ই-শ্রম কার্ডের ৩০০০ টাকা সুবিধা কিভাবে পাবে || How to get 3000 benefits E-Shram Card

 আপনি কি "e-shram card" এর জন্য আবেদন করেছিলেন এবং আপনার মোবাইলে প্রতিমাসে তিন হাজার টাকা পাওয়ার জন্য ইশ্রম থেকে কোন মেসেজ এসেছিল? আজকে আপনি জানতে পারবেন e-shram card থাকলে কি কি সুবিধা গুলো পাবেন এবং মাসে ৩০০০ টাকা করে কিভাবে পাবেন, এছাড়া ই-শ্রম কার্ডের সুবিধা কি কি হয়েছে এই আর্টিকেলের মধ্যে জানতে পারবে। 

 ই-শ্রম কার্ড (e-shram card)

গত কয়েক বছর আগে আপনারা জানেন মহামারী পুরো বিশ্বকে কর্মহীন করে দিয়েছিল এবং 2020-21 সালে কর্মহীন হয়ে অনেক মানুষ বাড়িতে বেকার হয়ে গিয়েছিল। ওই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দেখতে চেয়েছিল ভারতবর্ষে কতজন মানুষ তারা বিভিন্ন রাজ্যে গিয়ে কাজ করছে এবং ওই সময় সমস্ত Unorganised labour যাতে সঠিকভাবে গণনা করা যায় তার জন্য একটি পোটাল তৈরি করে যার নাম e-shram

এই ই-শ্রম এর মাধ্যমে ভারতের যারা সরকারি বা বেসরকারি সেক্টরে কাজ করে না, যারা পেনশন এর সুবিধা নেই বা বিভিন্ন স্থায়ী সংস্থায় কাজ করে না সেই সমস্ত ব্যক্তি e-shram আবেদন করতে পারবে। জুতা সেলাই থেকে শুরু করে স্বর্ণ শিল্পী পর্যন্ত সমস্ত মানুষ এতে আবেদন করতে পারবে। সাথে একই থাক ছাতার তলায় সমস্ত স্তরের মানুষদের এই পোর্টালে আবেদন করতে পারে।

ই-শ্রম কার্ডের,  3000 টাকা সুবিধা কিভাবে পাবে || How to get 3000 benefits E-Shram Card, Unorganised labour, ইশ্রম কার্ডের সুবিধা, benefits, ইন্সুরেন্


ভারত সরকার সমস্ত ইশ্রাম আবেদনকারীদের নানান রকম সুবিধার আওতায় আনার জন্য অনেক রকম ক্রিম তৈরি করেছে যার মাধ্যমে আপনি সরাসরি এর লাভ নিতে পারেন। আজকে এই আর্টিকালের মধ্যে আপনি জানতে পারবেন কি কি সুবিধা পাবেন এবং ৩০০০ টাকা কি করে পাবেন প্রতি মাসে এর সমস্ত বিষয় জানতে পারবেন। 

ইশ্রম কার্ডের সুবিধা ? 

স্বাস্থ্যপরিসেবা : health

বিনা খরচায় চিকিৎসা করার জন্য ভারত সরকার দ্বারা যোজনা শুরু করেছে যার নাম আয়ুষ্মান ভারত যোজনা 

  • প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা 
  • প্রধানমন্ত্রী মাত্রু বন্দনা যোজনা 
  • আয়ুষ্মান ভারত যোজনা

Insurance বা বিমার সুবিধা :

প্রধানমন্ত্রী গরিব মানুষের জন্য বীমা বা insurance scheme নিয়ে এসেছে যেটা আপনি আবেদন করলে ফ্রিতে সুবিধা পেতে পারেন।

  • প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা 
  • প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বীমা যোজনা ।

পেনশন স্কিম বা pension Yojana :

আপনি যদি এখন থেকে কিছু কিছু করে সঞ্চয় করে ভারত সরকারের দ্বারা পেনশন স্কিমে জমা করেন তাহলে আপনি ৬০ বছরের পরে আপনাকে প্রতি মাসে পেয়েছেন হিসেবে টাকা পেতে পারেন এর জন্য কয়েকটি স্কিম তৈরি করেছি। 

  • ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম 
  • ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইন্ডো পেনশন স্কিম 
  • ইন্দিরা গান্ধ ন্যাশনাল ডিসাবিলিটি স্কিম
  • প্রধানমন্ত্রী শ্রম যগি মানধন যোজনা 

Credit এর সুবিধা : 

যদি আপনি ছোট-বড় যে কোন ব্যবসা করতে চান তাহলে প্রধানমন্ত্রীর দ্বারা দুইখানা যোজনা তৈরি করেছে সেগুলো হল 

  • প্রধানমন্ত্রী ট্রিট ভেন্ডর আত্মনির্ভর যোজনা 
  • প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা বা NFDP

আবাস তৈরি সুবিধা : 

যদি আপনার কোন ঘর না থাকে বা কুঁড়ে ঘরে থাকেন তাহলে আপনি আবাস যোজনার মাধ্যমে ঘর পেতে পারেন। এর জন্য দুই ধরনের যোজনা প্রধানমন্ত্রীর দ্বারা চলছে ।

  • প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ 
  • প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর 

খাদ্য নিরাপত্তা যোজনা : 

  • ফুড সিকিউরিটি যোজনা বা খাদ্য নিরাপত্তা যোজনা মাধ্যমে আপনি আপনার এলাকায় খাদ্য নিরাপত্তা করার জন্য সরকার দ্বারা এর লাভ পেতে পারেন। 
  • এর জন্য আপনাকে আপনার স্থানীয় খাদ্য নিরাপত্তা বা ফুড সিকিউরিটি অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। 

কর্মসংস্থান যোজনা :

এই প্রকল্পের মাধ্যমে আপনি সরকার দ্বারা কাজ পেতে পারেন। এর জন্য আপনাকে আবেদন করতে হবে। দুই ধরনের সরকারি স্কিম চালানো হচ্ছে 

  • MGNREGA বা আমরা সাধারণ ভাষায় বলি ১০০ দিনের কাজ 
  • দীন দয়াল অন্তর্দয় যোজনা বা ন্যাশনাল আরবান লিভিং গুড মিশন 

ইশ্রাম কার্ড থাকলে 3000 টাকা কিভাবে পাবে?

যদি আপনি একজন পরিযায়ী শ্রমিক হয়ে থাকেন এবং আপনি ইশ্রাম কার্ডের জন্য আবেদন করে থাকেন তাহলে আপনি তিন হাজার টাকা করে প্রতিমাসে পেতে পারেন। এর জন্য আপনাকে প্রথমে প্রধানমন্ত্রী মান ধন পেনশন যোজনা এবং অটল পেনশন যোজনা আবেদন করতে হবে। 

সুবিধা কি রয়েছে :

  • প্রতিমাসে এক থেকে তিন হাজার টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন 
  • আপনি মারা যাবার পর আপনার স্ত্রী আপনি যে টাকা পেতেন তার অর্ধেক টাকা করে প্রতি মাসে পাবেন। 

 কারা আবেদন করতে পারে :

  • ১৮ বছর বয়স থেকে ৪০ বছর পর্যন্ত যে কোন ব্যক্তি এই যোজনা অংশগ্রহণ করতে পারে।

কোথায় আবেদন করবে :

  • যেকোনো ব্যাংকে গিয়ে আপনি আবেদন করতে পারেন
  • এদের জন্য ওই ব্যাংকে আপনার সেভিং বা জিরো অ্যাকাউন্ট থাকতে হবে 

কবে থেকে পেনশন পাবেন :

  • আপনার বয়স যখন ৬০ বছরের উর্ধ্বে হয়ে যাবে তারপর থেকে আপনি পেনশনের সুবিধা পাবেন 
  • এই সুবিধা আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত পেতে পারেন। 

আশা করি আপনারা e-shram থাকলে কি কি সুবিধা পাবেন এবং এতে আবেদন করবে আপনার কি কি সুবিধা গুলো হবে তার সমস্ত কিছু তথ্য এই আর্টিকেলের মধ্যে জানতে পারবেন । আশা করি আপনারা বুঝতে পেরেছেন সমস্ত ব্যাপার। যদি এই আর্টিকেলটি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানাতে পারবেন।

Previous
Next Post »