আপনার কি প্যান কার্ড রয়েছে বা আপনি "PAN card" এর সুবিধা ও অসুবিধা ব্যাপারে সব কিছু জানেন? চলুন তাহলে আজকে আপনাদের প্যান কার্ডে Advantages and Disadvantages ব্যাপারে সমস্ত কিছু তথ্য এই আর্টিকেলের মধ্যে আপনাকে শেয়ার করব। যাতে আপনি সাবধানতা অবলম্বন করতে পারেন এবং এর সুবিধা জানলে আপনি খুশি অনুভব করতে পারেন।
প্যান কার্ড ( PAN card )
বর্তমান ভারতের কৃষক থেকে শুরু করে এক বিজনেসম্যান পর্যন্ত প্রায় প্রত্যেকের কাছে প্যান কার্ড একটি করে রয়েছে। অনেক ব্যক্তি রয়েছে যারা এখনো পর্যন্ত প্যান কার্ড বানায়নি এবং অনেক ব্যক্তি রয়েছে যাদের একের বেশি প্যান কার্ড রয়েছে। Income tax department of India গত কয়েক বছর আগে কয়েক লক্ষ প্যানকার বাতিল করেছে যাদের একটার বেশি প্যান কার্ড রয়েছে। ইনকাম ট্যাক্স ফাঁকি দিতে অনেক মানুষ এর দূর ব্যবহার ও করেছে।
Income tax department of India এটা সঠিকভাবে পর্যবেক্ষণ করেছে এবং যারা ইনকাম ট্যাক্স ফাকি দেওয়ার জন্য একের বেশি প্যান কার্ড ব্যবহার করত তাদের প্যান কার্ড ব্লক করে দেয়া হয়েছে। তাই আপনাকে অবশ্যই জানা দরকার এর সঠিক ব্যবহার কিভাবে ব্যবহার করা যায়। তাছাড়া অনেক মানুষ রয়েছে যারা প্যানকারকে দূর ব্যবহার করে।
আপনার প্যান কার্ড কে সঠিক রাখতে বা সেফ রাখতে আপনাকে কি কি করা উচিত এবং এর সুবিধা এবং অসুবিধার ব্যাপারে আপনাকে অবগত থাকা অবশ্য প্রয়োজন রয়েছে।
কোন ব্যক্তির যদি বছরে আয় একটা লিমিটের বেশি হয়ে থাকে তাহলে ওই ব্যক্তিকে ইনকাম ট্যাক্স আওতায় আসার জন্য প্যান কার্ডের অবশ্যই দরকার রয়েছে। তাছাড়া বেশি লেনদেন থেকে শুরু করে নানান রকম ব্যবহারে প্যান কার্ডের ব্যবহার অতুলনীয়।
চলুন তাহলে আজকে জেনে নেওয়া যাক PAN card এর সুবিধা ও অসুবিধা কিছু তথ্য যাতে আপনি প্যান কার্ডকে সঠিক ব্যবহার করে শিখতে পারবেন এবং আপনাকে প্যান কার্ডের সঙ্গে যেসব কাজ করা যাবে না সেগুলো থেকে অবগত থাকতে পারবে।
প্যান কার্ডের সুবিধা : advantage
আর্থিক লেনদেনের সুবিধা :
- আপনার নতুন bank account খোলার জন্য ব্যবহার করতে পারেন
- নতুন এলপিজি gas connection এর জন্য প্রয়োজন
- লিমিটের বেশি আর্থিক লেনদেনের জন্য অবশ্য দরকার
- বড় এমাউন্টের টাকা যদি আপনি লেনদেন করেন তাহলে অবশ্যই প্যান কার্ড ব্যবহার করতে হবে
- আয়কর রিটার্ন পাওয়ার জন্য আপনাকে প্যান কার্ড ব্যবহার করতে হবে।
- আয়কর বিভাগ আপনার গোপন transaction বা ওপেন ট্রানজেকশন সমস্ত কিছু প্যান কার্ডের দ্বারা ট্র্যাক করতে পারে
- আপনার যদি কোন small business থাকে অথবা যে কোন বড় ব্যবসা থাকে তাহলে আপনাকে প্যান কার্ড একখানা বানিয়ে নিও অবশ্যই দরকার রয়েছে।
- ব্যবসায়ী গত আর্থিক transaction জন্য প্যান কার্ডের ব্যবহার অতুলনীয়
আপনি যেমন প্যান কার্ডের সুবিধা পেয়ে থাকেন তেমন এর অনেক রকম অসুবিধা রয়েছে যেগুলো আপনাকে জানা অবশ্য দরকার রয়েছে। চলুন তাহলে প্যান কার্ডের অসুবিধা গুলি জেনে নেওয়া যায়।
চুরি ও আর্থিক জালিয়াতি :
- আপনার প্যান কার্ড যদি চুরি হয়ে যায় এবং এই চুরি হওয়া PAN card প্রতারকের হাতে পড়ে।
- আপনার প্যান কার্ডের মাধ্যমে credit card থেকে শুরু করে ঋণ নেওয়া পর্যন্ত যেকোনো আর্থিক লেনদেনের কাজ করতে পারে এর জন্য আপনি অনেক ঋণগ্রস্ত হতে পারেন এবং financial ক্ষতিপূরণের শিকার হতে পারে।
Banking এর অসুবিধা :
- যদি আপনার প্যান কার্ড না থাকে তাহলে আপনি ভারতবর্ষের যে কোন ব্যাংকে একাউন্ট খুলতে অসুবিধা সম্মুখীন হতে পারে।
- নির্দিষ্ট অ্যামাউন্ট বা লেনদেন বেশি হলে আপনি লেনদেন সহজে করতে পারবেন না।
- আপনি কোন ব্যাংক থেকে বা কোন সংস্থা থেকে ঋণ যদি নিতে চান তাহলে আপনাকে PAN card অবশ্য দিতে হবে না হলে আপনি সহজে ঋণ পাবেন না।
- আপনার প্যান কার্ডে যে পার্সোনাল তথ্যগুলি দেওয়া থাকে সেগুলো জালিয়াতির শিকার হলে তথ্যের অপব্যবহার হতে পারে।
- আপনি যদি যেকোন stock market টাকা বিনিয়োগ করতে চান অথবা mutual fund এর টাকা বিনিয়োগ করতে চান দুটো ক্ষেত্রে আপনি প্যান কার্ড ছাড়া বিনিয়োগ করতে পারবেন না।
- এইসবে বিনিয়োগ করতে গেলে আপনাকে অবশ্য প্যান কার্ড আপলোড করতে হবে বা PAN card দিতে হবে।
ConversionConversion EmoticonEmoticon