PF balance চেক , Umang অ্যাপ ছাড়া digilocker এর মাধ্যমে পিএফ ব্যালেন্স চেক করার উপায়

 আপনি কি একজন পেনশন ভোক্তা বা আপনার প্রভিডেন্ট ফান্ড ব্যালেন্স চেক করতে চাইছেন? এবার থেকে আপনি খুব সহজে Umang অ্যাপ ছাড়া খুব সহজে Employees Provident Fund Organisation ব্যালেন্স চেক করতে পারবেন বা "PF balance" চেক করার জন্য digilock এর মাধ্যমে কিভাবে সমস্ত কিছু কাজ করতে পারবেন তার বিষয়ে এই আর্টিকেলে জানতে পারবে।

PF balance চেক

ভারতে অনেক সরকারি কর্মী এবং বেসরকারি কর্মী যারা প্রত্যেক মাসে সঞ্চয় হিসেবে এমপ্লয়িস প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন তরফ থেকে বা EPFO থেকে বেতনের কিছুটা অংশ কেটে সঞ্চয় করে রাখা হয় যাতে কোন কর্মীর অবসরকালে বা কোন অঘটনা ঘটে গেলে ওই টাকাটি তুলে ব্যবহার করতে পারে।
অনেক রিটায়ারমেন্ট কর্মী রয়েছে যারা EPFO বা PF টাকা প্রত্যেক মাসে সুদ হিসাবে পেয়ে থাকে। অনেক সরকারি অথবা বেসরকারি কর্মী রয়েছে তার প্রভিডেন্ট ফান্ডে কত টাকা রয়েছে জানেন না অথবা বিএফ ব্যালেন্স চেক করার জন্য ( PF balance check ) করার জন্য Umang app ব্যবহার করে থাকে।
এখন থেকে আপনি খুব সহজে Umang app ছাড়া digilocker এর মাধ্যমে PF balance চেক করতে পারবেন

Digilocker এর কি কি সুবিধা রয়েছে

যদি আপনি digilocker এই অ্যাপ ব্যবহার করেন তাহলে আপনি খুব সহজে যখন খুশি যেখানে খুশি আপনি PDF ব্যালেন্স চেক করতে পারেন, passbook চেক করতে পারেন এছাড়া আপনি UAN card , পেনশন পেমেন্ট অর্ডার PPO এখান থেকে পেয়ে যাবেন। যদি আপনি স্কিম সার্টিফিকেটের মতো নথিপত্র গুলি ডিজিটালের মাধ্যমে খুব সহজেই পেতে পারেন এবং এই অ্যাপটি পেয়ে যাবেন এন্ড্রয়েড ভার্সন প্লে স্টোর থেকে।

PF balance চেক, Umang অ্যাপ, digilocker এর মাধ্যমে পিএফ ব্যালেন্স চেক করার উপায়, Digilocker এর কি কি সুবিধা, EPFO, UAN activation,


PF ব্যালেন্স চেক করতে Umang প্রয়োজন কি?

যদি আপনি PF balance চেক করতে চান তাহলে আপনাকে আর প্রয়োজন হবে না Umang এপ্লিকেশন। আগের সিস্টেম অনুযায়ী যদি কেউ পিএফ ব্যালেন্স চেক করতে চাই তো অথবা EPFO পাসবুক দেখতে চাই তো তাহলে তাকে যেতে হতো Umang অ্যাপ এর মাধ্যমে।
EPFO তথ্য অনুযায়ী টুইটার X একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন গত ১৭ তারিখে এরপর থেকে যদি আপনি EPFO এর যাবতীয় কাজ আপনি digilocker থেকে সমস্ত কিছু সুবিধা পেতে পারেন।
যে সমস্ত বন্ধুরা iOS ফোন ব্যবহার করেন শেষ সমস্ত ব্যবহারকারীদের কিন্তু এখনো পর্যন্ত Umang app ব্যবহার করতে পারবেন।
গত ১৬ই জুলাই একটি আপডেট নতুন এসেছে EPFO তরফ থেকে। সংগঠনমূলক কর্মীরা জানিয়েছে Umang app face authentication এর মাধ্যমে আপনি universal account number অর্থাৎ uan দ্বারা ভেরিফিকেশন করা যেতে পারে। যদি আপনি ইউনিভার্সেল একাউন্ট নাম্বার করাতে চান তাহলে আপনি সম্পূর্ণভাবে ডিজিটাল এর মাধ্যমে খুব সহজ প্রক্রিয়া এবং খুব নিরাপদ ভাবে আপনি নিজেই করতে পারেন। 

UAN activation কেন প্রয়োজন?

যদি আপনি UAN অ্যাক্টিভেশন করাতে চান বা শুধু ব্যবহার করার জন্য নয় কারণ নানান রকম যোজনা ও প্রকল্পের সুবিধা গ্রহণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুরু করা প্রকল্প Karmasantha linked insentive এর আওতায় প্রায় 4 কোটি কর্মসংস্থান ও দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নিয়ে নেমেছে। এর জন্য ভারত সরকার দুই লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র সরকার।
EPFO একাউন্ট হোল্ডার মধ্যে UAN সক্রিয় রাখার জন্য ব্যাংক অ্যাকাউন্ট গুলির সঙ্গে আধার লিঙ্ক করা থাকলে আপনি সমস্ত ধরনের পরিষেবা এবং প্রকল্প গুলি ডিজিটাল সবকিছু কাজ করতে পারবে। যদি আপনি এসব না করে থাকেন তাহলে আপনি এই প্রকল্পগুলি থেকে বঞ্চিত থাকবেন।
Umang app এর মাধ্যমে UAN এক্টিভেট করার উপায়?
যদি আপনি Umang app এর মাধ্যমে uan এক্টিভেট করতে চান তাহলে নিচের দেওয়া প্রত্যেকটি স্টেপ ফলো করে আপনি খুব সহজে digilocker থেকে সমস্ত কিছু সহজে কাজ করতে পারেন।

  • আপনার মোবাইলে প্লে স্টোরে গিয়ে প্রথমে Umang app ইনস্টল করুন
  • EPFO এই সার্ভিসটিতে যান
  • UAN activation এই অপশন দিতে ক্লিক করুন
  • আপনার uan number, নাম জন্মের তারিখ এবং রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার লিখুন
  • রেজিস্ট্রেশন করা মোবাইল নাম্বারে ওটিপি এলে ইন্টার করুন
  • পরবর্তীতে ফেস অথেন্টিকেশন অপশন টিতে ক্লিক করুন
  • ফেশ অথেন্টিকেশনের জন্য আপনার মোবাইলে ক্যামেরা চালু হবে, এখানে আপনার মুখ স্ক্যান করা হবে।
  • ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর আপনার UAN অ্যাক্টিভ হয়ে যাবে।



Previous
Next Post »