Wb Voter list 2002 | ভোটার লিস্ট 2002 PDF ডাউনলোড করার সহজ উপায় দেখুন

 আপনি কি "voter list 2002" দেখতে চাইছেন বা ভোটার লিস্ট ২০০২ ডাউনলোড করতে পারছেন না? আজকে আপনারা এই আর্টিকেলের মাধ্যমে ২০০২ সালের ভোটার লিস্ট কিভাবে দেখবে বা ডাউনলোড কিভাবে করবে তার সম্পূর্ণ পদ্ধতি আপনার মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারবে। 

Voter list 2002 

বর্তমান পশ্চিমবঙ্গের ভোটার যাচাই প্রক্রিয়া বা voter card verification নতুন একটি আইন শুরু করেছে ভারতীয় ইলেকশন কমিশন। যার মাধ্যমে আপনি আপনার ভোটার কার্ডটি অরিজিনাল না ডুবলিকেট অথবা অনেক ডুবলিকেট ভোটার রয়েছে যাদের দুই জায়গায় ভোটার কার্ড রয়েছে এবং এছাড়া অবৈধ অনুপ্রবেশ যারা খুব সহজে ডুবলিকেট তথ্য নিয়ে ভোটার কার্ড তৈরি করে ফেলেছে তাদের ধরতে বা ওই ভোটার কার্ডগুলোকে নিষ্ক্রিয় করতে এই পদক্ষেপ নেয়া হয়েছে। 

ভোটার কার্ড ভেরিফিকেশন বা যাচাই প্রক্রিয়া সময় ২০০২ এর ভোটার তালিকায় যে সমস্ত ব্যক্তি রয়েছে তাদের তথ্য পাবলিক ডোমিনি আনা হয়েছে। পাবলিক ডমেনে নিয়ে আসার কারণ কোন ব্যক্তি ২০০২ এর আগে ভোটার তালিকায় নাম থাকে তাদের ভেরিফিকেশন এর জন্য ওই একটাই তথ্য দিলে তার ভোটার ভেরিফিকেশন কমপ্লিট হবে। 

Voter list 2002 | ভোটার লিস্ট 2002 PDF ডাউনলোড ওরা সহজ উপায় দেখুন


ভোটার ভেরিফিকেশনের জন্য সবচেয়ে সহজ পদ্ধতি ২০০২ সালের যে সমস্ত ব্যক্তিদের তালিকায় নাম রয়েছে সিরিয়াল নাম্বার এবং সম্পূর্ণ তথ্য ডকুমেন্ট গুলি সাবমিট করলে আপনার ভেরিফিকেশনটি কমপ্লিট হবে তাই অনেক ব্যক্তি রয়েছে যারা ভোটার লিস্ট ২০০২ দেখতে চাইছেন বা ওই পিডিএফগুলি ডাউনলোড করতে চাইছেন। 

আপনি যদি সহজে ভোটার লিস্ট 2002 PDF ডাউনলোড করতে চান তাহলে নিচের স্টেপ গুলি ফলো করলে খুব সহজে ডাউনলোড করতে পারবেন বা লিস্টের নাম দেখতে পারবেন।

Voter list 2002 দেখবেন কিভাবে ?

আপনি যদি voter list 2002 বা ২০০২ এর ভোটার লিস্ট দেখতে চাইছেন তাহলে আপনি আপনার মোবাইল থেকে খুব সহজে দেখতে পারেন।

Voter list 2002 | ভোটার লিস্ট 2002 PDF ডাউনলোড ওরা সহজ উপায় দেখুন


 এর জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। 

  • যেকোনো ব্রাউজার ওপেন করার পর সার্চ করে টাইপ করুন CEO West Bengal লিখে সার্চ দিন 
  • সার্চ রেজাল্টে দেখতে পাবে electoral roll 2002 voter list এই অপশনটি দেখে ক্লিক করুন 
  • আপনার মোবাইলের মধ্যে নতুন একটি পেজ লোড হবে এখানে দেখতে পাবেন পশ্চিমবঙ্গের সমস্ত জেলার লিস্ট 
  • আপনার জেলা কোনটা সেটা দেখে ক্লিক করুন ( যেমন যদি আপনার জেলা কোচবিহার হন বা মেদিনীপুর হয় সেটা দেখে ক্লিক করবেন) 
  • ক্লিক করার সাথে সাথে নতুন একটি লিস্ট ওপেন হবে যেখানে আপনার জেলার যতগুলি বিধানসভা কেন্দ্র রয়েছে সবগুলো লিস্ট চলে আসবে। 
  • আপনার বিধানসভার নাম যেটা রয়েছে সেটা দেখে ক্লিক করুন
  •  আপনার বিধানসভার মধ্যে যতগুলো বুথ রয়েছে সবগুলোর লিস্ট চলে আসবে সেখানথেকে বেছে নি ন আপনার এলাকার বুথ এবং তার সাইডে দেখতে পাবেন final roll অপশনটি দেখতে পাবেন ওই অপশনটিতে ক্লিক করুন 
  • ফাইনাল রোলে ক্লিক করার সাথে সাথে আপনারা আপনার এলাকার সম্পূর্ণ লিস্ট চলে আসবে।

 এখানে দেখতে পাবেন আপনার বুথ নাম্বার আপনার এলাকায় কতজন ভোটদাতা রয়েছে এবং চাইলে আপনি আপনার নাম এবং ভোটার লিস্টের নাম্বার দেখতে পাবেন। 

Voter list 2002 PDF download কিভাবে করবে? 

আপনি যদি voter list খুব সহজে মোবাইলের মাধ্যমে PDF download করতে চান তাহলে উপরের দেওয়া voter list 2002 দেখবেন কিভাবে এই প্রসেস অনুসরণ করবে এবং লিস্ট দেখার পর আপনি আপনার মোবাইল থেকে লিস্ট দেখার সময় ডান সাইডের কনে থ্রী ডট তে ক্লিক করবেন,

Voter list 2002 | ভোটার লিস্ট 2002 PDF ডাউনলোড ওরা সহজ উপায় দেখুন


উপরে ক্লিক করার সাথে সাথে অনেকগুলো অপশন চলে আসবে এবং অপশনের উপরে একটি বার হয়েছে। এই বারের মধ্যে চারখানা অপশন রয়েছে তার মধ্যে দ্বিতীয় নম্বর অপশনটি হল ডাউনলোড অপশন। দ্বিতীয় নম্বর অপশনটি ক্লিক করে আপনি খুব সহজে voter list 2002 pdf ডাউনলোড করতে পারবেন। 

বিশেষ অনুরোধ 

এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ভোটার লিস্ট প্রকাশিত হয়নি। বর্তমান যতগুলো জেলার ভোটার লিস্ট এসে গেছে ততগুলি মন থেকে আপনার এলাকার যদি নাম থাকে তাহলে আপনি ডাউনলোড করতে পারবেন অথবা যদি আপনার এলাকার বা জেলার লিস্টে নাম না থাকে তাহলে কিছুদিন অপেক্ষা করলে আপনার এলাকা লিস্টের

 নাম চলে আসবে। 





Previous
Next Post »