আপনি কি ভোটার লিস্ট 2002 সালের দেখতে চাইছেন বা 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে চাইছেন, যদি আপনি voter list West Bengal কিংবা WB voter list 2002 download করতে চান তাহলে এই আর্টিকেলটি সম্পূর্ণভাবে ফলো করে খুব সহজে আপনি ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন।
গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গে ট্রেনিং কোন যদি শব্দ হয় সেটা হলো ভোটার ভেরিফিকেশন বা SIR কবে শুরু হতে চলেছে। অনেক ব্যক্তি আছে যারা পশ্চিমবঙ্গে বহুদিন এসে বসবাস করছে এবং তাদের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, এইসব তথ্যগুলি নকল ভাবে বানিয়ে বা আওলিগেল ভাবে বানিয়ে ভারতের নাগরিক সেজে বসে আছে।
রাজনৈতিক টানাপোড়ার মাঝে ভারত সরকার গত কয়েকদিন আগে বিহারে ভোটার ভেরিফিকেশন বা SIR শুরু হয়। এতে করে দেখা গেছে বিহারে কয়েক লক্ষ ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে ভোটার ভেরিফিকেশন এর মাধ্যমে।
কয়েকদিন পর পশ্চিমবঙ্গে SIR শুরু হতে চলেছে। সহজ পদ্ধতিতে ডকুমেন্ট হিসেবে কোন নথি যদি সাবমিট করতে হয় সেটা হল 2002 সালে ভোটার লিস্টের নাম। যদি আপনার থাকে তাহলে ফরম পূরণের সময় আপনার কোন বাধা ভিন্ন হবে না।
কারণবশত তাই ইলেকশন কমিশনের দ্বারা নতুন করে 2002 সালের ভোটার লিস্ট জারি করেছে। অনেক ব্যক্তি রয়েছে তারা এই ভোটার তালিকা 2002 বা ভোটার লিস্ট 2002 ডাউনলোড করে ফরম ফিলাপের সময় ডকুমেন্ট গুলি সাবমিট করবে তাই বর্তমান সময়ে এই ভোটার তালিকা বা ভোটার লিস্ট ওয়েবসাইট থেকে ডাউনলোড করা শুরু হয়েছে।
ভোটার লিস্ট 2002 দেখার উপায়
যদি আপনি ভোটার লিস্ট 2002 সালের বা voter list West Bengal ডাউনলোড করতে চান তাহলে খুব সহজে আপনি ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করতে গেলে প্রথমে এটাকে পিডিএফ আকারে ডাউনলোড করতে হবে। তারপর আপনার নাম যত নম্বর পিডিএফ তে আছে সেটা হিসেবে আপনাকে কম্পিউটার থেকে কপি বের করতে হবে।
Voter list 2002 West Bengal download
যদি আপনি voter list ভেরিফিকেশনের জন্য 2002 সালের তালিকা West Bengal থেকে কেউ download করতে চান তাহলে লিস্ট ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে।
2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড পদ্ধতি
ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য এর অফিসিয়াল ওয়েবসাইট এ যাওয়ার জন্য প্রথমে আপনি যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন
- সার্চবারে টাইপ করুন CEO West Bengal অথবা টাইপ করুন voter list 2002 West Bengal
- সার্চ রেজাল্টের প্রথম লিংকে ক্লিক করে এর অফিসিয়াল ওয়েবসাইট ceowestbengal.nic.in জান বা এখানে ক্লিক করে যেতে পারেন।
- আপনার মোবাইলে বা কম্পিউটার নতুন একটি উইন্ডোর ওপেন হবে।
- এখানে দেখতে পাবেন প্রত্যেকটি জেলার লিস্ট
- আপনার জেলা দেখে ক্লিক করুন
- আপনাকে নতুন একটি পেজে নিয়ে যাবে যেখান থেকে আপনি আপনার এলাকার যতগুলো বিধানসভা কেন্দ্র রয়েছে প্রত্যেকটির লিস্ট চলে আসবে
- এখান থেকে আপনি আপনার বিধানসভা দেখে ক্লিক করুন
- আবারো একটি নতুন পেজ ওপেন হবে যেখান থেকে আপনি দেখতে পাবেন আপনার এলাকায় যতগুলো Polling Station Name রয়েছে প্রত্যেকটি চলে আসবে
- আপনার এলাকা বা আপনার স্থানীয় Polling Station Name দেখে ক্লিক করুন
- আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে যেখান থেকে আপনি আপনার পোলিং টেশন এর সমস্ত পিডিএফ লিস্ট চলে আসবে।
- ডাউনলোড করার জন্য আপনি final roll তে ক্লিক করুন
- আপনার স্কিনে আপনার পোলিং স্টেশনের পুরো নামের লিস্ট চলে আসবে।
- এখান থেকে খুঁজে নিতে পারেন আপনার নামটি কত নম্বর সিরিয়ালে রয়েছে।
- ডাউনলোড করার জন্য ডান সাইডের কোণে থ্রি ডট এ ক্লিক করুন
- টপ বার তে ডাউনলোড অ্যারো বা তীর চিহ্ন রয়েছে তাতে ক্লিক করে ডাউনলোড করতে পারেন।
ConversionConversion EmoticonEmoticon