হটাৎ রেশন কার্ড বাতিল হতে চলেছে কেন কাদের || Ration card cancellation reason

 আপনার কি রেশন কার্ড আছে বা আপনার পরিবারে সবাই রেশন পাচ্ছে, সাবধান সামনের মাস থেকে আপনার "Ration card cancel" হতে চলেছে। আজকে এই আর্টিকেলে আপনি জানতে পারবেন কেন আপনার রেশন কার্ড বন্ধ হবে বা কি কারণে বন্ধ হবে, এর উপায় কি, আপনার রেশন কার্ড বন্ধ হয়ে গেছে আপনি জানবে কি করে তার সমস্ত কিছু জানতে পারবেন।

রেশন কার্ড বাতিল কেন?

কিছুদিনের মধ্যে গোটা ভারতবর্ষে কয়েক কোটি Ration card  বন্ধ হতে চলেছে। এই রেশন কার্ড বন্ধ হয়নি জল্পনা সৃষ্টি হয়েছে প্রত্যেকটি রাজ্যে। প্রত্যেকরে বাড়িতে প্রায় সবার কাছে একটি করে রেশন কার্ড হয়েছে এবং অনেকে এই রেশন কার্ডটি আইডেন্টি কার্ড হিসেবে ব্যবহার করে।

 বর্তমান ভারত সরকার জানিয়ে দিল Ration card কোন আইডেন্টি কারা নয় এটা শুধুমাত্র খাদ্য সুরক্ষা যোজনা মাধ্যমে রেশন পেতে পারে। সামনের মাস থেকে রেশন কার্ড আইডেন্টি কার্ডে আকার আর থাকবে না। অনেক মানুষের বা অনেক পরিবারের এই রেশন কার্ড বাতিল হতে চলেছে। 

অনেক পরিবার রয়েছে যারা আর্থিক অবস্থার দিক থেকে অনেক বড়। এছাড়া তাদের ব্যাংক ব্যালেন্স প্রচুর রয়েছে, গাড়ি রয়েছে, বাড়ি রয়েছে, কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে, ইনকাম ট্যাক্স দেয়, এক কথায় বলা যেতে পারে তাদের রেশন পাওয়ার যোগ্য নয় এমন ব্যক্তিদের Ration card cancellation হতে চলেছে। 

ভারতবর্ষে অনেক পরিবার রয়েছে অনেক গরীব এবং দিন আনতে পান্তা ফুরায় অবস্থা। এই অবস্থায় যদি প্রত্যেকটি মানুষ রেশন পায় তাহলে ভারত সরকারের তহবিলে অনেকটা চাপ পড়ে যায় এবং যারা ন্যায্যপ্রাপ্ত তাদের রেশন পেতে অসুবিধা হয়। যদি কোনদিন তাদের রেশনের পরিমাণ বাড়াতে হয় তাহলে অনেক প্রবলেমে পড়তে পারে কেন্দ্র সরকার। এই পরিস্থিতিতে ভারত সরকারের বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে। 

রেশন কার্ড বাতিল, Ration card cancellation reason, check ration card status, wbpds ration, ration card update, রেশন বাতিল, রেশন বন্ধ, পশ্চিমবঙ্গ খাদ্য


রেশন কার্ড বাতিল হওয়ার কারণ কি? (Ration card cancellation reason)

রেশন কার্ড বাতিল হওয়ার অনেক রকম কারণ রয়েছে সেই কারণগুলি একটি একটি করে নিচে দেওয়া পয়েন্টগুলি দেখতে পারেন। 

আর্থিক অবস্থা : 

  • আপনার যদি অতিরিক্ত পরিমাণের আর্থিক অবস্থা রয়েছে 
  •  প্রতিবছর অনেক টাকা করে লেনদেন করেন 
  • আপনার গাড়ি রয়েছে 
  • বাড়ি রয়েছে 
  • লক্ষ লক্ষ টাকা ব্যাংক রয়েছে 

ইনকাম ট্যাক্স : 

  • আপনি যদি প্রতিবছর ইনকাম ট্যাক্স ফাইল করে থাকেন তাহলে কিন্তু আপনি রেশন পাওয়া থেকে বঞ্চিত থাকবে 

শেয়ার মার্কেটিং ইনভেস্ট :

  • আপনি যদি শেয়ার বাজারে ইনভেস্ট করে থাকেন তাহলে কিন্তু আপনি রেশন থেকে পঞ্চাশ রাখতে পারেন। 

যানবাহন :

  • আপনার যাতায়াতের জন্য পার্সোনাল গাড়ি যদি থাকে 
  •  আপনার কোন ট্রাভেল ব্যবসা থাকে তাহলে কিন্তু আপনি রেশন পাওয়া থেকে বঞ্চিত থাকবে।
  • ব্যবসার মাধ্যমে আপনি অনেকগুলো গাড়ি কিনে কাজে থাকেন তাহলে ও আপনার রেশন কার্ড বাতিল পারে 

রেশন কার্ড বন্ধ জানবেন কি করে ?

রেশন কার্ড বন্ধ এর জানার উপায় তিন 'রকম আছে। এই তিন রকম উপায় আপনি খুব সহজে আপনার রেশন কার্ড বন্ধ হয়ে গেছে কিনা খুব সহজে চেক করতে পারে।

অনলাইন পদ্ধতি : 

আপনি যদি জানতে চান আপনার রেশন কার্ড বন্ধ হয়ে গেছে কিনা তাহলে অনলাইনের মাধ্যমে নিজের মোবাইল থেকে চেক করতে পারেন। চেক করার জন্য নিচের স্টেপগুলি ফলো করুন। 

রেশন কার্ড বাতিল, Ration card cancellation reason, check ration card status, wbpds ration, ration card update, রেশন বাতিল, রেশন বন্ধ, পশ্চিমবঙ্গ খাদ্য


  • যেকোনো ব্রাউজার এ গিয়ে সার্চ বাড়ে টাইপ করুন check ration card status 
  • সার্চ বাটনে ক্লিক করুন 
  • সার্চ রেজাল্টে অনেকগুলো পশ্চিমবঙ্গ সরকার দ্বারা এবং ভারত সরকার দ্বারা চালিত ওয়েবসাইট আসবে। 
  • এর মধ্যে আপনি wbpds.wb.gov.in ওয়েব সাইটে দেখে ক্লিক করুন এটা পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সাথী প্রকল্পের ওয়েবসাইট 
  • অথবা এই wbpds. Wb .gov .in সরাসরি এখানে ক্লিক করেও আপনি পৌঁছে যাবেন। 
  • নতুন একটি পেজ ওপেন হলে এখানে দেখতে পাবেন রেশন কার্ড নাম্বার এর জায়গায় আপনার রেশন কার্ড না আমার বসান 
  • নিচের সঠিকভাবে ক্যাপচা ফিল করবেন 
  • নিচের সার্চ বটনে ক্লিক করুন 
  • দেখতে পাবেন আপনার রেশন কার্ড টি একটিভ আছে বা ডিএক্টিভ হয়ে গেছে তার সমস্ত কিছু তথ্য জানতে পেরে যাবেন 

SMS এর মাধ্যমে জানার উপায় :

  • যদি আপনার রেশন কার্ড বন্ধ হয়ে যায় তাহলে আপনার রেশন কার্ডের লিংক করা মোবাইল এসএমএস বক্স দেখুন 
  • যদি আপনার রেশন কার্ড বন্ধ হয়ে গেছে তাহলে খাদ্য দপ্তর থেকে এসএমএস পাঠানো অলরেডি হয়ে গেছে সেখান থেকে আপনি জানতে পারবেন।

রেশন ডিলার : 

  • সবচেয়ে সুবিধার কাজ বা আপনার রেশন কার্ড বাদ হয়ে গেছে কিনা জানার সবচেয়ে ভালো উপায় হলো আপনার স্থানীয় রেশন ডিনারের কাছে যান। 
  • সেখান থেকে আপনি সব তথ্য পেয়ে যাবেন। 
  • এছাড়া আপনার স্থানীয় ভিডিও অফিসে গিয়ে খাদ্য দপ্তর থেকেও জিজ্ঞেস করে নিতে পারেন আপনার রেশন কার্ড বন্ধ হয়ে গেছে কিনা।

বন্ধ হওয়ার রেশন কার্ড শুরু করার উপায় কি? 

যদি আপনার রেশন কার্ডে বন্ধ হয়ে যায় এবং ওই কার্ডটি পুনরায় শুরু করার জন্য কয়েকটি পদক্ষেপ গ্রহণ করলে হয়তো আপনার রেশন কার্ডটি পুনরায় শুরু হতে পারে। এর জন্য কয়েকটি স্টেপ ফলো করুন নিচে দেওয়া। 

  • প্রথমে আপনাকে জানতে হবে আপনার রেশন কার্ডটি কেন বন্ধ হয়ে গেছে 
  • যদি কেওয়াইসি জনিত কারণে বন্ধ হয়ে যায় তাহলে কেওয়াইসি পূর্ণ করার জন্য আধার কার্ড সমেত যাবতীয় তথ্য আপনাকে জমা করতে হবে 
  • যদি আধার কার্ডের লিংক না থাকে তাহলে আপনি লিঙ্ক করিয়ে নিতে পারেন 
  • যদি আপনার রেশন তুলতে গেলে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ না করে তাহলে আপনি আপনার আধার কার্ডের ফিঙ্গারপ্রিন্ট আপডেট করান তারপর পুনরায় আপনি খাদ্য দপ্তরে গিয়ে আপডেট করাতে পারেন। 
  • আপনার যদি উপরের দোয়া কয়েকটি কারণ ছাড়া অন্য কোন কারণে রেশন কার্ড বন্ধ হয়ে যায় তাহলে চালু করা প্রায় অসম্ভব। 
  • নতুন নিয়ম অনুযায়ী যদি আপনার রেশন কার্ড বন্ধ করেছি তাহলে শুরু করা প্রায় অসম্ভব। 

আশা করি আপনারা এই আর্টিকেলটি পুরো পড়েছেন। যদি এই আর্টিকেলটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান এবং নিজের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে পারেন।


Newest
Previous
Next Post »