ভারতে প্রত্যেক মানুষের একটি করে 'আধার কার্ড' রয়েছে, যাতে আপনার সম্পূর্ণ তথ্য গোপন করে রাখা হয়েছে এই আধার কার্ডের 12 নাম্বারে। আধার কার্ড নিয়ে নতুন একটি আপডেট চলে এসেছে যেটা শুনলে হয়তো আপনি অবাক হয়ে যাবেন কারণ বাদ পড়তে চলেছে এক কোটিরও বেশি আধার কার্ড।
জানুন নতুন করে 'আধার কার্ড কেন বাতিল' পড়তে চলেছে কাদের বাদ পড়তে চলেছে এবং আপনার করণীয় কি এই আধার কার্ড যদি বাদ পড়ে যায়। এই আর্টিকাল এর মধ্যে জানাবো সমস্ত কিছু তথ্য যাতে আপনি এবং আপনার পরিবারের আধার কার্ড গুলি সম্পূর্ণভাবে বাজ পড়া থেকে মুক্ত থাকে।
আধার কার্ড কেন বাতিল?
আধার কার্ড মানে uida যার মাধ্যমে ভারতের প্রত্যেকটি মানুষের কাছে একটি করে 12 অংক দ্বারা আধার কার্ড রয়েছে। শিশু বয়স থেকে একদম মৃত্যু পর্যন্ত একটা মানুষের আধার কার্ড বাধ্যতামূলক রয়েছে। যাতে করে সরকারি সুযোগ-সুবিধা থেকে শুরু করে নানান রকম দরকারি খুঁটিনাটিতে আধার কার্ড প্রয়োজন হয়ে থাকে।
সম্পত্তি জানা গেছে পুরো ভারতবর্ষে টোটাল ১.১৭ কোটি মানুষের আধার কার্ড বাতিল করা হয়েছে বা Aadhaar card canceled করা হয়েছে। আধার কার্ড অপব্যবহারের কারণে নিষ্ক্রিয় করা মূল উদ্দেশ্য ছিল বলে জানা যায় এছাড়া নানা ধরনের প্রতারণামূলক জালি সার্টিফিকেট তৈরি করতে এই আধার নাম্বার গুলো ব্যবহার করা হতো। চলুন জেনে নেওয়া যাক সম্পূর্ণ ব্যাখ্যা।
আধার কার্ড বাতিল করার কারণ কি?
মৃত ব্যক্তিদের আধার কার্ড নিয়ে প্রতারণামূলক কাজকর্ম
ই-কমার্স সাইট থেকে ফেক আইডি বানানো বা সিম কার্ড তোলা
- ফেক ডকুমেন্টস বানানো
- অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করা
- এইসব জিনিসগুলো রুখতে পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার।
যে সমস্ত ব্যক্তি অনেকদিন আগে মারা গেছে সেই সমস্ত ব্যক্তিদের আধার কার্ড এখনো পর্যন্ত বাতিল করা হচ্ছিল না। বর্তমান UIDAI বা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া নতুন একটি পদক্ষেপ গ্রহণ করেছি যার মাধ্যমে মৃত ব্যক্তিদের আধার কার্ড বাতিল করা কাজ শুরু করেছে। এছাড়া যে সমস্ত ব্যক্তিদের বয়স ১০০ বছরের উপর হয়ে গেছে সেই সব ব্যক্তিদের নতুন করে ভেরিফিকেশন করা, যাতে ওই ব্যক্তি আসলে বেঁচে আছে কি মারা গেছে তা চিহ্নিত করা।
আঁধার অথরিটি আরো জানিয়েছে নতুন করে মৃত্যু ডেটাবেস তৈরিকরে রেজিস্টার জেনারেল কে আধার নাম্বারের সঙ্গে যুক্ত করে মৃত্যুর রেকর্ড শেয়ার করতে বলা হয়েছে।
নতুন রেজিস্ট্রেশন সিস্টেম তৈরি করে ভারতের ২৪ টি রাজ্যে এছাড়া কেন্দ্রশাসিত অঞ্চল গুলিতে সাম্প্রতিক ১. ৫৫ কটি মানুষের মৃত্যুর রেকর্ড পাওয়া গেছে। ইতিমধ্যে ১.১৭ মানুষের আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে এবং আগামী দিনগুলোতে এটা আরো বাড়তে পারে।
যদি আপনার পরিবারে কোন ব্যক্তি মারা গেছে এবং তাদের আধার কার্ড এখনো পর্যন্ত বাতিল বা নিষ্ক্রিয় করা হয়নি আপনি অবিলম্বে এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেরা বাতিল করতে পারেন।
আধার কার্ড বাতিল করার জন্য আলাদা করে একটি অপশন দেওয়া হয়েছে বা দিতে চলেছে আঁধার অথরিটি।
আধার কার্ড বাতিলে করণীয় কি?
আপনার পরিবারে এমন ব্যক্তি যে মারা গেছে তার আধার কার্ড অতি অবশ্যই বাতিল করুন
যদি আপনার আধার কার্ড সংক্রান্ত কিছু মেসেজ আছে তাহলে আপনি অবশ্যই স্থানীয় সাইবার ক্যাফে গিয়ে এর যাচাই-বাছাই করতে পারেন।
মরে যা ব্যক্তির আধার কার্ড সেলেন্ডার করা
আশা করি আপনারা বুঝতে পেরেছেন আধার কার্ড কেন বাদ পরছে এবং কি কারণে বাদ পড়ছে ও আপনার করণীয় কি তার সমস্ত কিছু তথ্য এই আর্টিকেলের মধ্যে জানতে পারলেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি আর্টিকেলটি ভালো লেগে থাকে এবং জানবার কিছু বিষয় হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন।
ConversionConversion EmoticonEmoticon