পিএম কিসান 20তম কিস্তি চেক | Pm Kisan 20th kisti status check

 আপনারা কি "pm Kisan 20th kiste" status check এর টাকা আপনার একাউন্টে চলে এসেছে বা আপনি পিএম কিষানের টাকা জন্য অপেক্ষা করছেন? Pm Kisan কুড়ি নম্বর কিস্তি যদি আপনার একাউন্টে না আসে বা আপনার যদি এসে থাকে, আপনি কি করে চেক করবেন, যদি আপনার একাউন্টে পিএম কিষানের কুড়ি নম্বর কিস্তি না এসে থাকে তাহলে আপনি কি করবেন তার সমস্ত কিছু বিষয় এই আর্টিকেলের মধ্যে জানতে পারবে।

অনেক অপেক্ষার পর প্রধানমন্ত্রী কিষান সম্মানিত যোজনা 20তম কিস্তি দিতে চলেছে আগস্ট মাসের ২ তারিখে। প্রত্যেকটি কৃষক যারা এই যোজনায় বেনিফিট পাচ্ছেন তাদের রেজিস্ট্রেশন করা মোবাইল নাম্বারে একটি করে এসএমএস পাঠাচ্ছি, ভারতীয় কৃষি দপ্তর থেকে।
এই SMS এর দ্বারা প্রত্যেকটি কৃষক কে অবগত করা হচ্ছে আগস্ট মাসের ২ তারিখ শনিবার পিএম কিষান এর টাকা প্রত্যেকটি কৃষকের একাউন্টে যাবে যেটা বোতাম টেপে সম্মোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদি।
যে সমস্ত কৃষকের এসএমএস এসে পৌঁছয় নি সে সব কৃষকের হয়তো ২০ নম্বর কিস্তি একাউন্টে না ও আসতে পারে। এর জন্য আপনি আপনার মোবাইল থেকে যদি স্ট্যাটাস চেক করে নিতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার pm Kisan 20th installment আসবে কিনা।
যদি আপনি আপনার একাউন্টে টাকা এসেছে কিনা দেখতে চান তাহলে ও আপনি আপনার মোবাইলের দ্বারা চেক করতে পারেন।
এই আর্টিকেলের মধ্যে আপনি খুব সহজে মোবাইল থেকে কি করে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় আপনি স্ট্যাটাস চেক করা থেকে শুরু করে আপনার একাউন্টে টাকা ঢুকেছে কিনা সম্পূর্ণ বিষয় জানতে পারবেন।

পিএম কিসান 20তম কিস্তি চেক, Pm Kisan 20th kisti status check, পিএম কিষানের টাকা, Pm Kisan এর টাকা একাউন্টে না এলে কি করবে, Pm Kisan 20th চেক করার উপায


Pm Kisan 20th kisti status check

যদি আপনি pm Kisan এর টাকার জন্য অপেক্ষা করছেন তাহলে 20th kisti টাকা ঢুকেছে কিনা এর status check করতে চাইছেন তাহলে খুব সহজে আপনার মোবাইল থেকে করতে পারেন এর জন্য নিচের দেওয়া টেপ গুলি ফলো করে আপনি খুব সহজে পিএম কিষান 20 নম্বর কিস্তির টাকা ঢুকেছে কিনা আপনার একাউন্টে তা আপনি চেক করতে পারবেন।
  • আপনার মোবাইল থেকে যে কোন একটি ব্রাউজার ওপেন করে নিন
  • ব্রাউজারের সার্চ বাড়ে টাইপ করুন pm Kisan
  • টাইপ করার পর আপনি সার্চ অপশন এ ক্লিক করুন
  • সার্চ রেজাল্টের প্রথম লিংক যেটা pmkisan.gov.in এই লিঙ্কটা দেখে আপনি ক্লিক করুন।
  • আপনাকে একটি নতুন একটি ওয়েবসাইটে নিয়ে যাবে যেটা ভারত সরকার দ্বারা চালিত পিএম কিষান এর অফিসিয়াল ওয়েবসাইট।
  • এখানে খুঁজে বার করুন status check অপশনটি
  • এই অপশনটি খুঁজে বার করে ক্লিক করুন
  • নতুন একটি উইন্ডোর ওপেন হবে
  • Pm Kisan রেজিস্ট্রেশন আইডি বসান
  • সাইটে ফাঁকা ঘরে ক্যাপচা সঠিকভাবে পূরণ করুন
  • gate OTP তে ক্লিক করুন
  • আপনার রেজিস্ট্রেশন করা মোবাইলে otp এলে কপি করুন
  • সঠিকভাবে আড়াই মিনিটের মধ্যে ওটিপি পূরণ করুন
  • নিচে সাবমিট বাটনে ক্লিক করুন
Eligibility Status

আপনার Pm কিষানের টাকা আপনার একাউন্টে আসবে কিনা সেটা নির্ধারণ করে Eligibility Status, এটা যদি আপনার সঠিক তাহলে কোন প্রবলেম হবে না।
Eligibility Status এখানে তিনখানা ক্রাইটেরিয়া রয়েছে যেখানে সবগুলোতে সবুজ সঙ্গে yes থাকতে হবে।
1. Land sending ✅yes
2. e-KYC Status ✅yes
3. Aadhar bank account sending status ✅yes

এই তিনটে অপশন ছাড়া আরো একটি অপশন রয়েছে যেটা Latest Installments Details এরমধ্যে FTO processed yes থাকতে হবে তাহলে ভাববে আপনার একাউন্টে টাকা আসবে।
আপনার সম্পূর্ণ তথ্য আপনার মোবাইল স্ক্রিনের মধ্যে চলে আসবে যেখান থেকে আপনি আপনার টেটাস চেক করতে পারবেন।

Pm Kisan এর টাকা একাউন্টে না এলে কি করবে?

যদি আপনার একাউন্টে pm Kisan এর টাকা আপনার একাউন্টে না এসে থাকেন তাহলে আপনাকে প্রথমে স্ট্যাটাকের মাধ্যমে দেখে নিতে হবে আপনার কোন প্রবলেম আছে কিনা।
  • Land sending যদি ইয়েস না থাকে তাহলে আপনার রেকর্ড কিংবা পর্চা কোন ভুল ত্রুটি রয়েছে। যেখান থেকে ল্যান্ড সেন্ডিং ফেল হয়েছে। এটা যদি হয়ে থাকে তাহলে আপনার সম্প্রতি পর্চা নিয়ে আপনি কৃষি দপ্তরে গিয়ে পুনরায় আপনাকে তথ্যগুলি জমা দিতে হবে।
  • e-KYC status যদি আপনার Yes না থাকে তাহলে ভাববেন আপনার ই কেওয়াইসির কোন প্রবলেম রয়েছে। এইরকম যদি কোন প্রবলেম থাকে তাহলে প্রথমে আপনি আপনার মোবাইল থেকে ফোন নাম্বারের ও আধার নাম্বারের সাহায্যে কেওয়াইসি কমপ্লিট করতে পারেন।
  • Aadhar bank account sending status যদি আপনার yes না থাকে তাহলে আপনাকে আপনার ব্যাংকে গিয়ে আধার কার্ড পুনরায় জমা দিয়ে ব্যাংকের সঙ্গে লিংক করাতে হবে যেখান থেকে আধার কার্ডের মাধ্যমে পয়সা বা লেনদেন করা যায় এই অপশনটি চালু করতে হবে। তাহলে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে
  • উপরের তিনখানা অপশন যদি আপনি কমপ্লিট বা সঠিকভাবে ঠিকঠাক থাকে তাহলে আপনার সবকিছু ডকুমেন্টগুলো নিয়ে আপনার স্থানীয় কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করুন।

Pm Kisan 20th চেক করার উপায়

যদি আপনি pm Kisan টাকা 20th kisti ঢুকেছে কিনা চেক করতে চান বা জানতে চান তাহলে এখন অনলাইনের মাধ্যমে সবকিছু জানতে পারা যায়। প্রত্যেকটি ব্যাংকের ব্যালেন্স চেক এর জন্য টোল ফ্রি নাম্বার রয়েছে সেখান থেকে আপনি মিসকলের মাধ্যমে জানতে পারেন আপনার পিএম কিষানের টাকা ঢুকেছে কিনা।
এছাড়া Paytm, phone pay, Google pay, Bharat pay ছাড়া নানান রকম মাধ্যম রয়েছে যেখান থেকে আপনি খুব অনায়াসে চেক করতে পারেন আপনার পিএম কিষানের টাকা আপনার একাউন্টে এসেছে কিনা।
আশা করি আপনারা সমস্ত ব্যাপারটা ভালোভাবে বুঝতে পেরেছেন। এই আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন অথবা আমাদের ওয়েবসাইটের সঙ্গে জুড়ে থাকবেন নিত্য নতুন আপডেটের জন্য।





Previous
Next Post »