সমশ্রী প্রকল্প আবেদন করলে 5000 হাজার টাকা | shramashree prakalpa online apply কিভাবে করবে

আপনি কি একজন পরিযায়ী শ্রমিক এবং বাইরে রাজ্য থেকে কর্ম হারিয়ে দেশে ফিরেছেন তাহলে আপনি "shramashree prakalpa" আবেদন করে আপনি মাসে ৫০০০ টাকা করে পেতে পারেন। আজকে এই আর্টিকেলের মধ্যে আপনারা জানতে পারবেন সমশ্রী প্রকল্প মাধ্যমে কিভাবে আপনি পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে পাবেন এবং কিভাবে shramashree online apply বা আবেদন করতে হয় তার সমস্ত কিছু জানতে পারবে।

shramashree prakalpa 

পশ্চিমবঙ্গের প্রায় 25 লক্ষ পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে গিয়ে কাজ করে এবং কাজ করে তারা প্রত্যেক মাসে পরিবারকে সংসার চালানোর জন্য টাকা পাঠায়। অনেক পরিবার রয়েছে যারা পশ্চিমবঙ্গ রাজ্য ছেড়ে অন্য রাজ্যে গিয়ে সরকারি কাজ এবং বেসরকারি কোম্পানিতে কাজ করে।
অনেক পরিযায়ী শ্রমিক রয়েছে যারা প্রতিবছর অন্য রাজ্য থেকে ভাষাগত কারণে বা নানা রকম সমস্যা সম্মুখীন হয়ে বাড়ি ফিরে আসে। দিনকে দিন এই বিতাড়িত হওয়ার পরিমাণটা অনেকটা বেড়ে গিয়েছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি তিনি এই ব্যাপারটাকে পর্যবেক্ষণ করে 2023 দুয়ারে সরকার এর মাধ্যমে পরিযায়ী শ্রমিকের একটি ডেটা তৈরি করে। যার মাধ্যমে প্রত্যেকটি পরিযায়ী শ্রমিক কর্ম সাথী প্রকল্পের মাধ্যমে একটি পোটাল তৈরি করে ডেটা তৈরি করার চেষ্টা করেছিল।

দুয়ারে সরকার পরিযায়ী শ্রমিক আবেদন  

দুয়ারে সরকারের মাধ্যমে পরিযায়ী শ্রমিকেরা আবেদন করে । এতে দেখা গেছে প্রায় ২৫ লক্ষ পরিযায়ী শ্রমিক আবেদন করেছিল।
বর্তমান রাজ্য সরকার বাইরের রাজ্য থেকে বিতাড়িত হয়ে নিজের রাজ্যে ফেরত আশা, প্রত্যেকটি পরিযায়ী শ্রমিককে shramashree prakalpa এর মাধ্যমে আবেদন করলে প্রতি মাসে 5000 টাকা করে এক বছর তাদের এবং এছাড়া আসার জন্য 5000 টাকা সঙ্গে সঙ্গে একাউন্টে পাঠানো হবে
শুধু তাই নয় ব্যবসা করার জন্য ঋণ থেকে শুরু করে স্কিল ডেভেলপ, পুনর্বাসন ভাতা, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও কর্মসংস্থান , কর্মশ্রী অধীনে কর্মসংস্থান সহায়তা, এছাড়া নানা রকম সহায়তা পাবেন সমশ্রি প্রকল্পের মাধ্যমে।

সমশ্রী প্রকল্প আবেদন, 5000 হাজার টাকা, shramashree prakalpa online apply,  সমশ্রী অ্যাপ ডাউনলোড, KarmaSathi, shramashree Mobile app download, shramash


shramashree prakalpa online apply কিভাবে করবে

যদি আপনি shramashree prakalpa জন্য online আবেদন করতে চান বা apply করতে চান তাহলে আপনি কয়েকটি স্টেপ পেরোলেই সহজে আপনার মোবাইলের মাধ্যমে করতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক কিভাবে আপনি অনলাইন সমশ্রী প্রকল্পে আবেদন করবেন।  shramashree app download

প্রথমে আপনাকে shramashree প্রকল্পে আবেদন করতে হলে এর application বা app download করতে হবে।

  • সমশ্রী অ্যাপ ডাউনলোড করার জন্য প্রথমে আপনার মোবাইল থেকে ব্রাউজার ওপেন করে টাইপ করুন shramashree লিখে সার্চ দিন।
  • সার্চ রেজাল্টের যে প্রথম ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটে ক্লিক করুন বা KarmaSathi ওয়েবসাইট তে যেতে পারেন।
  • এই ওয়েবসাইটটি ক্লিক করার সাথে সাথে পশ্চিমবঙ্গের সরকারি ওয়েবসাইট karmasathips.wblabour.gov.in অফিশিয়াল ওয়েবসাইট খুলে যাবে।
  • ওয়েবসাইটটি সম্পন্ন ওপেন হয়ে যাওয়ার পর shramashree Mobile app download লেখা আসবে সেটা দেখে ক্লিক করুন।
  • ক্লিক করার সাথে সাথে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড শুরু হয়ে যাবে
shramashree app install

  • shramashree যে অ্যাপটি ডাউনলোড করেছেন এটাকে ইন্সটল করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইলে Files ম্যানেজমেন্ট এ যান
  • ফাইলটি ওপেন করার পর app অপশনে যান
  • App install file বা apk অপশনে যান
  • এখানে খুঁজে বার করুন shramashree.apk এই অপশনটি
  • অথবা আপনি সোজা আপনার ফাইলে গিয়ে সার্চবারে টাইপ করুন shramashree.apk তাহলে আপনার সামনে চলে আসবে
  • এই apk টি আসার সঙ্গে সঙ্গে ক্লিক করুন
  • কিছুক্ষণ টাইম নেবে ইন্সটল হওয়ার জন্য এবং কিছুক্ষণের মধ্যে ইন্সটল হয়ে যাবে।

shramashree prakalpa কিভাবে আবেদন করবেন?

যদি আপনার shramashree অ্যাপ ইন্সটল হয়ে গেছে এবং আবেদন করতে চান তাহলে বা এই prakalpa online apply করতে চান তাহলে নিচে স্টেপগুলি ফলো করুন।
  • প্রথমে shramashree app ওপেন করুন
  • সমশ্রী app ওপেন হওয়ার পর যদি আপনার আগে থেকে কর্মসাথী বা পরিযায়ী শ্রমিকের জন্য আবেদন করে থাকেন তাহলে লগইন অপশনে ক্লিক করুন
  • রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার বসান
  • জেনারেট ওটিপিতে ক্লিক করুন
  • মোবাইলে আসা ওটিপি নিচে থাকা বক্সে বসান
  • ভ্যালিডেড otp তে ক্লিক করুন
  • আপনি এই অ্যাপের মধ্যে লগইন হয়ে যাবেন
  • আপনার সামনে টোটাল নয়টি অপশন আসবে
ভ্রমণ সহায়তা

পাঁচ হাজার টাকা ভ্রমণ সহায়তার জন্য প্রথম অপশনটিতে ক্লিক করুন এবং এগ্রি অপশনে ক্লিক করে এপ্লাই করুন। 

পুনর্বাসন ভাতা

যদি আপনি পুনর্বাসন ভাতা পেতে চান তাহলে আপনি দ্বিতীয় অপশনটি ক্লিক করে এগ্রি অপশন এ ক্লিক করে এপ্লাই অপশনে ক্লিক করুন।

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও কর্মসংস্থান সহায়িকা

এটাতে ক্লিক করলে আপনি আপনাকে প্রশিক্ষণ দেওয়া হবে
স্কিল ডেভেলপ হওয়ার পর আপনাকে কর্মসংস্থান দেওয়া হবে।

কর্মশ্রী অধীনে কাজ

যদি এই অপশনটা আপনি চুজ করেন কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে আপনাকে ফিল্ড ডেভেলপ করা হবে
আপনার স্কিল হিসেবে আপনাকে কাজ বা কম সংস্থান দেওয়া হবে
এছাড়া আরো অনেক কিছু রয়েছে যেমন

  • ঋণ প্রদান করা
  • গৃহ নির্মাণ করা
  • SC/SC  দের জন্য আলাদা করেছে হয়তো দেওয়া
নানা রকম ইত্যাদি এই প্রকল্পের মাধ্যমে পরিচয় শ্রমিককে কর্মসংস্থান দেওয়া হবে।


shramashree app


Previous
Next Post »