বাংলা শস্য বীমা খারিফ 2025 আবেদন কিভাবে করবে | How to apply Bangla Shasya Bima kharif 2025

 আপনি কি একজন কৃষক? আপনার ফসলের জন্য Bima করাতে চাইছেন তাহলে আপনি Bangla Shasya Bima এই প্রকল্পের আবেদন করে আপনার ফসলের সুরক্ষা পেতে পারেন তাই আজকে এই আর্টিকেলের মধ্যে জানতে পারবেন বাংলা শস্য বীমা যোজনা খারিফ 2025 ( BSB ) বা Bangla Shasya Bima আবেদন করে কিভাবে আপনি লাভ পেতে পারেন অথবা আপনার ফসলের ক্ষয়ক্ষতি তার সমস্ত কিছু তথ্য জানতে পারবেন। 

Bangla Shasya Bima kharif 2025

পশ্চিমবঙ্গে প্রায় ৯০ শতাংশ মানুষ কৃষিজীবী, কৃষির উপর ভিত্তি করে চাষবাসের  দ্বারা সংসার চালানোর খরচা যোগায় বা অনেক মানুষ রয়েছে যারা দুমুঠো ঠিকভাবে খাওয়ার জন্য চাষবাস করে। 

এই আবহাওয়ায় যদি আপনার ধান থেকে শুরু করে খারিফ ফসল যে সমস্ত হয় যদি খরা জনিত বা বৃষ্টির কারণে অথবা বন্যার কারণে আপনার ফসল ক্ষতি হয়ে যায় তাহলে সারা বছর আপনি খাবেন কি? 

পশ্চিমবঙ্গ সরকার তাই এই scheme কয়েক বছর আগে থেকে সুর করেছেন। এই scheme বা প্রকল্পের নাম বাংলা শস্য বীমা যোজনা। এই Bangla Shasya Bima প্রকল্পটি প্রত্যেক বছর আবেদন করে পশ্চিমবঙ্গের কৃষক উপকৃত হয়েছেন।

 যদি আপনার কোন কারণ যেমন অতিবৃষ্টি বা বন্যা জনিত কারণে অথবা কোন প্রাকৃতিক দুর্যোগের কারণে আপনার চাষে যদি কোন ক্ষতি হয়ে যায় তা ক্ষতিপূরণ দেওয়ার জন্য এই প্রকল্পটি চালু করেছে। 

এর মাধ্যমে আপনি আপনার চাষাবাদ করতে যে খরচা হয় তা কিছুটা বাঁচানোর জন্য বা ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকার দ্বারা এই বিমা প্রদান করা হয়ে থাকে। 

চলুন তাহলে আপনি Bangla Shasya Bima 2025 খারিফ মরসুম কিভাবে আবেদন করবে, কোথায় আবেদন করবে, এ ডকুমেন্ট গুলো কি কি লাগবে তার সমস্ত কিছু তথ্য এই আর্টিকেলের মাধ্যমে জানতে পারবে। 

বাংলা শস্য বীমা খারিফ 2025 আবেদন কিভাবে করবে, How to apply Bangla Shasya Bima kharif 2025, BSB 2025, scheme, Shasya Bima,শস্য বীমা আবেদন কিভাবে করবে


Bangla Shasya Bima kharif 2025 আবেদন কিভাবে করবে

যদি আপনি Bangla Shasya Bima আবেদন করতে চান kharif 2025 জন্য বা বাংলা শস্য বীমা যোজনা খারিফ মরশুম ২০২৫ আবেদন করতে চান তাহলে নিচে স্টেপগুলি ফলো করে আপনি আবেদন করতে পারেন। 

বাংলা শস্য বীমা ফর্ম সংগ্রহ 

  • বাংলা শস্য বীমা ২০২৫ আবেদন করার জন্য প্রথমে আপনাকে এর ফর্ম সংগ্রহ করতে হবে 
  • সংগ্রহ করার জন্য আপনার মোবাইল থেকে যে কোন একটা ব্রাউজার ওপেন করে নিন 
  • ব্রাউজারে টাইপ করুন BSB kharif 2025 form লিখে সার্চ দিন
  • আপনার মোবাইলে সার্চ রেজাল্টের প্রথম দিকে ক্লিক করে এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন 
  • ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর টপ মেনুতে খুঁজে বার করুন application from of kharif 2025
  • খুঁজে বার করার পর ক্লিক করে আপনি ফর্ম সংগ্রহ করতে পারেন 
  • এছাড়া আপনি ফর্ম সংগ্রাম করার জন্য আপনার স্থানীয় কৃষি দপ্তরে গিয়ে ফরম সংগ্রহ করে নিতে পারেন। 

শস্যবীমা আবেদন করতে কি ডকুমেন্ট লাগবে?

শস্য বীমা আবেদন করতে যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো আপনাকে অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্ম এর সঙ্গে জমা করতে হবে 

  1. আপনার ভোটার কার্ড 
  2. সাম্প্রতিক কৃষি জমিনের পর্চা 
  3. আধার কার্ড 
  4. ব্যাংকের প্রথম পেজের জেরক্স 

এগুলো প্রত্যেকটি একটি করে জেরক্স কপি লাগবে সহীহী সমেত 

শস্য বীমা কারা আবেদন করতে পারবে ?

শস্য বীমা আবেদন করার জন্য কয়েকটি ক্রাইটেরিয়া রয়েছে যেগুলো আপনাকে ফুলফিল করতে হবে তার লিস্ট দেখুন 

  • ভারতের স্থায়ী নাগরিক হতে হবে 
  • আপনার কৃষি জমি থাকতে হবে 
  • আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে 
  • কৃষি জমিনের সাম্প্রতি পর্চা থাকতে হবে 

বাংলা শস্য বীমা খারিফ 2025 ফরম পূরণ পদ্ধতি?

যদি আপনি বাংলা শস্য বীমা যোজনা বা BSB kharif 2025 তে ফরম পূরণ করতে চান তাহলে নিচের টেবিল ফলো করে খুব সহজে পূরণ করতে পারেন। 

বাংলা শস্য বীমা খারিফ 2025 আবেদন কিভাবে করবে, How to apply Bangla Shasya Bima kharif 2025, BSB 2025, scheme, Shasya Bima,শস্য বীমা আবেদন কিভাবে করবে


  • প্রথমে আপনি ফর্ম এর উপরে মধ্যস্থকারীর বিবরণ দিন 
  • তারপর স্টেপে আপনি আপনার নিজের বিবরণ দিন যেমন আপনার নাম, আপনার পিতার নাম, বয়স, লিঙ্গ, জাতি দিবেন 
  • আপনার গ্রামের নাম বা মৌজা, গ্রাম পঞ্চায়েত, ব্লক জেলা লিখবেন
  • এরপর আপনি আপনার মোবাইল নাম্বার, আধার কার্ড নম্বর, ভোটের কার্ড নাম্বার, কেবি আইডি এবং কিষান ক্রেডিট কার্ড আছে কিনা সেটা উল্লেখ করবেন 
  • বীমার জন্য প্রস্তাবিত জমির বিবরণ আপনাকে দিতে হবে যেমন ফসলের নাম, মধিশুচিত এলাকা যেমন ব্লক ও গ্রাম পঞ্চায়েত, মৌজার নাম বাজে JL number, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, জায়গার পরিমাপ, নিজের জায়গা বা ভাগ চাষী এবং আপনি কত তারিখে আপন করেছেন তার বিবরণ 

বাংলা শস্য বীমা খারিফ 2025 আবেদন কিভাবে করবে, How to apply Bangla Shasya Bima kharif 2025, BSB 2025, scheme, Shasya Bima,শস্য বীমা আবেদন কিভাবে করবে


ব্যাংক বিবরণ

  • ব্যাংক ডিটেলস বা ব্যাংক বিবরণের জন্য আপনি আপনার ব্যাংকে যেভাবে নামটি রয়েছে সেভাবে নামটি লিখবেন 
  • অ্যাকাউন্ট নাম্বার দিবেন 
  • IFSC code সঠিকভাবে দিবেন 
  • একাউন্ট এর ধরন দিবেন 

প্রাপ্তি স্বীকার 

  • প্রাপ্তি শিকারে আপনার নিজের সম্পূর্ণ তথ্য দিবেন 
  • আপনার মোবাইল নাম্বার থেকে শুরু করে আধার কার্ড নাম্বার পর্যন্ত সঠিকভাবে পূরণ করবেন 
  • আপনার ঠিকানা সঠিকভাবে পূরণ করবেন 
  • আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার থেকে শুরু করে ব্যাংকের ধরন পর্যন্ত যেভাবে ফর্মে পূরণ করেছেন একইভাবে পূরণ করবেন 
  • বন্ধুত্ব কারীর বিবরণ দিতে পারেন বা নাও দিতে পারেন। 
  •  ডান সাইডের কোণ আপনি যেখানে জমা করবেন বা যে কৃষি অধিকারীর কাছে জমা করবেন তার সিলমোহর সহ সহি 

আবেদনকারীর দাখিলযোগ্য নথি 

এখানে একটা ছোট্ট ফর্ম থাকবে এখানে আপনার সহি এবং মধ্যস্থকারীর সহি লাগবে এবং আপনার আবেদন করতে যে সমস্ত ডকুমেন্টগুলো লাগবে সেগুলো একবার দেখে নেবেন এবং এর সম্মতি আছেন কিনা তা একবার আপনি দেখে নেবেন 

এইভাবে আপনারা ফরম পূরণ করতে পারবেন এবং ফরম পূরণ করে নিজেরাই কৃষি দপ্তরে গিয়ে আবেদন করতে পারেন 

আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বাংলা শস্য বীমা যোজনা খারিফ 2025 বা Bangla Shasya Bima ফরম ফিলাপ

 কিভাবে করতে হয় তার সম্পূর্ণ বিষয় জানতে পারলেন।

Previous
Next Post »