বুলবুল ঝড়ের কৃষকদের অনুদান ফর্ম | Bull Bull Storm Farmers' Grant Form

বুলবুল ঝড়ের জন্য রাজ্য সরকারের তরফ থেকে কৃষকদের বিশাল সুখবর জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই সুখবরটি শুধুমাত্র গরিব চাষি, মধ্যবিত্ত চাষী এবং বড় চাষী যাদের বুলবুল ঝড়ের জন্য চাষের জমিতে প্রচুর ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, তা পূরণ করার জন্য রাজ্য থেকে প্রচুর পরিমাণে অর্থ নিয়োগ করা হয়েছে চাষীদের জন্য।
বুলবুল ঝড়ের কৃষকদের অনুদান ফর্ম | Bull Bull Storm Farmers' Grant Form
বুলবুল ঝড়ের কৃষকদের অনুদান ফর্ম | Bull Bull Storm Farmers' Grant Form

বুলবুল ঝড়ের জন্য ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে এই সিদ্ধান্ত নিয়েছে, আর্থিক সহযোগিতার হাত বাড়ানোর জন্য এলাকার বিডিও অফিস ও অঞ্চল ভিত্তিক একদল কর্মী প্রত্যেক এলাকায় গিয়ে ক্ষতি এলাকাগুলো পরিদর্শন করে। ক্ষতি এলাকাগুলো জানানো হয়েছিল, তার ভিত্তিতে যেসব এলাকায় অতিরিক্ত পরিমাণে চাষের জমি ক্ষয়ক্ষতি হয়েছে, সেই এলাকাগুলি আর্থিক সহযোগিতার জন্য একটা করে ফর্ম দেওয়া ঘোষণা করেছে। বিডিও অফিস এবং অঞ্চল ভিত্তিক এই র্ফম গুলো পাঠানো হয়েছে। এই ফর্ম আপনার এলাকার স্থানীয় গ্রাম পঞ্চায়েত বা অঞ্চলে গিয়ে এইসবের জন্য আবেদন করতে পারেন। তো অলরেডি এই ফর্মটি প্রত্যেকটি অঞ্চলে চলে গিয়েছে। অঞ্চল থেকে প্রতেক গ্রামে। আপনারা খোঁজখবর নিয়ে র্ফম গুলি সংগ্রহ করে জমা দিতে পারেন। জমা দেওয়ার জন্য আপনার এলাকার গ্রাম পঞ্চায়েত, অঞ্চল প্রধান কিংবা আপনার এলাকায় বিডিও অফিসে গিয়ে ফর্মটি জমা দিতে পারেন। বুবু ঝড়ের ফরমটি ফিলাপ করে আপনাকে তার কিছু তথ্য অনুযায়ী আপনাকে কিছু নিয়ম গুলি মেনে চলে আপনাকে ফর্মটি জমা দিতে হবে।
বুলবুল ঝড়ের ফর্ম এর নিয়ম
বুলবুল ঝড়ের কৃষকদের অনুদান ফর্ম | Bull Bull Storm Farmers' Grant Form
বুলবুল ঝড়ের কৃষকদের অনুদান ফর্ম | Bull Bull Storm Farmers' Grant Form

  1. ভোটের কার্ডের এক কপি ফটো আপনাকে হোম এর সঙ্গে দিতে হবে।
  2. আধার কার্ড থাকলে আধার কার্ড দিতে হবে
  3. আপনার যে ব্যাংকে একাউন্ট রয়েছে ওই ব্যাংকের বই প্রথম পাতা এক কপি জেরক্স লাগবে ব্যাংকের পয়সা টান্সফার করার জন্য।
  4. আপনার এলাকার অঞ্চলভিত্তিক যে ট্যাক্স কাটা হয় তার এক কপি জেরক্স লাগবে যেটা 2019-20 সালের হতে হবে।
  5. আপনার জায়গার একখান পর্চা আপনাকে জেরক্স করে জয়েন করাতে হবে এই প্রচার টা 2015 পড়ে হতে হবে না হলে আপনি সংগ্রহ করে 2015 পরের পর্চার এক কপি জেরক্স এর সঙ্গে দিতে হবে।
এই ফর্মগুলি সরাসরি বিডিও অফিস থেকে ডিম অফিসে যাবে। ওখান থেকে এপ্রুভ করে পয়সার রাশি নিযুক্ত করা হবে। এর জন্য কিছু সময় যেতে পারে সরকার দের। আগামী কয়েকদিন ধরে এই
প্রসেস চালু থাকবে বলে জানিয়েছে। কত দিন ধরে চলবে সঠিক খবর এখনো পর্যন্ত জানানো হয়নি। তাই আপনারা তাড়াতাড়ি ফরম ফিলাপ করে জমা দিতে পারেন আপনাদের স্থানীয় গ্রাম পঞ্চায়েতে গিয়ে এবং  তাড়াতাড়ি গিয়ে ফর্ম গুলো জমা দিতে হবে।
Previous
Next Post »

1 মন্তব্য(গুলি):

Click here for মন্তব্য(গুলি)
৮ ডিসেম্বর, ২০১৯ এ ৩:৫২ AM ×

Wow Good News

Congrats bro Technical Supradip you got PERTAMAX...! hehehehe...
Reply
avatar