আপনি কি "voter verification" 2025 যে ১১ খানা ডকুমেন্ট লাগবে তার লিস্ট দেখতে চান বা ভোটার যাচাই প্রক্রিয়ায় কি কি ডকুমেন্টগুলো প্রয়োজন রয়েছে বা কি প্রমাণ পত্র গুলো আপনার থাকলে ভোটার ভেরিফিকেশন খুব সহজে করতে পারবেন আপনি কি জানতে চান? এই আর্টিকেলের মধ্যে জানতে পারবে আপনি আপনার ভোটার ভেরিফিকেশন বা ভোটার যাচাই কি কি ডকুমেন্টস গুলো লাগবে তার সম্পূর্ণ তথ্য জানতে পারবে।
Voter verification এর কারণ কি?
গত কয়েকদিন আগে ভারতের একটি রাজ্য বিহারে ভোটার ভেরিফিকেশন শুরু হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে পশ্চিমবঙ্গে এই ভোটার ভেরিফিকেশন চালু হতে চলেছে। ইতিমধ্যে বিহারে ৭০ লক্ষেরও বেশি ভোটার কার্ড বাতিল হয়েছে। বাতিল হওয়ার সবচেয়ে বড় কারণ অবৈধ অনুপ্রবেশ এবং রোহিঙ্গা যারা ভারতে এসে ফেক ডকুমেন্ট তৈরি করে ভারতের নাগরিক সেজে বসে আছে।
বর্তমান ভারত সরকার ইলেকশন কমিশনের দ্বারা এই প্রক্রিয়াটি পশ্চিমবঙ্গে লাগু করতে চলেছে। পশ্চিমবঙ্গে অনেক অনুপ্রবেশ এবং রোহিঙ্গা যারা বাংলাদেশী এবং মায়ানমার থেকে এসে আধিপত্য বিস্তার করে ভারতের নাগরিক সেজে বসে আছে।
Voter ID verification বাইরের রাজ্যে অবস্থান?
ইতিমধ্যে মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, বিহার, দিল্লি, মুম্বাই, গুজরাট সহ বিভিন্ন রাজ্যে এই অনুপ্রবেশ কে চিহ্নিত করে তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করেছে ভারত সরকার।
পশ্চিমবঙ্গে অনেক ব্যক্তি যারা এভাবে ভারতের নাগরিক সেজে বসে আছে তাই এই অনুপ্রবেশ রক্ষার জন্য বা নকল ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড শুভ আরো অনেক ডকুমেন্ট রয়েছে যেগুলো নকল করে ভারতের নাগরিক সেজে বসে আছে এবং এছাড়া পশ্চিমবঙ্গের ঠিকানা ব্যবহার করে অন্যান্য রাজ্যে গিয়ে এরা আদ্দিপত্য বিস্তার করছে।
ভোটার ভেরিফিকেশনের ভারত সরকারের অবদান কি?
ভারত সরকার এইসব কারণের জন্য প্রায় প্রত্যেকটি রাজ্যে এরকম পদক্ষেপ নিতে চলেছে। এতে করে কি হয় সাধারণ নাগরিক যারা ভারতের স্থায়ী নাগরিক এর একটা বিশাল বড় জনগণ সমর্থক করছে আবার কিছু মানুষ রয়েছে, কিছুতেই এরা সমর্থক করতে চাইছে না।ভোটার ভেরিফিকেশনের জন্য ১১ খান ডকুমেন্টের মধ্যে যেকোনো একটি ডকুমেন্ট থাকলে আপনি কিন্তু খুব সহজে ভোটার ভেরিফিকেশন কমপ্লিট করতে পারবে।
এই ১১ খানা ডকুমেন্ট কি কি রয়েছে এবং এর বিস্তারিতভাবে এই আর্টিকেলে দেওয়ার চেষ্টা করব।
ভোটার ভেরিফিকেশনে ১১ টি document লিস্ট?
যদি আপনি ভোটার ভেরিফিকেশন বা ভোটার যাচাই করুন এর ১১ টি ডকুমেন্ট দেখতে চান বা জানতে চান তাহলে নিচে দেওয়া এই ডকুমেন্টগুলো যেকোনো একটা থাকলে আপনি ভোটার ভেরিফিকেশন সম্পন্ন করতে পারবে।
- যে সমস্ত ব্যক্তি যারা রাজ্য সরকার কিংবা ভারত সরকার অধীনে চাকরি করতেন তাদের বেতনের সিলিপ কিংবা পেনশন পাওয়া স্লিপ অথবা PSU এর মধ্যে যেকোনো একটি থাকতে হবে
- যদি আপনি 1/7/1987 এই সময়ের আগে স্থানীয় কোন কর্তৃপক্ষের সার্টিফিকেট, ব্যাংকের অ্যাকাউন্ট, পোস্ট অফিস, LIC কাগজপত্র, PSU কর্তৃক ভারতের জারি করার যে কোন একটি পরিচয় পত্র, শংসাপত্র বা নথিপত্র থাকতে হবে
- জন্ম সার্টিফিকেট বা জন্মের শংসাপত্র যেটা উপযুক্ত সংস্থান দ্বারা বা সরকার দ্বারা জারি করা সার্টিফিকেট
- ভারত সরকার দ্বারা জারি করা পাসপোর্ট
- যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান যেটা স্বীকৃতি পাওয়া ম্যাট্রিকুলেশন, বোর্ড থেকে পাওয়া শিক্ষাগত সার্টিফিকেট বা বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট প্রয়োজন হবে
- রাজ্য সরকার দ্বারা জারি করা স্থায়ী নাগরিক বা বসবাসের শংসাপত্র সাটিফিকেট
- বনবিভাগের অধিকার প্রাপ্ত সার্টিফিকেট
- গুরুত্বপূর্ণ অথরটির কাছ থেকে নেওয়া যেকোনো জাতির যেমন ST/SC, OBC সার্টিফিকেট
- জাতীয় নাগরিক শংসাপত্র যদি আপনার এলাকায় এই শংসাপত্র টি আগে প্রদান করা হয়েছিল
- আপনার রাজ্য স্থানীয় গুরুত্বপূর্ণ অথরিটির কাছ থেকে প্রস্তুত করা পরিবারের শংসাপত্র
- সরকার দ্বারা প্রাপ্ত জমি বাড়ি বরাদ্দের সার্টিফিকেট
এই ১১ টি ডকুমেন্টস এর মধ্যে যেকোনো একটা যদি ডকুমেন্ট আপনার থেকে থাকে তাহলে খুব সহজে ভোটার ভেরিফিকেশন করতে পারবে।
এছাড়া আপনার যদি বয়স ১৯৮৭ সালের আগে হয়ে থাকে এবং ২০০২ সালের ভোটার লিস্টের নাম যদি এন্ট্রি করা থাকে তাহলে সেই লিস্টের নাম অনুযায়ী আপনাকে আর কোন ডকুমেন্ট দিতে হবে না শুধু ওই ডকুমেন্টে আপনি আপনার ভোটার কার্ডের ভেরিফিকেশন কমপ্লিট করতে পারবে।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি এই আর্টিকেলটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে পারেন এবং আমাদের এই ওয়েবসাইটে জুড়ে থাকার জন্য চোখ রাখুন।
ConversionConversion EmoticonEmoticon