আপনি কি ePan card download করতে চাইছেন বা আপনি প্যান কার্ড 2025 এ কিভাবে ডাউনলোড করবে অথবা digital "PAN card download" কিভাবে হয় তার সম্পূর্ণ বিষয় জানতে চাইছেন, এই আর্টিকেলের মধ্যে আপনি জানতে পারবেন মোবাইল দিয়ে কিভাবে প্যান কার্ড ডাউনলোড করতে হয় বা PAN card download করতে হয় তার সম্পূর্ণ বিষয় জানতে পারবে।
প্যান কার্ড ডাউনলোড কেন?
যদি আপনার ইনকাম বছরে 10 লাখের উপরে হয় তাহলে আপনাকে ইনকাম ট্যাক্স এ আবেদন করতে হয়। এর জন্য আপনার অবশ্য দরকার রয়েছে একটি প্যান কার্ড।
আপনি প্যান কার্ড ছাড়া পয়সা লেনদেন থেকে শুরু করে ব্যাংকে একাউন্ট থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় আপনার প্রয়োজন রয়েছে প্যান কার্ড ( PAN card ) ।
যদি আপনি প্যান কার্ড ছাড়া একাউন্ট তৈরি করেন তাহলে সেটা জিরো অ্যাকাউন্ট তৈরি করতে পারেন যেটা দু লাখ টাকার বেশি লেনদেন করতে পারবেনা।
PAN card এর গুরুত্ব
এছাড়া আপনার যদি হঠাৎ করে পঞ্চাশ হাজার টাকার বেশি ব্যাংকে তুলতে চান তাহলে আপনি খুব সহজে তুলতে পারবেন না এর জন্য চাই প্যান কার্ড।
প্যান কার্ড ছাড়া যদি ব্যাংক একাউন্ট তৈরি করেন তাহলে আপনি টাকা তোলার সময় অনেক ঝামেলা পোহাতে হতে পারে কারণ এতে ১০ হাজার টাকার বেশি আপনি একসঙ্গে টাকা তুলতে পারবেন না।
PAN card হারিয়ে বা চুরি হলে কি করবেন?
আপনার যদি প্যান কার্ড রয়েছে কিন্তু তাকে ব্যবহার করছে না কারণ আপনার প্যান কার্ডটি হয়তো চুরি হয়ে গেছে বা হারিয়ে ফেলেছ তাই খুব সহজে আপনি কিন্তু এ সমস্যার সমাধান করতে পারেন।
আপনার স্থানীয় পুলিশ স্টেশন নে GD করবেন। আবার অনেক ব্যক্তি রয়েছে যারা PAN card হারিয়ে ফেলে বা চুরি হয়ে যায়। যদি এইরকম আপনার হয়ে থাকে তাহলে আপনার নতুন করে যদি প্যান কার্ড cyber cafe এর দ্বারা প্যান কার্ড করেন তাহলে আপনাকে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত খরচা করতে হতে পারে।
Digital PAN card কিভাবে করবেন?
আপনি চাইলে আপনার মোবাইল থেকে বিনা খরচায় খুব সহজে ইন্টারনেটের মাধ্যমে digital PAN card download করতে পারবেন।
ডিজিটাল প্যান কার্ড ডাউনলোড করার জন্য বা 2025 PAN card download করতে চান তাহলে কয়েকটি স্টেপ ফলো করলে আপনি খুব সহজে প্যান কার্ড ডাউনলোড করতে পারেন।
চলুন শুরু করা যাক এই আর্টিকেল এর মাধ্যমে কিভাবে আপনারা সেই অত্যন্ত প্রয়োজনীয় কার্ড যেটা প্রত্যেকটি মানুষের বেশিরভাগ সময় ব্যবহার করা হয়, সেই প্যান কার্ড ডাউনলোড সমন্ধে জানতে পারে।
PAN card download 2025 কিভাবে করবেন?
যদি আপনি মোবাইল দিয়ে PAN card খুব সহজে download করতে চান তাহলে আপনি 2025 শেষ নতুন পদ্ধতিতে ডাউনলোড করতে পারবেন, এর জন্য নিচে কয়েকটি স্টেপ ফলো করে আপনি খুব সহজে ডাউনলোড করতে পারবেন আপনার মূল্যবান প্যান কার্ড।
কোথা থেকে ডাউনলোড করবেন
- যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন
- ব্রাউজারে গিয়ে সার্চ বাড়ে টাইপ করুন PAN card download
- লিখে সার্চ বাটনে ক্লিক করুন
- আপনার সামনে বা আপনার মোবাইলে অনেকগুলো সার্চ রেজাল্ট অনেকগুলি ওয়েবসাইট দেখাবে
কোন website থেকে
- এখান NSDL, utiitsl এবং income tax department
- এই তিনখানা ওয়েবসাইট মধ্যে আপনার যে কোম্পানি থেকে PAN card তৈরি হয়েছে সেখানে ক্লিক করুন
NSDL থেকে pan card download
- ধরে নেওয়া যাক আপনি NSDL থেকে প্যান কার্ড তৈরি করেছেন তাহলে এই ওয়েবসাইটিতে ক্লিক করুন
- আপনাকে NSDL অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে
- এই ওয়েবসাইটটি সম্পূর্ণ ওপেন হলে একটু নিচের দিকে গিয়ে দেখতে পাবেন Acknowledgement Number এবং PAN দুটো অপশন থাকবে
- আপনার কাছে যদি প্যান কার্ড নাম্বার থাকে তাহলে প্যান কার্ড অপশনটিতে চুচ করুন অথবা Acknowledgement Number যদি আপনার কাছে থাকে তাহলে এটাও আপনি চুজ করতে পারেন
PAN number এর মাধ্যমে ডাউনলোড
- যদি আপনি PAN নাম্বার এ ক্লিক করে থাকেন তাহলে আপনার প্যান কার্ড নাম্বারটি ফাঁকা বক্সে পূরণ করুন
- আধার কার্ড অপশনটিতে আপনার আধার কার্ড নাম্বার বসান
- আপনার জন্মের মাস এবং জন্মের সাল পরের ফাঁকা বক্সে পূরণ করুন
- Gstn optional এর নিচে একটি ফাঁকা ছোট বক্স রয়েছে এখানে টিক চিহ্ন দিন
- একদম নিচের দিকে আপনার সামনে সেটিং এবং ওকে অপশন আসবে এখানে ওকে অপশনটিতে ক্লিক করুন এবং নিচের দিকে যান
- এখানে দেখতে পাবেন I am not a robot option টিতে ক্লিক করুন
- এবং নিচে submit অপশনে ক্লিক করুন
প্যান কার্ডে তথ্য দেখা
- আপনাকে পরের একটি পেজে নিয়ে যাবে যেখান থেকে আপনি আপনার প্যান কার্ডের সমস্ত ডিটেলস পেয়ে যাবেন।
Email ও phone number যোগ করুন
- যদি আপনি আপনার প্যান কার্ডের মধ্যে মোবাইল নাম্বার কিংবা ইমেইল যোগ না করে থাকেন তাহলে পপ-আপ ঠিক করে দেখুন
- যে জায়গায় click here রয়েছে সেখানে ক্লিক করুন
- নির্দিষ্ট নিয়ম গুলি ফলো করুন
- নির্দিষ্ট নিয়ম গুলি ফলো করে আপনি আপনার email ID and mobile number যোগ করতে পারেন।
OTP কিভাবে পাবেন
- এরপরে আপনি তিনখানা অপশন দেখতে পাবে, যার মধ্যে email otp, phone number otp যেকোনোতে একটাই ক্লিক করুন
- ছোট্ট একটি ফাঁকা বক্সে আই এগ্রি অপসনে ক্লিক করুন
- নিচে এসে generate OTP তে ক্লিক করুন
- আপনার দোয়া মোবাইল নাম্বার বা ইমেইল আইডিতে একটি ওটিপি আসবে
- আপনার সামনে একটি নতুন অফিসে চলে আসবে সেখানে মোবাইলে আসা OTP বসিয়ে validate OTP তে ক্লিক করুন
Payment প্রস্তুতি
- আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে সেখানে সেখানে continue with paid e pen download facility এই অপশনটি আসবে এবং এখানে ক্লিক করুন
- ক্লিক করার সাথে সাথে আপনাকে নতুন একটি পেজে ওপেন হয়ে যাবে continue with pay অপশনে ক্লিক করুন
Payment করুন
- পরে নতুন একটি পেজ ওপেন হলে সেখানে ৮ টাকা ২৬ পয়সা মত পেমেন্ট করতে বলা হবে এবং নিচে ক্লিক করে proceed to pay অপশন এ ক্লিক করুন
- আপনার পছন্দের সই পেমেন্ট অপশন ফোন পেয়ে কিংবা গুগল প্লে অথবা অন্যান্য পেমেন্ট অপশন থাকে সেটা ব্যবহার করে ৮ টাকা ২৬ পয়সা পেমেন্ট করুন
Digital PAN card পান
- আপনার পেমেন্ট সাকসেসফুল হলে কিছুক্ষণ অপেক্ষা করুন তারপর আপনার সামনে ডাউনলোড অপশন চলে আসবে
- আপনি ডাউনলোড এখান থেকে করতে পারেন অথবা আপনার ইমেইল যদি প্যান কার্ডের মধ্যে যোগ থাকে তাহলে আপনার ইমেইলে ও একটি পিডিএ পাঠানো হবে
- এই pdf টি আপনি আপনার ফোনে digital PAN card হিসেবে সেভ রাখতে পারেন
Download pan
- যদি আপনি প্যান কার্ডটি ডাউনলোড করে কপি বার করতে চান তাহলে pdf টি কোন জেরক্স দোকানে গিয়ে আপনি কালার ফটো কিংবা সাদা আকার বের করতে পারেন।
ConversionConversion EmoticonEmoticon