেকটি কৃষকের একাউন্টে পাঠানো হবে।
পিএম-কিষাণ যোজনা স্ট্যাটাস চেক করবেন কিভাবে?
পিএম কিষান যোজনা স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইলের ব্রাউজার ওপেন করবেন।মোবাইলের ব্রাউজার ওপেন করে সার্চ বারে টাইপ করুন pm kisan
- Search result প্রথম অপশনে ক্লিক করবেন
- আপনার মোবাইলে নতুন একটি পেজ ওপেন হলে এখানে know your status অপশনে ক্লিক করুন
- নতুন একটি পেজে পৌঁছে দেবে এখানে আপনি আপনার রেজিস্ট্রেশন আইডি বসিয়ে সার্চ বটনে ক্লিক করুন
- আপনার মোবাইলে OTP এলে নিচে ফাঁকা ঘরে ওটিপি বসিয়ে সার্চ বাটনে ক্লিক করুন
- আপনার মোবাইলের মধ্যে স্ট্যাটাসে সমস্ত কিছু তথ্য আপনি জানতে পারবে
পি-এম কিষান Registration নাম্বার কিভাবে পাবেন?
পিএম কিষাণ যোজনার রেজিস্ট্রেশন নাম্বার জানতে হলে প্রথমে আপনাকে যে কোন একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে।- ওপেন করার পর লিখে টাইপ করুন পিএম কিষান এবং সার্চ দিন
- হার্জ রেজাল্টের প্রথম যে ওয়েবসাইটটি আসবে ওই ওয়েবসাইটটি অন ওপেন করুন know your status অপশনটি খুঁজে ক্লিক করুন
- নতুন একটি উইন্ডোর ওপেন হলে এখানে দেখতে পাবেন know your Registration number এই অপশনটিতে ক্লিক করুন
- নতুন একটি উইন্ডোর ওপেন হলে এখানে আপনি রেজিস্ট্রেশন করা মোবাইল নাম্বারটি বা আধার কার্ড ইনপুট ফাঁকা ঘরে বসানো
- পাশে ক্যাপচা সঠিকভাবে সার্চ বোটানি ক্লিক করুন
- দেখতে পাবেন আপনার মোবাইল ডিএম কিষান রেজিস্ট্রেশন নাম্বারটি চলে আসবে।
ConversionConversion EmoticonEmoticon