পিএম কিষান ২১ তম কিস্তি কবে দেবে || pm Kisan Yojana 21th installment Date

আপনি কি আগাম পিএম কিষান ২১ তম কিস্তি জন্য অপেক্ষা করছেন বা pm Kisan Yojana 21th installment কবে পাবে জানেন? চলুন তাহলে আজকের জেনে নিতে পারবেন পিএম কিষান যোজনা ২১তম কিস্তি কবে দেবে এবং কেন "pm Kisan 21th installment" কবে দেবে তার সম্পূর্ণ তথ্য এই আর্টিকেলের মধ্যে জানতে পারবে।

পিএম কিষান ২১ তম কিস্তি

যদি আপনি একজন কৃষক হয়ে থাকেন এবং অবশ্য আপনি পিএম কিষান যোজনায় আবেদন করেছেন। আপনারা pm Kisan Yojana আবেদন করে প্রতিবছর তিন কিস্তি করে টাকা পাচ্ছে।
ভারতের প্রত্যেকটি কৃষক তিন কিস্তি টাকা পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে। কারণ এই টাকা পেলে অনেক ছোট গরিব কৃষক রয়েছে তারা এর মাধ্যমে নানান রকম জৈব রাসায়নিক এবং কীটনাশক ঔষধ কিনে কৃষি কাজে ব্যবহার করে প্রচুর পরিমাণে ফল ন বৃদ্ধি করে ‌। ফলন বৃদ্ধি হওয়ার কারণে কৃষকরা দু'মুঠো ভালোভাবে খেতে পারে এবং কিছু আনাজ বিক্রি করে তারা মুনাফা অর্জন করে। 

ভারতবর্ষে তিন ধরনের মরশুমে চাষাবাদ বেশিরভাগ হয়। ভারত সরকার ভালোভাবে পর্যবেক্ষণ করে বছরে তিনবার পিএম কিষান এর টাকা দেয়। তিনবার টাকার দোয়ার জন্য প্রত্যেকটি কৃষক বা যারা ছোট কৃষক তারা কিন্তু তাকিয়ে থাকে এই টাকার দিকে। ভালোভাবে চাষাবাদ করার জন্য এবং নিত্যনতুন বীজ সংগ্রহ করার জন্য। 

পিএম কিষান কিস্তি চেক :

অন্যান্য বারের ন্যায় বর্তমান pm Kisan Yojana দেওয়ার জন্য অনেকটা কিন্তু দেরি রয়েছে। গত দু'মাস আগে পিএম কিষানের রিলিজ করেছিল কুড়ি নম্বর কিস্তি। পিএম কৃষানের ২১তম কিস্তি দেওয়ার তারিখ যেটা রয়েছে আগামী ডিসেম্বর মাসে। কিন্তু ভারত সরকার আগাম পিএম কিষানের টাকা দেওয়ার কথা কিন্তু ঘোষণা করেছে। পিএম কিষান কিস্তি চেক করলে বুঝতে পারবেন 

গত কয়েকদিন আগে প্রধানমন্ত্রীর ভাষণে তিনি বিবৃতি দিয়েছেন pm Kisan 21th installment খুব তাড়াতাড়ি রিলিজ করবে। এছাড়া পিএম কিষান অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এখনো পর্যন্ত তেমন কিছু আপডেট দেয়নি। 

পিএম কিষান ২১ তম কিস্তি কবে দেবে, pm Kisan Yojana 21th installment Date, পিএম কিষান কিস্তি, পিএম কিষান টাকা কবে দেবে pm Kisan update, Kisan Samman


আপনারা নিশ্চয়ই জানেন প্রধানমন্ত্রী তিনি যা বলেন সেটা কিন্তু করে তাই হয়তো পিএম কিষানের ২১তম কিস্তি দেওয়ার আগে এর অফিসিয়াল ওয়েবসাইট তাকে ঠিকঠাকভাবে সাজানোর জন্য একটু টাইম নেই।

Pm Kishan 21th installment status check

আপনি যদি পিএম কিষানের ২১তম টেটাস চেক করতে চান তাহলে এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারেন। আপনি কম্পিউটার বা আপনার মোবাইলের মাধ্যমে চেক করার জন্য প্রথমে আপনাকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে।

  • সার্চ বারে টাইপ করুন pmkisan লিখে সার্চ দিন
  • সার্চ দেওয়ার পর আপনার সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে
  • রেজাল্টের প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটা pmkisan.gov.in এই লিংকটি দেখে ক্লিক করুন বা এখানে ক্লিক করে যেতে পারেন
  • আপনি এর অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে এখানে খুঁজে বার করুন know your status এই অপশনটি
  • know your status এই অপশনটিতে ক্লিক করুন
  • আপনার সামনে আরো একটি নতুন উইন্ডোর ওপেন হয়ে যাবে
  • এখানে খুঁজে বার করুন inter registration number এবং খুঁজে আপনার পিএম কিষান রেজিস্ট্রেশন নাম্বারটি ফাকা বক্সে বসান
  • আপনি যদি রেজিস্ট্রেশন নাম্বারটি না পেয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করে আপনি রেজিস্ট্রেশন নাম্বার কি করে পাবেন তার ভুল প্রসেস দোয়া আছে দেখে নিতে পারেন
  • ক্যাপচা সঠিকভাবে পূরণ করুন পাশের ফাঁকা বক্সে
  • নিচে get OTP অপশন দিতে ক্লিক করুন
  • ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে নতুন একটি অপশন চলে আসবে আপনার মোবাইলে আসা ওটিপি ফাঁকা বক্সটির মধ্যে বসাবে
  • এরপর নিচে সাবমিট বাটনে ক্লিক করুন
  • আপনার সম্পূর্ণ তথ্য চলে আসবে এবং এখানে অটোমেটিক যদি ২১তম কিস্তির অপশনটি যদি চলে আসে তাহলে আপনি টাকা পাবেন
যদি আপনার এখানে কোন অপশন না থাকে তাহলে আপনি ২১তম কিস্তি থেকে বঞ্চিত থাকতে পারেন।
আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং এই তথ্যটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে পারেন এবং আপনি নিজে খুব সহজে পিএম কিষান২১ তম কিস্তি সমস্ত কিছু তথ্য জানতে পারবেন।





Newest
Previous
Next Post »