অনলাইন পর্চা আবেদন কিভাবে করবে? How to apply for jomir porcha

 আপনি কি আপনার জমির পর্চা অনলাইন আবেদন করতে চান বা আপনি নতুন khatian porcha apply পদ্ধতি জানতে চান? এই আর্টিকেলের মধ্যে জানাবো আপনারা অনলাইন কিভাবে জায়গা How to apply for "jomir porcha", বাংলার ভূমি ওয়েবসাইটে Registration কিভাবে করবে তার সমস্ত কিছু তথ্য এই আর্টিকেলের মধ্যে জানতে পারবেন।

জমির খতিয়ান পর্চা ( Jomir porcha )

বর্তমান সাধারণ মানুষের মধ্যবিত্ত পরিবার বা ছোট পরিবারগুলোর জায়গা জমিন মূল্যবান সম্পদ এর কারণ একটা গরীব মানুষের জায়গা জমি বা কৃষি কাজে ব্যবহৃত জায়গা যার উপরে নির্ভর করে মানুষের পরিবার চলে কৃষি কাজের উপর।
যদি আপনি কৃষি লোন, ফসল বীমা, বাংলা শস্যবিমা, কৃষক বন্ধু, pm কিষান মত যোজনা গুলিতে আবেদন করার জন্য এই পর্চার প্রয়োজন হয় এবং এছাড়া
আপনার কাজের ব্যস্ততার মাঝখানে যদি আপনার Jomir porcha যদি কোন কাজে লাগে তাহলে আপনাকে ছুটে যেতে হয় BLRO অফিসে। আপনাকে যাতে ছুটতে না হয় বা বাড়িতে বসে আপনি খুব সহজে আপনার মোবাইলের মাধ্যমে জবিনের পর্চা কি করে আবেদন করতে হয় তার সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ জানতে পারবে।
কিভাবে Banglarbhumi website sinup করবে
আপনি যদি Banglarbhumi ওয়েবসাইটে গিয়ে jomir porcha জন্য আবেদন করতে চান তাহলে কিন্তু আপনাকে প্রথমে এই website তে sinup করতে হবে। আমরা আজকে প্রথমে রেজিস্ট্রেশন কিভাবে করবে এবং এই পদ্ধতি জানার পর কিভাবে অনলাইন পর্চা জন্য আবেদন করতে হয় তার সম্পূর্ণ জানতে পারবে।
 


Banglarbhumi website রেজিস্ট্রেশন কিভাবে করবে?

যদি আপনি অনলাইন জবিনের পর্চা জন্য আবেদন করতে চান তাহলে প্রথমে আপনাকে বাংলা ভূমি ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে।
জমির পর্চা অনলাইন আবেদন, জমির খতিয়ান পর্চা, Jomir porcha, khatian, Banglarbhumi website রেজিস্ট্রেশন কিভাবে করবে,  How to apply for jomir porcha


রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল থেকে ব্রাউজার ওপেন করুন
  • সার্চ বারে টাইপ করুন banglarbhumi.gov.in লিখে সার্চ দিন
  • আপনি Banglarbhumi .Gov. In অফিসিয়াল ওয়েবসাইটে সোজা পৌঁছে যাবেন বা এই লিঙ্কে ক্লিক করে সোজা চলে যাবেন এর ওয়েবসাইটে
  • আপনার মোবাইল কিনবা কম্পিউটার স্ক্রিনের একটি পপ-আপ মেসেজ আসবে ওটাকে আপনি ক্যানসেল করুন
  • বাম সাইডের কোণে sineup বোটনে ক্লিক করুন
  • আপনাকে একটি নতুন পেজে নিয়ে যাবে যেখানে একটি Public Registration Form ওপেন হবে
  • আপনার ফাস্ট, মিডিল, লাস্ট নাম পূরণ করুন
  • গার্জেন নেম পূরণ করুন
  • আপনার অ্যাড্রেস, ইউজার নেম, পুলিশ স্টেশন সিলেক্ট করুন
  • জেলা, পিন কোড, ইমেল আই ডি বসান
  • আধার কার্ডের যুক্ত থাকা মোবাইল নাম্বার পূরণ করুন
  • আপনার মোবাইলে আসা ওটিপি সঠিকভাবে পূরণ করুন
  • পাসওয়ার্ড বসান এবং কনফার্ম পাসওয়ার্ড আরেকবার বসান
  • ক্যাচা কোডটি সঠিকভাবে পূরণ করে সাবমিট বটনে ক্লিক করুন
এইসব প্রসেস ফলো করলে আপনি বাংলা ভূমি ওয়েবসাইট একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে।

পর্চা আবেদন কিভাবে করবে? How to apply for jomir porcha

আপনি যদি জায়গা জমিনের পর্চা জন্য আবেদন করতে চান ( jomir porcha) তাহলে প্রথমে আপনি এর ওয়েবসাইটে login অপশন তে ক্লিক করে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে নেক্সট অপশন এ ক্লিক করুন।
জমির পর্চা অনলাইন আবেদন, জমির খতিয়ান পর্চা, Jomir porcha, khatian, Banglarbhumi website রেজিস্ট্রেশন কিভাবে করবে,  How to apply for jomir porcha


রেজিস্ট্রেশন করা মোবাইল নাম্বারে ওটিপি এলে ওটিপির ঘরে সঠিকভাবে পূরণ করে submit বাটনে ক্লিক করুন
আপনার মোবাইলে একটি পপ-আপ ডিসক্লেমার আসবে ওটা ক্রস করে কেটে দিন
  • সিটিজেন সার্ভিস (citizen service) অপশনটিতে ক্লিক করুন
  • নতুন একটি অপশন ওপেন হলে এখানে service delivery অপশনে ক্লিক করুন
  • ROR request অপশনটি ক্লিক করলে নিচের দেওয়া একটি ফ্রম ওপেন হবে
  • Request details মধ্যে আপনি district, block, mouza আপনি আপনার এলাকায় হিসেবে বেছে নিন
  • আপনি আপনার পুরনো পর্চা খতিয়ান নাম্বারটি সঠিকভাবে বসাবেন
  • আবেদনকারীর প্রথম নাম এবং শেষ নাম সঠিকভাবে পূরণ করবেন
  • গার্জেন নামের জায়গায় বাবার নাম কিংবা স্বামীর নাম টাইপ করে নিচে তার নামটি সঠিকভাবে বসাবেন
  • আবেদনকারীর ঠিকানা সঠিকভাবে ফিলাপ করবেন
  • Type The Characters Shown সাইডে ফাঁকা ঘরে নিচের দেওয়া লেটার গুলি সঠিকভাবে পূরণ করবে
  • নিচে calculator free অপশনে ক্লিক করলে আপনাকে পেমেন্ট অপশনে নিয়ে যাবে, সেখানে আপনি পেমেন্ট করবেন, করার পর সাবমিট বট এ ক্লিক করবেন।
  • পেমেন্ট সাবমিট হলে একটি স্ক্রিনশট নিয়ে রাখুন যাতে আপনি আপনার porcha download status check করতে সাহায্য হবে।
How to download porcha and status check
আপনি যদি পর্চা ডাউনলোড ( download porcha) করতে বা status check করতে চান তাহলে
পরবর্তী পদক্ষেপে আপনি হোমপেজে এসে citizen service এ ক্লিক করে GRN search অপশনটিতে ক্লিক করুন
GRN নাম্বার এবং application number দিয়ে নিচে submit বটনে ক্লিক করুন
আপনার যদি এপ্লিকেশনটি এপ্রুভ হয়ে থাকে তাহলে এখান থেকে আপনি খুব সহজে বুঝতে পারবেন।











Previous
Next Post »