Pm Fasal Bima Yojana 2025: খারিফ মরশুমে ফসল বীমা আবেদন করলেই ক্ষতিপূরণ পারেন

 আপনি কি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনে 2025 আবেদন করেছেন বা Pradhan Mantri Fasal Bima Yojana আবেদন করে শস্য ক্ষতিপূরণ থেকে মুক্তি পাওয়ার জন্য আবেদন করতে চাইছেন, যদি আপনি একজন কৃষক হয়ে থাকেন তাহলে পিএম ফসল বীমা যোজনা ২০২৫ এ আবেদনের সম্পূর্ণ প্রসেস, pmfby beneficiary list, প্রধানমন্ত্রী শস্য বীমা যোজনার হেল্পলাইন নাম্বার, pm Fasal Bima Yojana স্ট্যাটাস সম্পূর্ণ পদ্ধতি এই আর্টিকেলের মধ্যে জানাবো।

প্রধানমন্ত্রী ফসল বীমা ( pmfby ) 2025

ফসল বীমা এমন একটি বীমা যেটা ভারতের প্রত্যেকটি কৃষকের প্রিয় একটি যোজনা, যার মাধ্যমে তে কৃষক আবহাওয়া জনিত কারণে বা দাবদা এবং বন্যা জনিত কারণে ফসল নষ্ট হয়ে যাওয়া বা আংশিক নষ্ট হয়ে যাওয়া কারণে কৃষকরা ঠিকভাবে কৃষি কাজ করতে পারে না, এবং প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হয়, যদি আংশিক ক্ষতি হয়ে যায় তাহলে চাষ করতে যে খরচা হয় তা বহন করতে হিমশিম খেয়ে যায়।
প্রধানমন্ত্রী ভারতের কৃষকের অবস্থা দেখে খুব সুন্দর একটি যোজনা শুরু করেছে যার নাম পিএম ফসল বীমা যোজনা বা Pradhan Mantri Fasal Bima Yojana 2025
এই যোজনার কারণে কৃষকরা অনলাইন কিংবা অফলাইন আবেদন করে তাদের ফসল নষ্ট হয়ে যাওয়া থেকে অনেকটা ক্ষতিপূরণ পায়।

PM Fasal Bima Yojana অনলাইন আবেদন ?

যদি আপনি Pradhan Mantri দ্বারা চালিত Fasal Bima না নথিভুক্ত করতে চান এই Yojana তাহলে প্রথমে আপনাকে যে সব কাজগুলো করতে হবে সেগুলো হলো আপনার এলাকার স্থানীয় সিএসসি সেন্টারে গিয়ে এই যোজনায় নাম নথিভুক্ত করাতে পারেন। ২০২৫ এর যে খারিফ মৌসুমের ফসল বীমা যোজনায় নাম নথিভুক্ত করা শুরু হয়ে গেছে। তাই দেরি না করে নাম গুলো নথিভুক্ত করতে পারেন।

Pm Fasal Bima Yojana 2025, খারিফ মরশুমে ফসল বীমা আবেদন

 

প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা অফলাইন আবেদন করার উপায়?

আপনি যদি প্রধানমন্ত্রী fasal Bima Yojana বা pmfby নাম বন্ধুত্ব করার জন্য প্রথমে আপনাকে আপনার স্থানীয় কৃষি দপ্তরে গিয়ে ফরম সংগ্রহ করবেন।
  • যথাযথভাবে আপনার ডকুমেন্ট হিসেবে ফর্ম পূরণ করবেন
  • প্রয়োজনীয় নথিগুলো অ্যাটাচ করবেন
  • একটি পাতায় আবেদনকারীর স্বাক্ষর করবেন
  • সেলফ ডিক্লিয়ারেশনে সঠিকভাবে পূরণ করুন
  • সবকিছু ঠিক হয়ে গেলে আপনারা কৃষি দপ্তরের আবেদন পত্র জমা করবেন।

Pm fasal Bima Yojana প্রয়োজনীয় ডকুমেন্ট?

ফসল বীমা যোজনা আবেদন করার জন্য কয়েকটি নির্দিষ্ট ডকুমেন্ট আবেদনপত্র সঙ্গে সাবমিট করতে হবে। তার তালিকা
  • আধার কার্ড
  • ভোটার কার্ড
  • আবেদনকারী জমি পর্চার সাম্প্রতিক জেরক্স
  • আবেদনকারীর নিজস্ব ব্যাংক একাউন্টের প্রথম পাতার জেরক্স
  • ফোন নাম্বার যেটা আপনার আধার কার্ডের সঙ্গে যুক্ত ও ব্যাংক একাউন্টের সঙ্গে যুক্ত ফোন নাম্বার হতে হবে।

Pmfby কারা আবেদন করতে পারবে?

প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা আবেদন করতে পারবে বা pmfby আবেদন করতে পারবে এমন ব্যক্তি তার নিচে তালিকা রইল।
  • Pradhanmantri fasal Bima Yojana 2025 আবেদন করার জন্য নিজস্ব কৃষি জমি থাকতে হবে
  • ভাগ চাষী হলে তার জন্য স্থানীয় অঞ্চল অফিস বা ভিডিও অফিসে শংসাপত্র লাগবে
  • ভারতের নাগরিক হতে হবে
ফসল বীমা যোজনা কারা আবেদন করতে পারবে না?

প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় যে সমস্ত ব্যক্তি আবেদন করতে পারবে না তাদের কয়েকটি পয়েন্ট নিচে তুলে ধরা হলো।

  • যাদের নিজস্ব কৃষিজমীর নেই
  • সরকারি চাকরিজীবী
  • সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ
  • ভারতের নাগরিক নয় এমন ব্যক্তি
  • আধার কার্ড বা ব্যাংকের অ্যাকাউন্ট না থাকলে আবেদন করতে পারবে না।
নিম্নলিখিত বিষয়গুলি যদি আপনাদের না থাকে তাহলে আপনি ফসল বীমা যোজনা আবেদন করতে পারবে না। 

pmfby beneficiary list চেক কিভাবে করবে?

প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা লিস্ট বা pmfby লিস্ট চেক করতে চান অথবা beneficiary list যদি দেখতে চান তাহলে 

  • এর অফিসের ওয়েবসাইট pmfby.gov.in এই ওয়েবসাইটে যান।
  • এখানে খুঁজে বার করুন Application status
  • Application status এ ক্লিক করুন
  • নতুন পেজ ওপেন হলে এখানে policy ID খুঁজে বার করুন
  • policy ID খোঁজার পর তার সাইডে ফাঁকা ঘরে আপনার পলিসি আইডি নাম্বারটি বসান
  • নিচে ক্যাপচার অপশনটি সঠিকভাবে পূরণ করুন
  • নিচে click status অপশনটা ক্লিক করুন
আপনার সম্পূর্ণ তথ্য চলে আসবে যেখান থেকে আপনি দেখতে পারবেন আপনার আসল বীমা যোজনার স্ট্যাটাস কি রয়েছে তার সমস্ত কিছু তথ্য এ টু জেড জানতে পারবেন।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফসল বীমা যোজনা বা Pradhan Mantri Fasal Bima Yojana 2025 এর এই যোজনার খুঁটিনাটি তথ্য সম্পূর্ণ জানতে পারলেন।


Previous
Next Post »