পিএম কিষান যোজনা ই কেওআইসি কিভাবে করবে 🇮🇳 PM Kisan e kyc method

 আপনি যদি পিএম কিষান সম্মান নিধি যোজনা টাকা পাচ্ছেন বা নতুন রেজিস্ট্রেশন করেছেন? তাহলে এক্ষুনি করতে হবে pm kisan e kyc, না হলে আপনার যোজনায়  টাকা আসা বন্ধ হতে পারে। আজকে আমরা আলোচনা করব পিএম কিষান যোজনা ই কেওআইসি কিভাবে করবেন আপনার মোবাইল বা কম্পিউটার থেকে এই কাজটি করতে পারবেন।

পশ্চিমবঙ্গের সমস্ত কৃষক বর্তমান পিএম কিষান সম্মান নিধি যোজনা নাম নথিভুক্ত করে ফেলেছেন এবং অনেক কৃষক এর প্রত্যেকটি কিস্তি টাকা পাচ্ছে কিন্তু বর্তমান কৃষকের টাকা পাওয়ার জন্য "e Kyc" বাধ্যতামূলক করে দিয়েছে ভারতীয় কৃষি দপ্তর। বর্তমান pm-kisan অফিশিয়াল ওয়েবসাইট নতুন আপডেট দিয়েছি। 

PM Kisan e kyc method

পিএম কিষান e kyc আছে কিনা কিভাবে দেখবেন?

এই  যোজনাতে আপনি যদি টাকা পাচ্ছেন এবং আপনার পিএম কিষান যোজনা e kyc আছে কিনা আপনি দেখতে চান তাহলে আপনি খুব সহজে দেখতে পারেন আপনার মোবাইলের মাধ্যমে এর জন্য প্রথমে ব্রাউজার ওপেন করতে হবে।

  • প্রথমে  সার্চ বারে টাইপ করুন pm-kisan এবং সার্চ অপশনে ক্লিক করে সার্চ দিন।
  • আপনার ব্রাউজারে অনেকগুলো রেজাল্ট আসবে এর মধ্যে pm-kisan অফিশিয়াল ওয়েবসাইট দেখে ক্লিক করে ওয়েবসাইটে যান।
  • খুঁজে বার করুন Beneficiary Status এই অপশনটি এবং এখানে ক্লিক Beneficiary Status করুন বা স্ক্রীনশট টি দেখে নিতে পারেন।
PM Kisan e kyc method 1
  • আপনার সামনে নতুন একটি উইন্ডো ওপেন হবে এবং এর মধ্যে আধার কার্ড, অ্যাকাউন্ট নাম্বার ও ফোন যেকোন একটা নাম্বার দিয়ে Get data তে ক্লিক করুন।
  • আপনার সামনে সমস্ত তথ্য চলে আসবে এবং সঠিক সঠিক ভাবে দেখলে Aadhar Status অপশনটির সাইডে যদি Aadhar Number is Verified থাকে তাহলে আপনার আর e kyc করার কোন প্রয়োজন নেই।
PM Kisan e kyc method 2
  • আপনার যদি Aadhar Number is Unverified থাকে তাহলে আপনাকে e-kyc তাড়াতাড়ি করে ফেলুন।

Pm-kisan e kyc 2022 জন্য ডকুমেন্ট কি লাগবে?

 পিএম কিষান সম্মান নিধি যোজনা ই-কেওয়াইসি করতে চান অনলাইন তাহলে আপনাকে নিম্নলিখিত তথ্যগুলি আপনার আছে কিনা আপনি আগে দেখে  নিন।

  1. আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার যুক্ত থাকা অবশ্য প্রয়োজন
  2. যদি আপনার আধার কার্ডের সঙ্গে যুক্ত না থাকে ফোন নাম্বার তাহলে যেকোনো পোস্ট অফিসে গিয়ে যুক্ত করতে পারেন।
  3. যুক্ত থাক ফোন অবশ্য কাছে রাখবে OTP পাওয়ার জন্য।
  4. ই কেওয়াইসি করার সময় আধার কার্ড পাশে রাখবেন। 

পিএম কিষান e kyc কিভাবে করবে?

পিএম কিষান ই কেওয়াইসি দুইভাবে করা যায়। প্রথমত নিজের মোবাইল দিয়ে বাড়িতে বসে যদি আপনার আধার কার্ড ফোন নম্বর যুক্ত থাকে করতে পারেন। দ্বিতীয়তঃ CSC যেকোনো সেন্টারে গিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে করাতে পারেন যদি আপনার আধার কার্ডের সঙ্গে ফোন লিংক না থাকে।

পিএম কিষান ই কেওআইসি পদ্ধতি?

Pm-kisan e kyc 2022 করা খুব সহজ যদি আপনার পাশে একটি স্মার্টফোন থাকে। নিম্নলিখিত  প্রসেসগুলি ফলো করে এক মিনিটের মধ্যে ই কেওয়াইসি করতে পারবেন।

  • যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং  সার্চ বারে গিয়ে টাইপ করুন pmkisan ekyc এটা কাজ করে সার্চ বাটনে ক্লিক করে সার্চ দিন। বা এখানে ক্লিক করে দিতে পারেন।
  • আপনার সামনে সার্চ রেজাল্টের প্রথম ওয়েবসাইটিতে ক্লিক করবেন এবং দেখে নিবেন pm-kisan অফিশিয়াল ওয়েবসাইট কিনা।
  • আপনার সামনে ওয়েবসাইট খুলে গেলে e kyc অপশন কোথায় আছে খুঁজে দিন বা আপনারা CLIK HEAR এখানে ক্লিক করে সোজা যেতে পারে।
PM Kisan e kyc method
  • নতুন পেজ ওপেন হলে আধার নাম্বার ও ইমেজ ক্যাপচার বসিয়ে Search বটনে ক্লিক করবেন।
PM Kisan e kyc method 4
  • আধার নম্বর ভেরিফাই হলে পাশে থাকা ফাঁকা বক্স টি ওপেন হবে এবং আধার কার্ডের সঙ্গে লিংক থাকা ফোন নাম্বারটি বসিয়ে getotp ক্লিক করুন। 
  •  আধার লিংক থাকা ফোন নাম্বারে Otp এলে ওই নাম্বারটা ফাকা বক্সে বসিয়ে submit বটনে ক্লিক দিবেন।
  • e kyc হয়েগেলে আপনার মোবাইল স্কিনে pop-up মেসেজ ekyc সাকসেসফুল আসবে। 
  • এইভাবে আপনি পিএম কিষান সম্মান নিধি যোজনা e kyc করতে পারেন। 

আপনি আজকে জানতে পারলেন pm kisan e-kyc না হলে আপনার এই যোজনায়  টাকা আসা বন্ধ হতে পারে। আজকে আমরা আলোচনা করলাম পিএম কিষান যোজনা e-kyc কিভাবে করবেন আপনার মোবাইল বা কম্পিউটার থেকে এবং পিএম কিষান যোজনা E kyc সমস্ত তথ্য।

Previous
Next Post »

1 মন্তব্য(গুলি):

Click here for মন্তব্য(গুলি)
Unknown
admin
১২ আগস্ট, ২০২২ এ ৯:৩৫ AM ×

এই সুবিধা পাওয়ার জন্য কি আলাদা অ্যাকাউনট করতে হবে?

Congrats bro Unknown you got PERTAMAX...! hehehehe...
Reply
avatar