এক ক্লিকে কাস্ট সার্টিফিকেট স্ট্যাটাস চেক ডাউনলোড | caste certificate status check and Download

আপনি কি "caste certificate" করতে চাইছেন বা এই সার্টিফিকেটটি আবেদন করার পর status check করতে চাইছে? আপনারা আজকে এই আর্টিকেলের মধ্যে কাস্ট সার্টিফিকেট স্ট্যাটাস চেক এবং wb obc certificate লিস্ট দেখা পদ্ধতি সম্পূর্ণ বিষয় জানতে পারবে।

কাস্ট সার্টিফিকেট: caste certificate

আপনারা নিশ্চয়ই জানেন একজন ব্যক্তি যদি তিনি কোন caste এর হয় তাহলে তিনি একটি কাস্ট সার্টিফিকেট তৈরি করতে হিমশিম খেয়ে যায়। caste তে আবেদনকারী চৌদ্দগুষ্টির ডকুমেন্ট নিয়ে এসে তাকে প্রমাণ করতে হয় যে তিনি একজন উপজাতি বা কাস্টের পরিবার ভুক্ত। 

সরকারি নানারকম সুযোগ-সুবিধা পেতে গেলে যেকোনো জাতির উপজাতিদের এক ধরনের আলাদা রকম কোটা রয়েছে, যার মাধ্যমে তাদের কিছু পারসেন্ট মানুষ সরকারি চাকরি থেকে শুরু করে নানা রকম সুযোগ-সুবিধা পারসেন্টেজ হিসেবে প্রদান করা হয় বা এক্সট্রা সুযোগ পায়।

নতুন করে OBC বা ST/SC ও নতুন করে সার্টিফিকেট দেওয়া হচ্ছে, বিশেষ করে ওবিসি সার্টিফিকেট বর্তমান রাজ্য সরকার বহু নিম্নবর্গের মানুষদের বা এক বিশেষ সম্প্রদায়ের মানুষদের দেওয়া হচ্ছে। আপনি যদি ওই বিশেষ সম্প্রদায়ের একজন হয়ে থাকেন এই সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন। 

অনেক মানুষ রয়েছে বা অনেক ব্যক্তি রয়েছে যারা ওবিসি সম্প্রদায় বা এসটি/এসই সম্প্রদায়ের মানুষ অনেকে আবেদন করেছে কিন্তু এর লিস্ট দেখতে চাইছেন বা তারা যে আবেদন করেছিল সেই আবেদন এপ্রুভ হয়েছে কিনা তার স্ট্যাটাস দেখতে চাই।

এই আর্টিকেলের মধ্যে SC/ ST এবং OBC টেটাস দেখা থেকে শুরু new obc list of west bengal অথবা wb obc certificate সমস্ত বিষয় আপনারা জানতে পারবেন।

 

কাস্ট সার্টিফিকেট স্ট্যাটাস চেক, ডাউনলোড, caste certificate status check, caste certificate Download , ST/SC, ST/SC certificate check কিভাবে করবেন


caste certificate status চেক পদ্ধতি

যদি আপনি কাস্ট সার্টিফিকেট বা caste certificate status চেক করতে চাইছেন তাহলে প্রথমে আপনি আপনার মোবাইল থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন
  • সার্চ বারে টাইপ করুন cast certificate West Bengal দিয়ে সার্চ দিন
  • সার্চ রেজাল্টের প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটে ক্লিক করুন বা castcertificatewb.gov.in এই ওয়েবসাইটে যেতে পারেন
  • পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইটি আপনার মোবাইলে ওপেন হয়ে যাবে
  • সম্পূর্ণ ওপেন হয়ে যাওয়ার পর দেখতে পাবেন Home বটনের নিচে option চলে আসবে
  • আপনি যদি st/sc কাস্ট হয়ে থাকেন তাহলে প্রথমে আপনি ST/SC তে ক্লিক করুন
  • ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার স্কিনে অনেক রকম অপশনগুলো ওপেন হয়ে যাবে
  • এখান থেকে আপনি application check অপশনে ক্লিক করুন
  • আপনার মোবাইলে নতুন একটি উইন্ডোর ওপেন হয়ে যাবে যেখানে আপনি view status of an application এর নিচে একটি বক্স আসবে
  • এই বক্সের মধ্যে আপনি আপনার এপ্লিকেশন নাম্বারটি বসান
  • এপ্লিকেশন নাম্বার বসানোর পরে আপনি নিচে search অপশনে ক্লিক করুন
  • আপনার সামনে আপনার caste certificate application status সমস্ত কিছু তথ্য চলে আসবে।

কাস্ট সার্টিফিকেট স্ট্যাটাস চেক, ডাউনলোড, caste certificate status check, caste certificate Download , ST/SC, ST/SC certificate check কিভাবে করবেন


ST/SC certificate check কিভাবে করবেন

যদি আপনি ST/SC হয়ে থাকেন তাহলে certificate স্থিতি check করতে চাইলে আপনি প্রথমে আপনার মোবাইল থেকে যে কোন একটা ব্রাউজার ওপেন করে নিন
  • আপনার মোবাইলে যেকোনো ব্রাউজারে গিয়ে টাইপ করুন cast certificate
  • আপনার সামনে অনেকগুলো সার্চ রেজাল্ট দেখাবে তার মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট castcertificatewb.gov.in দেখে ক্লিক করুন
  • আপনার মোবাইলে নতুন একটি উইন্ডোর ওপেন হবে এখান থেকে আপনি ST/SC খুঁজে ক্লিক করুন
  • ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন অনেকগুলো অপশন ওপেন হবে
  • এরমধ্যে খুঁজে বার করুন check certificate এবং খুঁজে ক্লিক করুন
  • আপনার সামনে নতুন একটি view certificate details উইন্ডোর ওপেন হয়ে যাবে
  • আপনার সামনে New certificate number নাম্বারের সাইডে একটি বক্স থাকবে ওখানে আপনার সার্টিফিকেট নাম্বারটি বসান
  • অথবা তার নিচে old certificate number বা পুরনো সার্টিফিকেট নাম্বারটি বক্সের মধ্যে বসান
  • কবে আপনি সার্টিফিকেট টি তৈরি করেছিলেন তার সাল বেছে নিন
  • ইস্যু অথরিটির জায়গায় আপনি আপনার স্থানীয় যে SDO অফিসে তৈরি করা হয়েছিল সেটা উল্লেখ করুন বা ড্রপ ডাউন মেনু থেকে বেছে নিন
  • আপনার সাথে এসব কিছু নাও যদি থেকে থাকে তাহলে তৃতীয় অপশনটি যেতে পারেন
  • এখানে আপনার নামটি টাইপ করুন
  • কবে এই সার্টিফিকেটটি ইস্যু করা হয়েছিল সেই ডেটটি দিতে পারেন
  • এসব দেওয়ার পর নিচে গিয়ে সার্চ বাটনে ক্লিক করুন
  • আপনার সামনে সমস্ত কিছু তথ্য চলে আসবে আপনি আপনার খুব সহজে ST/SC certificate check আশা করি করতে পারবেন
কাস্ট সার্টিফিকেট স্ট্যাটাস চেক, ডাউনলোড, caste certificate status check, caste certificate Download , ST/SC, ST/SC certificate check কিভাবে করবেন


Cast certificate download কিভাবে করবে 

যদি আপনি cast certificate খুব সহজে download করতে চান নিচের স্টেপ গুলি ফলো করে খুব সহজে আপনি আপনার কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করতে পারেন

  • প্রথমে আপনাকে যে কোন একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে
  • ব্রাউজারে গিয়ে টাইপ করুন caste certificate download West Bengal লিখে সার্চ দিন
  • সার্চ রেজাল্ট এ অনেকগুলো ওয়েবসাইট আসবে। এখান থেকে castcertificatewb.gov.in দেখে ক্লিক করুন
  • পশ্চিমবঙ্গের সরকারের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে যেখান থেকে আপনি খুঁজে বার করুন ST/ SC option
  • আপনার মোবাইলের মধ্যে নতুন একটি উইন্ডোর ওপেন হয়ে যাবে যেখানে দুটো বক্স আসবে
  • প্রথমে বক্সটিতে আপনি আপনার এপ্লিকেশন নাম্বার বা certificate number বসাবেন
  • সঠিকভাবে নিচের বক্সে আপনার নামটি টাইপ করবেন
  • তার নিচে ডাউনলোড সার্টিফিকেট অপশনটিতে ক্লিক করুন
  • আপনার মোবাইলে বা কম্পিউটার আপনার কাস্ট সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে
কাস্ট সার্টিফিকেট স্ট্যাটাস চেক, ডাউনলোড, caste certificate status check, caste certificate Download , ST/SC, ST/SC certificate check কিভাবে করবেন


আশা করি আপনারা কাস্ট সার্টিফিকেটের এপ্লিকেশন টেটাস থেকে শুরু করে সার্টিফিকেট চেক এবং ডাউনলোড কিভাবে করতে হয় তার সমস্ত বিষয় জানতে পারলেন।

Newest
Previous
Next Post »