আপনি কি "Shasya bima" আবেদন করেছেন বা শস্য বীমা যোজনা আবেদন করে তার স্ট্যাটাস চেক করতে চাইছেন? আজকে এই আর্টিকেলের মধ্যে আপনি জানতে পারবেন bangla Shasya bima status check কিভাবে করা যায় তার সমস্ত বিষয় জানতে পারবেন।
Shasya bima : শস্য বীমা
বর্তমান খারিপ ফসল অনেক প্রায় প্রত্যেক কৃষক রোপন করা থেকে শুরু করে প্রাইস কাজ সম্পন্ন করে ফেলেছে। তার সঙ্গে সঙ্গে এই খারিফ ফসল বিশেষ করে ধান মাঠে সবুজে সবুজ হয়ে গেছে।
পশ্চিমবঙ্গ সরকার দ্বারা ফসলের জন্য প্রত্যেকটি কৃষককে ইন্সুরেন্স করানোর জন্য জোর দেওয়া হয়। প্রত্যেকটি জেলা থেকে শুরু করে প্রত্যেকটি BDO তে কৃষি দপ্তরের দ্বারা গ্রাম পঞ্চায়েত গুলোকে অবগত করানো হয়েছে।
ইতিমধ্যে প্রত্যেকটি গ্রামে বহু কৃষক শস্য বীমা যোজনে নাম নথিভুক্ত করেছে। চলতি বছরে অর্থাৎ ২০২৫ এ খারিফ ফসলের জন্য SBI crop insurance এর মাধ্যমে প্রত্যেকটি কৃষকের ফসল বীমা যোজনা বা শস্য বীমা যোজনা আবেদন নেওয়া হচ্ছে।
শস্য বীমা খারিপ 2025
যদি আপনি একজন কৃষক হয়ে থাকেন এবং আপনি যদি bangla Shasya বীমা প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে আপনাকে একবার হোক একবার টেটাস চেক করে নেওয়া ভালো। কারণ আপনার আবেদনটি সঠিকভাবে পূরণ হয়েছে কিনা। তাছাড়া দেখা গেছে অনেক কৃষক আবেদন করে ফেলে কোন কারণবশত তার আবেদনটি ফেল হয়ে যায়। তাই আপনি আপনার মোবাইলের মাধ্যমে খুব সহজে bangla Shasya status check করতে পারবেন।
Shasya Bima status check 2025
আপনি যদি Shasya bima আবেদন করে থাকেন তাহলে status check করার জন্য কয়েকটি স্টেপ ফলো করলে খুব সহজে আপনি নিজের মোবাইল থেকে পড়তে পারবেন।
প্রথমে আপনি আপনার মোবাইলে যে কোন একটি ব্রাউজার ওপেন করুন
- ব্রাউজারে সার্চ অপশনে টাইপ করুন শস্য বীমা টেটাস চেক বা bangla Shasya bima status check
- সার্চ রেজাল্টের প্রথমের যে ওয়েবসাইটটি আসবে ওখানে ক্লিক করুন
- ক্লিক করার আগে banglashasyabima.net এই ওয়েবসাইটটি দেখে ক্লিক করুন বা এখানে ক্লিক করে যেতে পারেন
- এই ওয়েবসাইটটি সম্পূর্ণ ওপেন হওয়ার পর আপনি প্রথমে খুঁজে বার করুন application status অপশনটি
- এই অপশনটি খুঁজে পাওয়ার পর ক্লিক করুন
- নতুন একটি পেজ ওপেন হবে যেখানে আপনি application ID লেখা ফাঁকা বক্সের মধ্যে আই ডি নাম্বার বসান
- নিচে চেক অপসান এ ক্লিক করুন
- আপনার সামনে আবেদন করা Shasya bima সমস্ত কিছু তথ্য চলে আসবে।
শস্য বীমা যোজনা আপনি যদি আবেদন করে থাকেন এবং স্ট্যাটাস চেক করার প্রবলেম যদি হয়ে থাকে তাহলে আপনি কয়েকটি স্টেপ ফলো করলে খুব সহজে স্ট্যাটাস চেক করতে পারবে।
- এর জন্য প্রথমে আপনি আপনার স্থানীয় কৃষি দপ্তরে যাবেন এবং ওখান থেকে শস্য বীমা আইডি নাম্বার সংগ্রহ করবেন।
- আইডি নাম্বার সংগ্রহ করার পর স্ট্যাটাস চেক করবেন।
- যদি আপনার টেটাস চেক না হয় তাহলে কম্পিউটারের মাধ্যমে খুব সহজে আমি ক্যাডার চেক করতে পারবেন।
- আপনি যদি খুব রিসেন্ট আবেদন করে থাকেন তাহলে আপনাকে একটু অপেক্ষা করতে হবে। এই সময় হাজার হাজার লক্ষ লক্ষ আবেদন হয়ে থাকে। কৃষি দপ্তরের ডাটা বেশি আপলোড করার পর এটাকে ইন্সুরেন্স কোম্পানির ট্রান্সফার করা হয়।
- এর জন্য আপনাকে কমসে কম একমাস অপেক্ষা করতে হয় যাতে সঠিকভাবে আবেদন আবেদন হওয়ার পর তার আইডি নাম্বার আসে।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে শস্য বীমা খারিফ ফসলের জন্য আবেদন কিভাবে করা যায় এবং টেটাস চেক কিভাবে করা হয় তার সমস্ত কি তথ্য জানানো হলো এবং Shasya Bima status check যদি আপনি করে থাকেন তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।

ConversionConversion EmoticonEmoticon