কৃষক বন্ধু টাকার জন্য আর সময় গুনতে হবে না, চলে এলো টাকা দেওয়ার তারিখ। যদি আপনার একজন কৃষক হয়ে থাকেন তাহলে আপনি এই সপ্তাহের মধ্যে টাকা আপনার একাউন্টে চলে আসবে তো চলুন কবে ঢুকবে টাকা বা কিভাবে আপনার চেক করতে পারবেন বা কি কারণে এত দেরি হচ্ছে কৃষক বন্ধু টাকা দেওয়ার জন্য তার সমস্যা কি তথ্য এই আর্টিকেলের মধ্যে জানতে পারবে।
কৃষক বন্ধু যেটা কৃষকের বন্ধু হিসাবে কাজ করে, কারণ কিছুদিনের মধ্যে অনেক নিউজ পোর্টালে জানানো হয়েছে বা ডিজিটাল মিডিয়ায় জানানো হয়েছে অনেক কৃষকরা টাকার অভাবে ঠিকভাবে কৃষিকাজ সম্পন্ন করতে পারছে না। কৃষি বীজ তলা থেকে শুরু করে আরো অনেক কিছু যেগুলো কৃষি কাজের সঙ্গে যুক্ত নামা সামগ্রী। কারণ হিসেবে জানা গেছে প্রত্যেক বছর কৃষকরা কৃষক বন্ধু টাকা পায় জুন মাসে। সাম্প্রতিক বছর অর্থাৎ জুন ২০২৫ এই বছরে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার দ্বারা কৃষক বন্ধু প্রকল্পর টাকা এখনো পর্যন্ত কৃষকের একাউন্টে পৌঁছায়নি। এর কারণে নানা রকম সমস্যা সম্মুখীন হচ্ছে কৃষকরা।
আজকে আপনারা জানতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা ২০২৫ কবে দেবে তার নতুন আপডেট চলে এসেছে সেটা আপনারা স্টেপ বাই স্টেপ জানতে পারবেন এই আর্টিকেলের মধ্যে
কৃষক বন্ধুর টাকা কবে দেবে?
যদি আপনারা কৃষক বন্ধুর টাকার জন্য অপেক্ষা করছেন তাহলে আপনার চিন্তার অবসান ঘটিয়ে আগামী আগামী জুলাই মাসের ১৫ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত অর্থাৎ এই সপ্তাহের মধ্যে এসব বন্ধুর টাকা আপনার একাউন্টে চলে আসবে।
কৃষক বন্ধুর টাকা দিতে দেরি হচ্ছে কেন?
কৃষক বন্ধুর টাকা দেরি হওয়া এর মূল কারণ কৃষকের একাউন্ট এবং কিছু কেউ আছে পেন্ডিং ছিল অথবা কোন কারণবশত টেকনিক্যাল ইস্যু থাকার কারণে এই লিস্ট এপ্রুভ হতে অনেকটা দেরি হয়েছে। গত কয়েকদিন ধরে প্রত্যেকটি গ্রামে গ্রামে একটি করে লিস্ট পাঠানো হচ্ছিল। যে সমস্ত কৃষকের কিছু ভুল ত্রুটি রয়েছে সেগুলো ঠিক করার জন্য কৃষক বন্ধু এখন আপডেট করার জন্য কিছু ডকুমেন্টস নিয়ে কৃষি দপ্তরে ডাকা হয়েছিল এবং এই কাজটি সম্পন্ন প্রায় শেষের মাথায় তাই সামনের সপ্তাহে আশা করা যাচ্ছে কৃষক বন্ধুর টাকা একটি কৃষকের একাউন্টে চলে আসবে।
Krishok bandhu টাকা ঢুকেছে কিনা চেক করবে কিভাবে?
আপনার একাউন্টে কৃষক বন্ধুর টাকা চেক কিনা চেক করার সহজ দুটি উপায় রয়েছে। যেগুলোর মাধ্যমে আপনি খুব সহজে আপনার একাউন্টে কৃষক বন্ধুর টাকা এসেছে কিনা চেক করতে পারবেন।
প্রথম ধাপ
আপনি আপনার মোবাইল থেকে কৃষক বন্ধুর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট krishakbandhu.wb.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি স্ট্যাটাস চেক এর মাধ্যমে আপনি খুব সহজে জানতে পারবেন আপনার টাকা এড ব্যাংকে পাঠানো হয়েছে কিনা ।
ধাত দুই
ধাপ কৃষক বন্ধু টাকা আপনার একাউন্টে পাঠানো হয়েছে কিনা বা অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কিনা তা দেখতে প্রথমে আপনাকে জানতে হবে আপনার একাউন্টে কোন ফোন নাম্বার লিঙ্ক করা রয়েছে এবং এই লিংক করা ফোন নাম্বার এসএমএস এর মাধ্যমে আপনি আপনার ব্যালেন্স চেক করতে পারবেন। আপনি যদি ব্যাংকের মিসকল মেরে আপনি আপনার অ্যাকাউন্ট কত টাকা আছে চেক করতে চান তাহলে যে কোন একটি ব্রাউজারে আপনার ব্যাংকের নাম এবং ব্যালেন্স চেক নাম্বার লিখে টাইপ করে সার্চ দিবেন আপনার সামনে টোল ফ্রি নাম্বার চলে আসবে সেখান থেকে আপনি মিস করেন মাধ্যমে আপনার ব্যালেন্স চেক করতে পারবেন অথবা আপনার ব্যাংকে গিয়ে এই নাম্বারটি সংগ্রহ করতে পারবেন যার মাধ্যমে আপনি আপনার কৃষক বন্ধুর টাকা ঢুকেছে কিনা খুব সহজে চেক করতে পারবেন।
ConversionConversion EmoticonEmoticon