শিক্ষা জগতের আলো এই কথা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি। শিক্ষা যদি জগতের আলো হয় এটিকে বাস্তবায়িত করতে হলে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে এবং এর জন্য অনেক বাধা-বিপত্তি আছে সেটা এড়িয়ে একজন পড়ুয়াকে এগিয়ে যেতে হয়।
ভারতবর্ষে প্রচুর মেধাবী ছাত্র আছে যারা অর্থের অভাবে উচ্চশিক্ষিত হতে পারে না। ভবিষ্যৎ অন্ধকারের দিকে এগিয়ে যায় এর কারণ পরিবারের আর্থিক অনটন এর কারণে। ভারত সরকার এই গরিব পরিবার বা মধ্যবিত্ত পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষিত করার জন্য একটি নতুন প্রকল্প শুরু করেছে যার নাম 'pm scholarship Yojana' বা প্রধানমন্ত্রী স্কলারশিপ যোজনা 2025 ।
প্রধানমন্ত্রীর স্কলারশিপ যোজনা আবেদনকারী ছাত্রছাত্রীরা মোট ৭৫০০০ হাজার টাকা পর্যন্ত পেতে পারে। গত কয়েকদিন আগে Pradhanmantri scholarship স্ট্যাটাস প্রকাশের দ্বারা জানানো হয়েছে। যদি আপনারা এই স্কলারশিপ আবেদন করতে চান তাহলে অবশ্যই এর খুঁটিনাটি তথ্য সম্পূর্ণভাবে এই আর্টিকেলের মধ্যে জানাব।
প্রধানমন্ত্রী স্কলারশিপ 2025 কারা আবেদন করতে পারবে?
প্রধানমন্ত্রী স্কলারশিপে আবেদন পারবে এমন ছাত্র ছাত্রী যারা উচ্চপ্রযুক্তি বা পেশাদার কোর্স করছেন অথবা কলেজের গ্র্যাজুয়েশন, পোস্ট গ্রেজুয়েশনে ভর্তি হয়েছেন যারা পিছিয়ে পড়া শ্রেণী, সেনা, প্যারামিলিটারি, RPF কর্মীর ছেলেমেয়েরা আবেদন করতে পারবে।Pradhanmantri scholarship 2025 প্রকল্পে মাধ্যমে প্রতি বছর হাজার হাজার ছেলেমেয়ের উচ্চশিক্ষিত শিক্ষিত হতে গেলে যে সমস্ত খরচা বহন করতে হয় তাহার অনেকটা সাহায্য হবে। আর্থিক থেকে দুর্বল বা পিছিয়ে পড়া মানুষের ছেলেমেয়েরা যারা পড়াশোনার দিক দিয়ে অনেকটা এগিয়ে তাদের এই প্রকল্পে অনেকটা সাহায্য হবে যাতে পড়াশোনা বিঘ্ন না ঘটে।
পিএম কলারশিপ এর সুবিধা কি?
পিএম স্কলারশিপ এর সুবিধা দুটি ভাগে ভাগ করা হয়েছে ছেলে এবং মেয়ে- ছেলে পড়ুয়ার ক্ষেত্রে মাসিক 2500 টাকা করে বছরে ৩০০০০ টাকা পর্যন্ত পেতে পারে এবং সর্বোচ্চ ৭৫ হাজার টাকা পর্যন্ত পাবে।
- মেয়ে ছাত্রী মাসে ৩০০০ টাকা পর্যন্ত এবং বছরে ৩৬ হাজার টাকা পেতে পারে অথবা বছরে সর্বোচ্চ ৭৫ হাজার টাকা ২ বছর পাবে।
- RPF ছেলে প্রতিমাসে ২০০০ টাকা এবং বছরে ২৪ হাজার টাকা পেতে পারে।
- RPF মেয়ে মাসে 2500 টাকা এবং বছরে ২৭ হাজার টাকা পর্যন্ত পেতে পারে
পিএম স্কলারশিপে কোর্সের ধরন
পিএম স্কলারশিপে কোর্সের ধরন হলো যে সমস্ত ছাত্র-ছাত্রীরা প্রফেশনাল ও টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করেন এমন ছাত্র-ছাত্রী এবং নিম্নলিখিত প্রতিষ্ঠানে অনুমোদিত কোর্সের ক্ষেত্রে এই কলারশিপ বাস্তবায়িত হবে।- অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন বা All India council for technical education
- মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া বা medical council of India
- ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন বা University grants commission
ডিপ্লোমা বা এর উপরে ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
কোন ছাত্র-ছাত্রী আবেদন করতে পারবে?
যেসব ছাত্র-ছাত্রী এই স্কলারশিপে আবেদন করতে পারে তারা হলো- আধাসামরিক বাহিনী , সেনাবাহিনী, RPF কর্মীদের সন্তানরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে।
- ST/SC, OBC, MBC অথবা পিছিয়ে পড়া শ্রেণীর অন্তর্ভুক্ত পরিবারের সন্তানরা
- যে সমস্ত ছাত্র-ছাত্রী উচ্চশিক্ষিত বা পেশাদার কোর্সের জন্য ভর্তি হয়েছেন তারা আবেদন করতে পারবেন
- যে সমস্ত ছাত্র-ছাত্রী যারা উচ্চমাধ্যমিকে 60% অধিক নাম্বার পেয়েছেন এমন ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবে।
- এই দুজনাই শুধুমাত্র MBBS, BTech, MBA, BBA, MCA, BSE এইসব পেশাদার ডিগ্রীর জন্য এগিয়ে যেতে পারবে এমন ছাত্র-ছাত্রী তাদের এই যোজনায় অগ্রধিকার দেওয়া হবে।
Pm scholarship আবেদনে প্রয়োজনীয় ডকুমেন্ট?
পিএম স্কলারশিপ প্রকল্পের আবেদন করার জন্য প্রথমে আপনাকে যেসব ডকুমেন্টগুলো তৌরি রাখতে হবে সেই ডকুমেন্টগুলো হল- মাধ্যমিকে মার্কশীট এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট পিডিএফ আকার বা জেপিজি আকারে রাখতে হবে
- বৈধ আধার কার্ড
- বর্তমান ভর্তি হওয়া শিক্ষা প্রতিষ্ঠানের এডমিশন লেটার
- বোনাফাইড সার্টিফিকেট
- ইনকাম সার্টিফিকেট
- কাস্ট সার্টিফিকেট ST/SC, OBC জন্য প্রযোজ্য
- ব্যাংক একাউন্ট ডিটেলস
পিএম স্কলারশিপ অনলাইন আবেদন পদ্ধতি ?
আপনারা যদি Pm scholarship আবেদন করতে চান তাহলে online apply করার জন্য সবথেকে প্রথমে আপনারা নিচের কয়েকটা স্টেপ ফলো করে সম্পূর্ণ অনলাইন আবেদন করতে পারবেন। স্টেপ বাই স্টেপ নিচে দেওয়া থাকলো।প্রথম ধাপ
- পিএম স্কলারশিপ অনলাইন আবেদন করার জন্য প্রথমে আপনাকে এর অফিসিয়াল ওয়েবসাইট https://scholarships.gov.in তে জান
- ওয়েবসাইটটি ওপেন হলে আপনারা নিউ রেজিস্ট্রেশন (new registration)অপশন এ ক্লিক করুন
- মনোযোগ সহকারে নির্দেশগুলি পড়ে নিচে agree option ক্লিক করে এগিয়ে যান।
আধার নাম্বার মোবাইল নাম্বার ইমেল আইডি ব্যাংক একাউন্টের যাবতীয় তথ্য দিয়ে আপনারা রেজিস্ট্রেশন টি কমপ্লিট করুন।
Pm scholarship form fillup বা ফরম পূরণ করুন?
আপনার ইমেইল আইডি ও পাসওয়ার্ড অবশ্যই হয়ে গেছে সেটা দিয়ে লগইন-অসনে ক্লিক করে লগইন করুন।
- Pm scholarship scheme 2025 তে ক্লিক করে এগিয়ে যান
- যথাযথভাবে ফোনগুলো পূরণ করুন
- ডকুমেন্টগুলো আপলোড করুন
- পরবর্তী অপশনে এগিয়ে যান
- আপনার ফোনটি সাবমিট করার আগে ভালোভাবে রিভিউ করুন
- আপনার যদি সব তথ্য ঠিকঠাক থাকে তাহলে সাবমিট বাটনে ক্লিক করুন
- সাবমিট করার সাথে সাথে আপনার স্কিনে একটি রেফারেন্স আইডি শো করবে ওই রেফারেন্স আইডিকে গুরুত্ব আকারে সেভ করে রাখুন
ConversionConversion EmoticonEmoticon