Ads

কৃষক বন্ধুর আইডি নাম্বার চেক 👉 kb id number check

 আপনি কি কৃষক বন্ধুর আইডি নাম্বার চেক করতে চাইছেন বা এই আইডি নাম্বারটা খুঁজে পাচ্ছেন না? আজকে আমরা আলোচনা করব নিজের মোবাইল দিয়ে খুব সহজ পদ্ধতিতে কিভাবে krishak bandhu id check চেক করা যায়  বা "kb id number check" করার সহজ পদ্ধতি এই আর্টিকেল এর মাধ্যমে জানাবো।

কৃষক বন্ধু আইডি কি?

পশ্চিমবঙ্গের কৃষকদের কথা হবে কৃষক বন্ধু প্রকল্প শুরু করা হয়েছে এবং এই প্রকল্পে অফ লাইভ প্রসেসে আবেদন গ্রহণ করা হয়েছিল পশ্চিমবঙ্গ কৃষি দপ্তর তরফ থেকে। কৃষি দপ্তর যখন এই অ্যাপ্লিকেশনগুলি  এপ্রুভ করেছিল তখন একটি ইউনিক নাম্বার মাধ্যমে প্রত্যেকটি কৃষককে নাম্বার দেওয়া হয়েছিল। যে নাম্বারটি kb id number নামে পরিচিত।

বাংলা শস্য বীমা ট্যাটাস সমন্ধে বিস্তারিত জানতে ক্লিক করুন 

এই kb id number এর মাধ্যমে প্রত্যেকটি কৃষকের জমির পরিমাপ, কোথায় বাড়ি, কি কাজ করেন, সমস্ত কিছু তথ্য জানতে পারা যায়।

kb id number check


krishak bandhu id check করার পদ্ধতি?

আপনি যদি এই  কৃষক আইডি নাম্বার চেক করতে চান তাহলে আপনার মোবাইলের মাধ্যমে খুব সহজে চেক করতে পারো।  নিম্নলিখিত স্টেপ গুলি ফলো করলে  আপনি চেক করতে পারেন।

  • যেকোন ব্রাউজারে krishakbandhu টাইপ করে সার্চ দিন।
  • আপনার সার্চ রেজাল্টের প্রথম লিঙ্কে ক্লিক করে পশ্চিমবঙ্গ কৃষি দপ্তর এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে পারবেন।
  • আপনার পেইজ টি ওপেন হলে একটু নিচের দিকে এগিয়ে নথিভূক্ত কৃষকের তথ্য তে ক্লিক করুন।
  •  নতুন পেজ ওপেন হলে Enter voter card এর জায়গায় আপনার ভোটার কার্ড নাম্বারটা দেবেন।
  • এরপরে I'm not a robot অপশনে ক্লিক করে search বটনে ক্লিক করুন। 

আপনার সামনে নতুন একটি উইন্ডো ওপেন হয়ে যাবে এবং এখানে আপনার kb id number পেয়ে যাবেন যেটা কৃষক বন্ধু আইডি নাম্বার। আপনার যদি সার্চ করতে অসুবিধা হয় তাহলে নিচের দেওয়া লিংকে ক্লিক করে সোজা আপনি চেক করতে পারেন কৃষক বন্ধু আইডি নাম্বার।

    👉Krishak bandhu id check 👈

আশা করি বোঝাতে পেরেছি আপনারা কিভাবে krishak bandhu id check করতে পারবেন খুব সহজ পদ্ধতিতে এবং এটা কি সর্টকাটে kb id number বলা হয়। এই লিঙ্কে ক্লিক করে সোজা আপনারাও চেক করতে পারেন কৃষক বন্ধু আইডি নাম্বার। আশা করি বুঝতে পেরেছেন। 

আপনার কাছে কোন প্রশ্ন থাকলে অবশ্য আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনার সম্পূর্ণ তথ্য দিয়ে। আমরা চেষ্টা করব এর সম্পূর্ণ উত্তর দেওয়ার। সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

রেশন কার্ড অনলাইন ট্যাটাস চেক বিষয়ে জানুন

বাংলা শস্য বীমা 2022 বিস্তারিত জানুন 


Previous
Next Post »

10 মন্তব্য(গুলি)

Click here for মন্তব্য(গুলি)
Unknown
admin
৮ জানুয়ারী, ২০২২ এ ১২:৫৮ AM ×

আমী আগে টাকা পেয়েছি কীন্তূ এখন পাচ্ছী না কারন কী?

Reply
avatar
Unknown
admin
১৭ অক্টোবর, ২০২২ এ ৯:৪৯ AM ×

আমার ব্যাংক অ্যাকাউন্ট ভুল বলছে কি করে ঠিক করব

Reply
avatar