আধার কার্ড ভুল সংশোধন || e-aadhar card app download

আপনার কি আধার কার্ড কোন ভুল রয়েছে বা আপনি আধার কার্ড ভুল সংশোধন করতে চান? এবার থেকে আপনি খুব সহজে আধার কার্ডে যাবতীয় ভুল সংশোধন করতে পারবেন নিজের মোবাইলের মাধ্যমে এবং নানা রকম যাবতীয় রকমের কাজ যেটা "e-aadhar card app download মাধ্যমে আধার কার্ড রিলেটেড আপনি ঘরে বসে ঠিক করতে পারবেন। এই আর্টিকেলের মধ্যে আপনারা আধার কার্ডে কি কি সঠিক করতে পারবেন বা আপনার আধার কার্ডের ভুল সংশোধন কিভাবে করবেন e-aadhar app এর মাধ্যমে তার সমস্ত বিষয়ে জানতে পারবেন।

আধার কার্ড সংশোধ e-aadhar app

বর্তমান আধার কার্ডের যদি আপনি কোন ভুল সংশোধন করাতে চান তাহলে আপনাকে সবচেয়ে প্রথমে জানতে হবে যে কোথায় সংশোধন হচ্ছে এবং তারপরে জানতে হবে সেখানে কবে খোলা থাকে। এছাড়া আপনি সেখানে গেলে কাজটা ঠিকঠাক হবে কিনা তারও একটা সমস্যা থাকে।

 আবার অনেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আধার কার্ড সংশোধন করাতে চায় কিন্তু শুরু হওয়ার আগে সার্ভার টাউনের কারণে তাকে ফিরে আসতে হয়। কোথাও বা আধার কার্ড ভুল সংশোধন করাতে কোথাও বা দুশো টাকা কোথাও বা ৫০০ টাকা আবার কোথাও ৭০০ টাকা পর্যন্ত চার্জ করে।

আরো একটা সমস্যার সম্মুখীন হতে হয় যেটা আপনি আপনার আধার কার্ডের নামের অক্ষর সংশোধন করাতে চাইছেন। সংশোধন করাতে গিয়ে আপনি ঠিকঠাক সংশোধন করে দিয়ে এলেন কিন্তু দেখা গেছে আপনার বাড়িতে এক কি ভুল করে সেই ভুল আধার কার্ডটি ঘরে পৌঁছে গেছে। 

এইরকম নানা সমস্যা অনেক মানুষ করেছে। এবং এই সমস্যার জন্য যারা সংশোধন করাচ্ছে তারা প্রত্যেক মাসে আধার কার্ড কাজ করে এক্সট্রা টাকা চার্জ করে লাখ লাখ টাকা মানুষের কাছ থেকে নিচ্ছে। এর জন্য আধার কার্ড থেকে নতুন কিছু একটা করতে চলেছে। যেটা আপনি জানলে হয়তো খুব উপকৃত হবেন। 

আগামী ডিসেম্বর মাসের মধ্যে UIDAI এর তরফ থেকে নতুন একটি অ্যাপ আনতে চলেছে। যে অ্যাপের মাধ্যমে আপনি আধার কার্ডের সমস্ত রকম কাজ করতে পারবেন। সেটাও আপনার মোবাইলের মাধ্যমে। 

আধার সেন্টারগুলিতে শুধুমাত্র চোখের স্ক্যান এবং ফিঙ্গারপ্রিন্ট ক্যানিং এর ফিচারটি রাখবে না হলে বাকি সব কিছু আপনি আপনার মোবাইল থেকে করতে পারবেন। কিছুদিনের মধ্যে my Aadhar website থেকে নোটিফিকেশন জারি করা হতে পারে।

e-aadhar app ডাউনলোড, আধার কার্ড ভুল সংশোধন, e-aadhar card app download,  জন্মের তারিখ, ফিঙ্গারপ্রিন্ট আপডেট, ঠিকানা পরিবর্তন, ই-আধার অ্যাপ, ইউ আই ডি


ই-আধার অ্যাপ ( e-aadhar app )

আপনি যদি আধার কার্ডের কোন পরিবর্তন করতে চান বা সংশোধন করতে চান তাহলে ই-আধার অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করা উচিত। চলুন তাহলে e-aadhar app মাধ্যমে আপনি কি কি করতে পারবেন এবং কি কি সংশোধন করতে পারবেন তার সম্পূর্ণ নিচের দেওয়া থাকলো।
নাম সংশোধন :

  • e-aadhar app এর মাধ্যমে আপনি আপনার নামের অক্ষর পরিবর্তন করতে পারবেন
  • আপনার টাইটেল ও চেঞ্জ করতে পারবেন
  • সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আপনাকে কয়েকটি তথ্য জমা দিতে পারে, সেটা আপডেটের পর বোঝা যাবে
বয়স সংশোধন :
  • আধার কার্ডের মধ্যে যদি আপনার বয়স কম থাকে আপনি বাড়াতে পারবেন
  • যদি কম বয়স থাকে তাহলে বাড়াতে পারবেন
  • তার জন্য আপনার সঠিক বয়সের ডকুমেন্ট সাপোর্টিং হিসেবে জমা করতে হবে
ঠিকানা পরিবর্তন :
  • যদি আপনি আপনার জায়গা পরিবর্তন করে থাকেন এই অ্যাপের মাধ্যমে আপনার ঠিকানা পরিবর্তন করতে পারবেন
  • যেমন আপনি যদি মেদিনীপুরে থাকেন সেটা আপনি খুব সহজে বাঁকুড়া বীরভূম বা যেকোনো জায়গার করতে পারেন
  • এছাড়া আপনি আমার আপনার গ্রামের নাম পরিবর্তন করতে পারেন
  • ঠিকানা পরিবর্তনের যেকোনো সমস্যার জন্য আপনি এই অ্যাপের মাধ্যমে সবকিছু পরিবর্তন করতে পারেন।
  • এর জন্য সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে যেই এলাকায় নতুন বসবাস করছেন ওই এলাকার গ্রাম পঞ্চায়েত বা ভিডিও অফিসে গিয়ে একটি সার্টিফিকেট সংগ্রহ করতে হবে।
  • এছাড়া আরো কয়েকটি হয়তো ডকুমেন্ট লাগতে পারে। সেটা আপডেটের পর জানা যাবে।
ফিঙ্গারপ্রিন্ট :
  • এই অ্যাপের মাধ্যমে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট আপডেট করাতে পারবেন না
  • এর জন্য আপনাকে আপনার নিকটবর্তী কোন আধার সেন্টার বা ব্যাংক অফিসে গিয়ে এটা ঠিক করাতে পারেন

জন্মের তারিখ সংশোধন :
  • যদি আপনার জন্মের তারিখ সংশোধন করতে চান তাহলে আপনি খুব সহজে e-aadhar app মাধ্যমে করতে পারে
  • সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আপনাকে জন্মের শংসাপত্র জমা করতে হবে
  • এছাড়া যদি স্কুল সার্টিফিকেট থাকে সেটাও জমা করতে পারেন
ছবি পরিবর্তন :
  • আপনার আধার কার্ড ছবি যদি ভালো না লেগে থাকে সেটা আপনার মোবাইলের মাধ্যমে খুব সহজে চাই পরিবর্তন করতে পারবেন
  • এর জন্য আপনাকে ১০০ কেবির মধ্যে পাসপোর্ট সাইজ ফটো মোবাইলে সেভ করে রাখতে হবে
  • পরিবর্তন করার সময় আপনি ওই পাসপোর্ট সাইজের ফটোটি কে আপলোড করবেন
  • ফটো আপলোড করার আগে পরিষ্কারভাবে ফটোটি তুলবেন
ই-আধার অ্যাপে কি কি করা যাবে না :
আপনি e-aadhar app এরমধ্যে যে সমস্ত কাজগুলো করতে পারবেন না বা ঠিক করা যাবে না সেগুলো আপনি আপনার স্থানীয় আধার সেন্টারে গিয়ে করতে পারেন।
  • ফিঙ্গারপ্রিন্ট আপডেট
  • চোখের রেটিনা স্ক্যান
এই দুটো আপনি অ্যাপের মাধ্যমে করতে পারবেনা 

e-aadhar app ডাউনলোড 

যদি আপনি ই-আধার অ্যাপ ডাউনলোড করতে চান তাহলে বর্তমান এই অ্যাপটি তৈরি করার কাজ চলছে। যখন তৈরি হয়ে যাবে আপনি আধার কার্ড ওয়েবসাইট বা my aadhar app ওয়েবসাইট থেকে খুব সহজে ডাউনলোড করতে পারবেন।
আশা করা যাচ্ছে এই বছরের ডিসেম্বর মাসের মধ্যে এই অ্যাপটি পাবলিক ইউজ করতে পারবে বলে আশা করা যাচ্ছে।

আশা করি আপনারা বুঝতে পেরেছেন ই আধার অ্যাপ বা e-aadhar app মাধ্যমে কি কি কাজ করতে পারবেন বা কি কাজ করতে পারবেন না তার সম্পূর্ণ বিষয়ে বা আধার কার্ডের সম্বন্ধে সমস্ত কিছু ভুলতে পারলে। যদি এই আর্টিকেলটি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন।





Previous
Next Post »