ফ্রিতে মৌজা ম্যাপ ডাউনলোড করার উপায় | How to download mouza map

 আপনি কি আপনার এলাকার "Mouza map" কোন কাজের জন্য download করতে চাইছেন বা আপনার এলাকায় কৃষি জমিনের অথবা ঘরবাড়ি করার জন্য মৌজার ম্যাপ ডাউনলোড করতে চাইছেন? আপনার মোবাইলের মাধ্যমে খুব সহজে এক ক্লিকে আপনার এলাকার মৌজার ম্যাপ ডাউনলোড পদ্ধতি শিখে নিতে পারবেন।

মৌজা ম্যাপ ( Mouza map )

বর্তমান পশ্চিমবঙ্গের ঘন জনবসতি খুব দ্রুত আকারে বেড়ে যাচ্ছে। এবং তার সঙ্গে বেড়ে যাচ্ছে পারিবারিক গন্ডগোল। এর কারণ হিসেবে দেখা যাচ্ছে ভাইদের মধ্যে জমি ভাগাভাগি বা পাশের বাড়ি কোন ব্যক্তির জমি আপনার জমির গায়ে আছে এবং এর জন্য সীমানা নির্ধারণ করতে অসুবিধার কারণে গন্ডগোল লাগছে। 

যদি আপনার হাতে একখানা মৌজার ম্যাপ থাকে তাহলে আপনি খুব সহজেই দেখে নিতে পারেন আপনার সীমানা কেমন ভাবে আছে এবং তার সম্পূর্ণ মাপ পদ্ধতি দেখে নিতে পারেন। এছাড়া আপনার জমিনের দাগ নাম্বার বের করে সার্চিং করতে পারবেন।

যদি আপনি আপনার স্থানীয় ভূমি দপ্তর কিংবা ভূমি রেজিস্ট্রেশন অফিসে গিয়ে একখানা আপনার এলাকার মৌজার ম্যাপ যদি কিনতে যান তাহলে ৩০০ টাকা থেকে ৫০০ টাকা খরচা হবে। 

আপনার হাতে যদি একটি স্মার্ট ফোন এবং সামান্য ডাটা খরচা করেন তাহলে আপনাকে ৩০০ টাকা থেকে ৫০০ টাকা মৌজার ম্যাপ কেনার জন্য গুনতে হবে না। আপনি কিন্তু খুব সহজে আপনার এলাকার মোবাইলের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারেন মৌজার ম্যাপ এবং ডাউনলোড করার পর কোন এক্সপ্রেস এ গিয়ে ১০ থেকে ১৫ টাকা দিয়ে এই ম্যাপের প্রিন্ট আউট বের করতে পারে। 

তাহলে শুরু করা যাক আপনারা মোবাইলের মাধ্যমে banglarbhumi.gov.in এই ওয়েবসাইটটি থেকে কিভাবে মৌজার ম্যাপ ডাউনলোড করতে হয় তার সম্পূর্ণ প্রসেস টেপ বাই স্টেপ শিখতে পারবেন।

মৌজা ম্যাপ ডাউনলোড, How to download mouza map, ম্যাপ ডাউনলোড পদ্ধতি, Mouza Map Request , Sheet no,  GRN NUMBER, APPLICATION NUMBER, কিভাবে দেখবেন


How to download mouza map  

আপনি যদি আপনার mouza map বা আপনার এলাকার মৌজার ম্যাপ ডাউনলোড করতে চান তাহলে নিচে কয়েকটি স্টেপ ফলো করে download করে নিতে পারেন।

রেজিস্ট্রেশন করুন 

  • আপনার মোবাইল থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নিন এবং সার্চ বাড়ে টাইপ করুন banglarbhumi.gov.in লিখে সার্চ দিন
  • আপনার মোবাইলে এর অফিসিয়াল ওয়েবসাইট বাংলার ভূমি ডট ইন এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে।
  • এখান থেকে প্রথমে আপনি আপনার একাউন্ট ক্রিয়েট করার জন্য sign up বটন এ ক্লিক করুন
  • ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে public registration form ওপেন হয়ে যাবে

ফর্ম পূরণ করুন 

  • ফর্মটি ওপেন হওয়ার পর এখানে আপনার নাম দিবেন, আপনার গার্জিয়ান নাম দিবেন, আপনার ঠিকানা, ইউজার টাইপ সিলেক্ট করবেন, পুলিশ স্টেশন, জেলা তথ্যগুলি দিবেন
  • এরপর আপনার এলাকার পিন কোড, আধার কার্ডের যুক্ত থাকা মোবাইল নাম্বার দিবেন, মোবাইলে ওটিপি একটি আসবে এটা বসাবেন, পাসওয়ার্ড দিবেন, সঠিকভাবে ক্যাপচা ফিল করে সাবমিট বটনে ক্লিক করবেন।

লগইন করুন 

  • এখান থেকে আপনার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে।
  • আপনি মেন মেনুতে ফিরে আসার পর sign in বটনে ক্লিক করে লগইন হয়ে যান।
  •  লগইন করার জন্য ইউজার নেম এর জায়গায় আপনার ফোন নাম্বার বসান
  •  পাসওয়ার্ড যেটা দিয়েছেন ওটা বসাবেন তাহলে লগইন হবে।

মৌজার ম্যাপ কিভাবে দেখবে 

মেনু অপশনে ক্লিক করে বা উপরে সিটিজেন সার্ভিসে ক্লিক করুন

  • নতুন একটি পেজ ওপেন হবে এখানে Mouza Map Request অপশনটিতে ক্লিক করুন।
  • Mouza map Request details ওপেন হলে আপনাকে আপনার ডিটেলস দিতে হবে যেমন
  • আপনার জেলার নাম সিলেট করুন
  • আপনার ব্লক বা মুন্সিপাল সিলেক্ট করুন
  • Mouza সিলেক্ট করুন
  • আপনার মৌজা সিট নাম্বার সিলেক্ট করুন
  • Map টাইপ সিলেক্ট করুন
  • Sheet no সিলেট করুন
  • নিচে ভিউ ম্যাপ ক্লিক করে আপনি আপনার এলাকার মৌজার ম্যাপ দেখতে পারেন

মৌজা ম্যাপ ডাউনলোড

  • ম্যাপ ডাউনলোড করার জন্য তার পরের প্রসেস গুলি হল
  • আপনার ফাস্ট নাম ও লাস্ট নাম টাইপ করুন
  • আপনার গার্জেন সিলেক্ট করে নিচে নাম লিখবেন
  • আপনার এড্রেস বা আপনার ঠিকানা সঠিকভাবে পূরণ করবেন
  • Submit অপশনে ক্লিক করবেন

 এপ্লিকেশন নাম্বার জেনারেট

  • কিছুক্ষণ অপেক্ষা করবে যতক্ষণ না নিচের application নাম্বার জেনারেট হচ্ছে।
  • এপ্লিকেশন নাম্বার জেনারেট হওয়ার পর নিচের ঘর গুলি পূরণ হয়ে যাবে অটোমেটিক তারপর সাইডে proceed option তে ক্লিক করুন

Payment করুন

  • আপনাকে পেমেন্ট অপশনে নিয়ে যাবে যেখান থেকে যেখান থেকে আপনি দেড়শ টাকা অনলাইন পেমেন্ট করবেন
  • Payment করার পর GRN NUMBER, APPLICATION NUMBER আপনি সেভ করে রাখবেন
Mouza map কিভাবে ডাউনলোড করবেন?

  • মৌজা ম্যাপ ডাউনলোড করার জন্য আপনি পুনরায় GRN search অপশনটিতে গিয়ে ক্লিক
  • আপনার মোবাইলে নতুন একটি উইন্ডোর ওপেন হবে এখানে request type তে ক্লিক করে ROR/PI/MAP অপশনটা ক্লিক করুন
  • GRN নাম্বার টাইপ করুন
  • Application নাম্বার সঠিক ভাই পূরণ করুন
  • সঠিকভাবে ক্যাপচা পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করুন
  • যদি আপনার মৌজা ম্যাপ জেনেরেট হয়ে যায় তাহলে ডাউনলোড করতে পারবেন অথবা আপনাকে আপনার স্থানীয় ভূমি দপ্তর অফিসে গিয়ে এই মৌজা ম্যাপ নিয়ে আসতে পারেন এবং আনতে যাওয়ার সময় আপনি আপনার এপ্লিকেশন নাম্বার এবং জিএন নাম্বার সহ তথ্য নিয়ে যাবেন তাহলে আপনি পাবেন।
আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন কিভাবে মৌজাবেন ডাউনলোড করতে হয় এবং তার সমস্ত কিছু তথ্য এই আর্টিকেলের মধ্যে জানানো হলো





Previous
Next Post »