আপনি কি একজন পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজকর্ম করেন অথবা আপনি ভিন রাজ্যে কাজ না করে বাড়ি ফিরে কিছু করতে চাইছেন বা "Parijayee Shramik" তাহলে আপনাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী নতুন স্কিম চালু করেছে যার নাম সমশ্রী প্রকল্প এবং এই আর্টিকেল এর মধ্যে আপনারা এই প্রকল্প সম্বন্ধে সমস্ত রকম তথ্য পেয়ে যাবেন আবেদন থেকে শুরু করে পাঁচ হাজার টাকা করে কিভাবে পাবেন তার সমস্ত কিছু তথ্য জানতে পারবেন।
পরিযায়ী শ্রমিক
প্রত্যেক দেশের মানুষ বা প্রত্যেক রাজ্যের মানুষ এক রাজ্য থেকে অন্য রাজ্য গিয়ে কাজ করে। এক দেশ থেকে অন্য দেশে গিয়ে কাজ করে। যে সমস্ত Parijayee Shramik আন অর্গানাইজ ভাবে কাজ করে বা যাদের কোন সরকারিভাবে রেকর্ড থাকে না এবং অন্য রাজ্য বা অন্য দেশে গিয়ে কাজ করে তাদের পরিযায়ী শ্রমিক বলে।
আমাদের পশ্চিমবঙ্গে রাজ্যে মাননীয়া মুখ্যমন্ত্রী তিনি যে পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে কাজ করে কিংবা বাইরের দেশে কাজ করে তারা ভাষার কারণে বা নানা রকম কারণে উৎপিড়ন হয়ে দেশে ফিরেছে তাদের জন্য নতুন একটি প্রকল্প নিয়ে এসেছে যার নাম সমশ্রী প্রকল্প।
এই প্রকল্পর দ্বারা যে সমস্ত পরিযায়ী শ্রমিক ভাষার কারণে কিংবা কোন অত্যাচারের বা অন্য কিছু কারণে রাজ্যে ফিরেছে। সেই সমস্ত পরিচয় শ্রমিকদের প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে এক বছর দেওয়া হবে এবং বাড়ি ফের সঙ্গে সঙ্গে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে।
Parijayee Shramik online apply
এছাড়া যে সমস্ত পরিযায়ী শ্রমিক যেই সেক্টরে কাজ করে সেই সব Parijayee shramik দিয়ে ট্রেনিং দেওয়া হবে এবং প্রশিক্ষণের মাধ্যমে পশ্চিমবঙ্গে নানারকম সেক্টরে তাদের চাকরি ব্যবস্থা করা হবে। তাছাড়া এই সমস্ত পরিবেশ শ্রমিকদের রেশন কার্ড থেকে শুরু করে খাদ্যসাথী থেকে শুরু করে সমস্ত রকম সুবিধা রাজ্য সরকার গ্রহণ করবে।
সমশ্রী প্রকল্প কিভাবে আবেদন করবেন এবং এই প্রকল্পে আবেদন করার আগে আপনাকে কি করতে হবে অথবা আপনি যে Parijayee shramik online apply জন্য আপনাকে কি কি ডকুমেন্টগুলি যোগাড় করে রাখতে হবে তার সমস্ত কিছু তথ্য জানতে পারবে।
সমশ্রী প্রকল্প আবেদন করার আগে কি করবেন?
যদি আপনি একজন পরিযায়ী শ্রমিক হয়ে থাকেন বা আপনি সমশ্রী প্রকল্পে আবেদন করতে চান তাহলে আপনাকে প্রথমে পরিযায়ী শ্রমিক হতে হবে।
পরিযায়ী শ্রমিক হওয়ার জন্য আপনাকে প্রথমত অন্য রাজ্যে বা অন্য দেশে থেকে বাড়ি ফিরে আসতে হবে এবং আপনাকে পরিযায়ী শ্রমিকের জন্য আবেদন করতে হবে। পরিযায়ী শ্রমিক আবেদন করার জন্য আপনাকে প্রথমে এর অনলাইন আবেদন করতে পারেন বা অফলাইন আবেদন করতে পারেন।
আপনি সবথেকে আবেদন করার জন্য সুবিধার হলো অফলাইন। আপনার স্থানীয় ব্লক অফিসে চলে যান, আপনি যদি শহরে বাস করেন তাহলে মুন্সিপাল কিংবা ডিএম অফিসে যেতে পারেন।
সেখান থেকে আপনি ফর্ম সংগ্রহ করে আপনি ফর্ম পূরণ করে জমা করতে পারেন।
পরিযায়ী শ্রমিক আবেদন করার জন্য কিভাবে ফরম পূরণ করবেন বা আবেদন কিভাবে করবেন তার সম্পূর্ণ নিচে স্টেপগুলি ফলো করে জানতে পারবেন।
পরিযায়ী শ্রমিক আবেদন কিভাবে করবেন?
যদি আপনি পরিযায়ী শ্রমিকের জন্য আবেদন করতে চাইছেন তাহলে আপনাকে ফরম সংগ্রহ করতে হবে এবং সংগ্রহ করার পর যথাযথভাবে ফরম ফিলাপ করে জমা দিতে হবে দুয়ারে সরকার কেন্দ্রে বা স্থানীয BDO office অফিসে।
Parijayee Shramik form download
আপনি যদি Parijayee Shramik প্রকল্পের ফর্ম ডাউনলোড করতে চান তাহলে আপনাকে অনলাইনের মাধ্যমে মোবাইল দিয়ে খুব সহজে ডাউনলোড করতে পারেন। এর জন্য প্রথমে আপনার কাছে একটা মোবাইল থাকা দরকার এবং তার সঙ্গে একটুখানি ইন্টারনেট।
চলুন তাহলে কয়েকটি স্টেপ ফলো করে আপনি Parijayee Shramik form download পদ্ধতি জেনে নেওয়া যাক।
- আপনার মোবাইলের যে কোন একটি ব্রাউজার ওপেন করুন এবং ব্রাউজারিং এর টাইপ করুন Parijayee Shramik লিখে সার্চ দিন
- সার্চ রেজাল্টের প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটে ক্লিক করুন বা KarmaSathi লিখে সার্চ দিয়ে যেতে পারেন
- সার্চ রেজাল্টের karmasathips.wblabour.gov.in পশ্চিমবঙ্গ সরকারের এই অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করে যেতে পারেন।
- ওয়েবসাইটটি সম্পন্ন ওপেন হওয়ার পর নিচের দিকে করে যান।
- নিচের দিকে গিয়ে দেখতে পাবেন Parijayee Shramik application from download লেখাটি দেখে ক্লিক করবেন
- কয়েক সেকেন্ডের মধ্যে আপনার কাছে পরিযায়ী শ্রমিকের ফর্ম ডাউনলোড হয়ে যাবে।
যদি আপনি Parijayee Shramik ফরম পূরণ করতে চান তাহলে নিচের দেওয়া কয়েকটি স্টেপ ফলো করে আপনি আপনার পরিযায়ী শ্রমিকের ফরম পূরণ করতে পারেন।
আবেদনকারীর ব্যক্তিগত তথ্য
যদি আপনি ফরম ফিলাপ করছেন তাহলে এক নম্বর অপশনে যে সমস্ত নথি গুলি লাগবে সেগুলো আপনাকে একটি একটি করে ফিলাপ করতে হবে
- আবেদনকারীর নাম
- মোবাইল নাম্বার
- বাবার নাম বা স্বামীর নাম
- লিঙ্গ
- ধর্ম
- জাতি ST/ SC, OBC, UR
- আবেদনকারীর জন্মের তারিখ
- ইমারজেন্সি ফোনের নাম্বার
- আধার কার্ডের নাম্বার
- খাদ্য সাথী বা রেশন কার্ড নাম্বার
- ভোটের কার্ড নাম্বার
- আবেদনকারীর মহকুমা
- ব্লক বা মুন্সিপাল কর্পোরেশন
- গ্রাম পঞ্চায়েত বা ওয়ান
- আবেদনকারী থানা বা পুলিশ স্টেশন
- আপনার স্থানীয় পোস্টাল কোড
যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা পশ্চিমবঙ্গের বাইরে বা ভারতবর্ষের মধ্যে কাজ করেন তাদের জন্য
- দেশ - ভারতবর্ষ দেওয়া থাকবে
- যে রাজ্যে কাজ করেন তার নাম বা কেন্দ্রশাসিত অঞ্চলের নাম
- স্থানীয় পুলিশ স্টেশনের নাম
যদি আপনি ভারতবর্ষের বাইরে কাজ করেন তাদের জন্য নিম্নলিখিত ঘর পূরণ করতে হবে
- দেশের নাম
- যেখানে কাজ করেন তার ঠিকানা
- বৈধ পাসপোর্ট নাম্বার
- রাজমিস্ত্রি
- ছুতার
- পালম্বোর
- নির্মাণ কাজ
- কৃষিকাজ
- ইলেকট্রিশিয়ান
- স্বাস্থ্য পরিষেবা
- বস্ত্র শিল্প
- পাথর কাটা
- পালিশ এর কাজ
- পরিবহন
- ইত্যাদি ধরনের কাজ যদি করে থাকেন সেটা উল্লেখ করবেন
- বাহিরে যাওয়ার দিন
- প্রতিদিন কত টাকা মজুরি পান
যদি আপনি কোন এজেন্ট মারফত কোন কর্মে যুক্ত হয়ে থাকেন বা নিজের যুক্ত হয়ে থাকেন তার সম্পূর্ণ বিবরণ দিতে হবে আপনাকে।
- আপনি যে এজেন্টের মারফত কাজে যুক্ত হয়েছেন তার নাম বা অপর ব্যক্তির নাম
- এজেন্ট বা যে ব্যক্তি কাজের সঙ্গে যুক্ত করেছে তার মোবাইল নাম্বার
- এজেন্ট বা যে ব্যক্তি আপনাকে কাজ দিয়েছে সেই ব্যক্তির ঠিকানা দিন
আবেদনকারীর ব্যাংক সংক্রান্ত তথ্য আপনাকে প্রদান করিতে হইবে যেখানে ব্যাংক একাউন্টের নাম্বার থেকে শুরু করে আইএফএসসি কোড আপনাকে আপলোড করতে হবে। এই ব্যাংক অ্যাকাউন্টটি পশ্চিমবঙ্গের যেকোন ব্যাংকের হলে হবে।
- ব্যাংকের নাম
- ব্রাঞ্চের নাম
- ব্যাংক আইএফসি কোড
- অ্যাকাউন্ট নাম্বার
- নমিনি ব্যক্তির নাম
- তার সঙ্গে সম্পর্ক
- নমিনী ব্যক্তির আধার কার্ড নাম্বার
- নমিনি ব্যক্তির মোবাইল নাম্বার
যদি আপনি আবেদন করেছেন তাহলে আপনাকে রেশন কার্ড বা খাদ্য সাথী কার্ড এর বিবরণ দিতে হবে এর জন্য
- রেশন কার্ডের ধরন
- রেশন কার্ড নাম্বার
- এই দুটো বিবরণ আপনাকে দিতে হবে।
আপনার যদি পরিবার থাকে তাহলে নিচের দেওয়া তথ্যগুলো পূরণ করুন
- পরিবারের ব্যক্তিদের নাম
- পরিবারের ব্যক্তিদের আধার কার্ড নাম্বার
- ভোটার কার্ড
- আধার কার্ড
- খাদ্য সাথী কার্ড
- ব্যাংকে পাসবুক
- পাসপোর্ট আকারের ছবি
- পাসপোর্টের
এছাড়া আপনি স্বঘোষণা পত্র সঠিকভাবে পূরণ করিতে হইবে এবং সেটাকে ডকুমেন্টের সঙ্গে প্রিন্টআপ করে জমা করিতে হইবে।
আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন পরিযায়ী শ্রমিক কিভাবে আবেদন করবেন বা Parijayee Shramik form download পদ্ধতি সমস্ত ব্যাপারটা জানতে পারলেন।
ConversionConversion EmoticonEmoticon