লক্ষী ভান্ডার প্রকল্পের নতুন ফর্ম | laxmi bhandar new form pdf download | lakhir bhandar form 2022

 শুরু করা হলো লক্ষীর ভান্ডার প্রকল্পের নতুন ফর্ম নিয়ম বা laxmi bhandar new application form  নতুন নিয়ম কি হতে পারে। আজকে আমরা আলোচনা করব "laxmi bhandar new form pdf download" করা যাবে কিনা, নতুন কি আপডেট দিয়েছে, আবেদনের পদ্ধতি কি রয়েছে সম্পূর্ণ তথ্য এই আর্টিকেলের মধ্যে জানতে পারবেন।

লক্ষীর ভান্ডার প্রকল্প নতুন ফর্ম কি?

আপনারা নিশ্চয়ই জানেন কিছুদিন আগে লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন করার জন্য একটি ফরম প্রকাশ হয়েছিল এবং এই ফরমটি নিয়ে অনেক মহিলা ফরমটি পূরণ করে ও দোয়ার সরকারের জমা দেওয়ার জন্য প্রস্তুত ছিল। জানা যায় পুরনো ফরম বাতিল করে এখন বর্তমান laxmi bhandar new application form শুরু করবে বলে জানা যাচ্ছে। এছাড়াও এই ফরমটি কোথায় পাবেন, কিভাবে পাবেন তার সম্পূর্ণ তথ্য এবং কিভাবে ডাউনলোড করবেন পরবর্তী নিচের অংশ গুলো পড়লে বুঝতে পারবে।

লক্ষী ভান্ডার টেটাস চেক করা পদ্ধতি বিস্তারিত জানুন

সংক্ষিপ্ত বর্ণনা 

বিষয়।                          পরিকল্পনা বা scheme

প্রকল্প নাম                    লক্ষীর ভান্ডার

আবেদনের তারিখ       16/08/2021

আবেদনকারী               মহিলা

বয়স                             25 থেকে 60 

পরিবারে                      একজন সদস্য

ফরম সংগ্রহ জায়গা      দুয়ারে সরকার ক্যাম্প 

আবেদনের জায়গা       দুয়ারে সরকার 

laxmi bhandar new form pdf download

লক্ষীর ভান্ডার নতুন ফর্ম কি তথ্য পরিবর্তন হতে পারে?

মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি গত 12/08/2021 তারিখে এক সাংবাদিক বৈঠকে লক্ষীর ভান্ডার নিয়ে কয়েকটি নির্দেশিকা জারি করলেন। আশা করা যাচ্ছে এই ফরমটির কয়েকটি তথ্য পরিবর্তন হতে পারে। নিম্নলিখিত তথ্যগুলি দেখে নিতে পারেন হয়তো এই তথ্যগুলো পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে । 

👉যুবশ্রী প্রকল্পের 1 লক্ষ টাকা পেতে বিস্তারিত জানুন 👈

আগের ফরমটি ইংরেজিতে ছিল কিন্তু নতুন লক্ষীর ভান্ডার এর নতুন ফর্ম বাংলায় হতে পারে।

স্বাস্থ্য সাথী কার্ড ছাড়া আবেদন করার সম্ভাবনা থাকতে পারে।

স্বাস্থ্য সাথী কার্ড এর জন্য আবেদন করে সোজা লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করা যেতে পারে।

লক্ষীর ভান্ডার প্রকল্পের নতুন নির্দেশিকা ?

জারি করলেন lakhir bhandar new form pdf নির্দেশিকা। নিচের নিম্নলিখিত নির্দেশিকাগুলি দেখে নিন। 

লক্ষীর ভান্ডার প্রকল্প ফর্ম জেরক্স বা নকল কপি আবেদন গ্রহণযোগ্য হবে না।

লক্ষী ভান্ডার এর জন্য আলাদা ক্যাম্প থাকবে।

লক্ষী ভান্ডার ক্যাম্প থেকে আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার সংগ্রহ করতে হবে।

ফর্ম সংগ্রহ করা যাবে রেজিস্ট্রেশন অফিসারের কাছ থেকে।

সম্পূর্ণ বিনামূল্যে ফরমটি সংগ্রহ করা যাবে।

মিস ইউজ করা ফর্ম বাতিল করা হইবে।

দোয়ারা সরকার ক্যাম্পে ফরমটি ফিলাপ করে জমা করিতে হইবে।

 ক্যাম্প থেকে ফরমটি দেওয়ার সময় একটি ইউনিক নাম্বার দিয়ে দেওয়া হইবে।

ইউনিক নাম্বারটি আধার কার্ডের সঙ্গে যোগ করা হইবে।

Lakhir bhandar form download 2022 

আগে কোন কিছু  দুয়ারে সরকার প্রকল্পের আবেদন করতে গেলে প্রথমে রেজিস্ট্রেশন করাতে হত। বর্তমান পরিবর্তন করে আলাদা আলাদা প্রকল্পের ক্যাম্পে আলাদা করে রেজিস্ট্রেশন নাম্বার পাবেন। কৃষক বন্ধু, লক্ষীর ভান্ডার, রেশন কার্ড, আধার কার্ড, বার্ধক্য ও  বিধবা ভাতা ইত্যাদি ক্যাম্প গুলো আলাদা আলাদা করে থাকবে, যাতে সাধারণ মানুষের ফর্ম টি সংগ্রহ করতে এবং জমা করতে সুবিধা হয় ।

লক্ষীর ভান্ডার প্রকল্পে নতুন ফরম ডাউনলোড?

অনেক আবেদনকারী রয়েছে যারা "laxmi bhandar new form pdf download" করতে চায। এখনো পর্যন্ত এই প্রকল্পের বা laxmi bhandar new application form প্রকাশিত হয়নি। আপনি যদি পুরানো ডাউনলোড করতে চান, এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারেন। যদি আমাদের কাছে নতুন ফরম এসেথাকে তাহলে এই লিংকের মাধ্যমে আপনারা lakhir bhandar new form pdf ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। আপনাদের বলে রাখা ভালো এই ফরমটি কোন জায়গায় কার্যকর হবে না। শুধুমাত্র দেখার জন্য এবং বোঝানোর জন্য ব্যবহার করতে পারেন।

Pm-kisanটাকা ব্যাংক একাউন্ট ডেকেছে কিনা দেখতে ক্লিক করুন 

আশা করি আপনারা জানতে পারবেন লক্ষী ভান্ডার প্রকল্পের নতুন ফর্ম নিয়ম বা laxmi bhandar new application form নতুন কি হতে পারে এবং laxmi bhandar new form pdf download করা যাবে কিনা, নতুন কি আপডেট দিয়েছে, আবেদনের পদ্ধতি কি রয়েছে সম্পূর্ণ তথ্য জানতে পারলেন। আশাকরি সবাইর বুঝতে সুবিধা হয়েছে। যদি এই আটিকেল ভালো লাগে থাকে কমেন্ট বক্সে জানাবেন। সম্পুর্ন পড়ার জন্য ধন্যবাদ 

Previous
Next Post »

2 মন্তব্য(গুলি)

Click here for মন্তব্য(গুলি)
১৯ জানুয়ারী, ২০২৩ এ ৯:৪৩ AM ×

আমি লখির আবেদন করতে পারিনা নেকি

Reply
avatar