আপনার কি Bangla awas Yojana নাম নথিভুক্ত রয়েছে বা বাংলা আবাস যোজনায় আপনার ঘর কত নাম্বারে লিস্টে আছে দেখতে চান, যদি আপনি বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট ২০২৫ দেখতে চান বা আপনার নাম নথিভুক্ত আছে কিনা দেখতে চান তাহলে এই আর্টিকেলটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন।
বাংলা আবাস যোজনা 2025
পশ্চিমবঙ্গের গরীব পরিবার খেটে খাওয়া মানুষ যাদের থাকার জন্য ঠিকঠাকভাবে ঘর নেই এমন ব্যক্তিদের পরিবারগুলোকে সরকার নানান রকম ভাবে আর্থিক সহায়তার সাথে সাথে নতুন একটি পরিকল্পনা বা প্রকল্প বাস্তবায়িত করে চলেছে কয়েক বছর।
পশ্চিমবঙ্গের নানা যোজনা বা প্রকল্প কয়েক বছর চলছে এবং আগামী দিনে এই যোজনা গুলি চালিয়ে যাবে। এর সাথে সাথে সবার প্রিয় গরিব কল্যাণ যোজনা হল বাংলা আবাস যোজনা ২০২৫ । বাংলা আবাস যোজনা মাধ্যমে প্রত্যেক গরিব পরিবার একটি করে পাকা বাড়ি করার জন্য সরকার কয়েক বছর উদ্যোগ নেওয়ার সাথে অনেক বাস্তবায়িত করেছে বা অনেক পরিবার এর উপকৃত হয়েছে।
চলতি বছর ২০২৫ এ বাংলা আবাস যোজনার লিস্ট নতুন করে জারি করা হয়েছে। গত ২০১৮ সালে যে লিস্ট প্রকাশিত হয়েছিল এতদিন ধরে সেই লিস্ট হিসাবে সবাই বাড়ি পেয়েছে এবং পুরো কমপ্লিট করার পর নতুন করে এ লিস্ট আবার লিস্ট জারি করা হয়েছে।
অনেক ব্যক্তি রয়েছে যাদের লিস্টে নাম আছে কিন্তু কত নম্বরে নাম আছে বা কবে ঘরের টাকা একাউন্টে ঢুকবে তা এখনো জানতে পারিনি। এই আর্টিকেলের মধ্যে আপনি আপনার ঘরের স্থিতি বা কত নম্বরে রয়েছে ঘর কতগুলো ঘর স্টার্ট হয়ে গেছে তা সম্পূর্ণ তথ্য জানতে পারবেন।
Bangla awas Yojana 2025 লিস্ট কিভাবে দেখবে?
যদি আপনি Bangla awas Yojana সম্পূর্ণ list দেখতে চান তাহলে প্রথমে আপনাকে আপনার মোবাইল থেকে যে কোন একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে।
- সার্চ বাড়ে টাইপ করুন rhreporting.nic.in
- সুজা এর অফিসিয়াল ওয়েবসাইটি চলে যাবেন বা এখানে ক্লিক করে যেতে পারেন
- আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে এর মধ্যে একদম নিচের দিকে চলে যাবেন।
- Awassplus reports অপশনটি খুঁজে বার করুন
- এই অপশনের নিচে তিনখানা অপশন দেওয়া রয়েছে এর মধ্যে awaasPlus category wise data summary এই অপশনটিতে ক্লিক করুন
- নতুন একটি উইন্ডোর ওপেন হলে এখানে Selection Filters এর নিচে all state ক্লিক করে west bengal বেছে নিন
- এরপরে অপশন এলে ওখানে আপনি আপনার জেলা সিলেক্ট করুন
- তৃতীয় নম্বর অপশন ওপেন হলে আপনি আপনার ব্লক বেছে নিন
- চার নম্বর অপশনটিতে আপনি আপনার গ্রাম পঞ্চায়ে সিলেক্ট করুন
- সবকিছু সিলেক্ট করার পরে নিচে সাবমিট বটন এ ক্লিক করবেন
আপনার স্কিনের মধ্যে একটু নিচের দিকে আপনার এলাকার বা আপনার গ্রাম পঞ্চায়েতের মধ্যে যতজনের নাম রয়েছে সবার নাম লিস্টের মধ্যে চলে আসবে।
এই লিস্ট আপনি ঠিকঠাক ভাবে পড়তে হয়তো পারবেন না বা বুঝতে পারবেন না, এর জন্য আপনাকে এর pdf বা Bangla awas Yojana 2025 list PDF download করতে হবে।
Bangla awas Yojana list 2025 PDF
যদি আপনি Bangla aawas Yojana 2025 list PDF file ডাউনলোড করতে চান তাহলে আপনি উপরে দেওয় বাংলা আবাস যোজনা লিস্ট কিভাবে দেখবেন সেই প্যারাগ্রাফটি ফলো করবেন এবং নিচে ডাউনলোড অপশন আসবে, সেই ডাউনলোড পিডিএফ অপ্সানে ক্লিক করে আপনি বাংলা আবাস যোজনা লিস্ট ২০২৫ ডাউনলোড করতে পারবেন।
বাংলা আবাস যোজনা এই লিস্ট ডাউনলোড করলে আপনি সমস্ত কিছু তথ্য জানতে পারবেন এবং খুব সহজে লিস্ট দেখতে পারবেন।
বাংলা আবাস যোজনা লিস্টের নাম চেক কিভাবে করবেন?
বাংলা আবাস যোজনা যদি আপনি লিস্টে নাম চেক করতে চান প্রথমে আপনাকে এর লিস্ট পিডিএফ আকার ডাউনলোড করতে হবে।
- ডাউনলোড হয়ে গেলে আপনি ওই pdf টি ওপেন করবেন।
- বাংলা আবাস যোজনা pdf ওপেন হলে ডান সাইডের কোণে ৩ ডট এ ক্লিক করুন
- Find in file অপশনটিতে ক্লিক করুন
- অপশন দিতে ক্লিক করার পর একটা সার্চ বার ওপেন হবে এখানে আপনার নাম টাইপ করুন
- আপনার নামে যত ব্যক্তি রয়েছে তাদের লিস্ট সাইডে চলে আসবে একটা একটা করে আপনি চেক করতে পারেন আপনার নাম কোনটি।
- এইভাবে আপনি চেক করতে পারেন বাংলা আবাস যোজনা আপনার নামের লিস্ট নাম আছে কিনা
আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা বাংলা আবাস যোজনা নাম চেক করতে পারবেন লিস্টে এবং আবাস যোজনা সংক্রান্ত সমস্ত কিছু তথ্য এই আর্টিকেল মধ্যে জানতে পারলেন।
ConversionConversion EmoticonEmoticon