আপনি কি সমশ্রী প্রকল্পে আবেদন করে ফেলেছেন এবং তার এই প্রকল্পে স্ট্যাটাস চেক করতে চাইছেন? এই আর্টিকেলের মধ্যে আপনারা খুব সহজে নিজের মোবাইলের মাধ্যমে কিভাবে "shramashree prakalpa status check" এটা চেক করবেন তার সম্পূর্ণ পদ্ধতি জানতে পারবেন।
সমশ্রী প্রকল্প স্ট্যাটাস চেক
আমাদের পশ্চিমবঙ্গে এখন বহু জায়গায় দুয়ারে সরকার চালু হয়ে গেছে। এখনো পর্যন্ত অনেক পরিযায়ী রয়েছে সমশ্রী প্রকল্পে আবেদন করতে পারেনি বা পরিযায়ী শ্রমিকের জন্য আবেদন করতে পারেনি। দুয়ারে সরকারের মাধ্যমে তারা আবেদন করার জন্য চেষ্টা করছে এবং অনেকে আছে যারা আবেদন করে ফেলেছে।
এছাড়া বহু মানুষ যারা বাইরে কাজ করতেন এবং পরিযায়ী শ্রমিকের জন্য ২০২৩ সালে আবেদন করে ফেলেছে তারা বর্তমান shramashree prakalpa অনলাইন মাধ্যমে আবেদন করে ফেলেছে। কিন্তু টেটাস কিভাবে চেক করবে এখনও পর্যন্ত বুঝে উঠতে পারছি না। এছাড়া আপনি পরিযায়ী শ্রমিক তার জন্য যে আবেদন করেছেন তার ও স্ট্যাটাস চেক করতে পারছেন না।
সমশ্রী প্রকল্প মোবাইল থেকে টেটাস চেক
আপনি চাইলে খুব সহজে আপনার মোবাইলের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের স্ট্যাটাস চেক এবং সমশ্রী প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারেন। এছাড়া shramashree prakalpa স্ট্যাটাস চেক করার জন্য একটি অ্যাপ লস করা হয়েছে এবং এর অফিসিয়াল ওয়েবসাইট আগের চেয়ে অনেকটা উন্নত করে ফেলেছে। এর জন্য খুব সহজে আপনি কিন্তু সমশ্রী প্রকল্প স্ট্যাটাস চেক খুব সহজে করতে পারবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক আপনার মোবাইলের মাধ্যমে কিভাবে আপনি shramashree prakalpa status check করতে পারবেন তার সম্পূর্ণ পদ্ধতি জানতে পারবেন।
shramashree prakalpa status check কিভাবে করবেন?
আপনি যদি shramashree prakalpa নাম নথিভুক্ত করে ফেলেছেন এবং এর status check করতে চাইছেন তাহলে প্রথমে আপনাকে আপনার মোবাইলের মাধ্যমে যে কোন একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে।
ব্রাউজার ওপেন করে সার্চ বারে টাইপ করুন karmasathi লিখে সার্চ দিন
কোথায় স্ট্যাটাস দেখবেন
- সার্চ রেজাল্টের অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে, সেখান থেকে সর্ব প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটা দেখে ক্লিক করুন।
- এছাড়া আপনি karmasathips.wb.gov.in এখানে ক্লিক করে যেতে পারেন।
- ক্লিক করার সাথে সাথে আপনার সামনে নতুন একটি উইন্ডোর ওপেন হবে যেখানে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা চালিত KarmaSathi portal
কিভাবে দেখবেন
- ওয়েবসাইট সম্পূর্ণ ওপেন হলে এখানে ডান দিকের কোণে থ্রি লাইনে ক্লিক করুন।
- আপনার মোবাইলে অনেকগুলো অপশন ওপেন হবে ওখানে আপনি Login অপশনে ক্লিক করুন
লগইন পদ্ধতি
- আপনার সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে যেখানে login from
- Select অপসনে ক্লিক করে বেছে নিন বেনি ফিসারি
- Username এর জায়গায় আপনার ফোন নাম্বার বসান
- নিচে generate OTP এই অপশন দিতে ক্লিক করুন
- কয়েক সেকেন্ডের মধ্যে রেজিস্ট্রেশন করা মোবাইল নাম্বারে ওটিপি এলে নিচের ঘরে বসান
- নিচের ঘরে বসানোর পর authenticate option এ ক্লিক করুন
স্ট্যাটাস চেক করা অপশন
- আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে এখানে বাম দিকের কোণে পাঁচটি অপশন দেখতে পাবে।
- Registration yourself
- Print certificate
- Print card
- Claim application
- Track application
- এই পাঁচটি অপশন দেখতে হবে যার মধ্যে আপনি track application অপশনটি ক্লিক করলে আপনি আপনার application status দেখতে পাবেন
ট্রাক অ্যাপ্লিকেশন
- Track your status এর নিচে আপনি shramashree prakalpa আবেদন করা সমস্ত তথ্য চলে আসবে
- প্রথমে আপনি claim number দেখতে পাবেন
- Claim date
- Claim type
- Status
- Remark
- WFC
- RLO
- এই কয়েকটি অপশন আসবে এখানে আপনি টেটাস অপশনটা য় দেখতে পাবেন আপনার আবেদনটি approved হয়েছে না reject হয়েছে তার সমস্ত কিছু তথ্য দেখতে পাবেন।।
যদি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়ে থাকে তাহলে আপনি একটি কমেন্ট করে জানাতে পারেন
ধন্যবাদ
ConversionConversion EmoticonEmoticon