আপনি কি "shramashree prakalpa" আবেদন করে মাসে পাঁচ হাজার টাকা পেতে চাইছেন বা shramashree prakalpa নতুন নিয়ম গুলি জানলে আপনি হয়তো আবেদনী করবেন না। আজকে এই আর্টিকেলের মধ্যে জানতে পারবেন শমশ্রী প্রকল্পে নতুন নিয়ম এবং নতুন ভাবে কিভাবে আবেদন করা যায় তার সম্পূর্ণ পদ্ধতি জানতে পারবেন।
শমশ্রী প্রকল্প : shramashree prakalpa
বিগত কয়েকদিন আগে পরিযায় শ্রমিকের জন্য নতুন একটি প্রকল্প তৈরি করা হয়েছে যার নাম শমশ্রী প্রকল্প। এর মাধ্যমে বহু পরিযায় শ্রমিক আবেদন করেছে এবং যারা এখনো পর্যন্ত বাইরের রাজ্যে কর্মরত আছে তারা ও এই প্রকল্পে আবেদন করে ফেলেছে।
এর জন্য পশ্চিমবঙ্গ সরকার কড়াকড়ি ভাবে কয়েকটি পদক্ষেপ নিয়েছে, যার মাধ্যমে আপনি যদি আবেদন করে থাকেন তাহলে আপনার আবেদনটি রিজেক্ট হয়ে যাবে এবং এছাড়া আপনি যদি আনলিগ্যাল ভাবে আবেদন করে থাকে সেখানেও আপনার নাম কাটা পড়তে পারে।
আপনি যদি সঠিক পরিযায়ী শ্রমিক হয়ে থাকেন এবং আপনি কোন কারণবশত কর্মনিহীন হয়ে বাড়ি ফিরে এসে বসে আছেন তাহলে কিন্তু আপনি সঠিকভাবে আবেদন করে মাসে পাঁচ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন পুরো এক বছর।
shramashree prakalpa নতুন নিয়ম
যদি আপনি একজন পরিযায়ী শ্রমিক এবং shramashree prakalpa আবেদন করে ফেলেছ, বা এখনো পর্যন্ত আবেদন করেননি আপনি সঠিকভাবে আবেদন করার আগে এই কয়েকটি নিয়ম জেনে নিন।তাহলে আপনি শমশ্রী প্রকল্পের আবেদন করবে কি করবে না, সেটা আপনি ভেবেচিন্তে ডিসিশন নিতে পারেন।
যদি আপনি বাইরের রাজ্যে বর্তমান রয়েছেন এবং ওই রাজ্য থেকে আপনি শমশ্রী প্রকল্পের আবেদন করে ফেলেছেন তাহলে আপনার আবেদন খারিজ করে দেওয়া হবে বা রিজেক্ট করে দেওয়া হবে।
- সমশ্রী প্রকল্পে আবেদন করার সময় যদি আপনি প্রতি মাসে পাঁচ হাজার টাকা পাওয়ার জন্য ওই একটি অপশন বেছে নিয়েছেন। তাহলে আপনি ৫০০০ টাকা পাবেন না।
- সঠিকভাবে সবকিছু আবেদন করে ফেলেছেন এবং ভাবছেন আপনি টাকা পাবেন আপনার ভাবনাটি ভুল হতে পারে। কারণ আপনি যে ডকুমেন্টগুলো দিয়েছেন সেগুলো যদি ভুল প্রমাণিত হয় তাহলে আপনি যে প্রতি মাসে ৫০০০ টাকা করে পাবেন সমস্ত টাকা ফেরত দিতে হবে এবং আইনি পদক্ষেপ নেয়া হতে পারে।
- যারা আগে আবেদন করে ফেলেছিলেন এবং সেখানে ভ্রমণ সহায়তা, পুনর্নির্মাণ সহায়তা, কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে কাজ পাওয়া এই তিনটে অপশন যারা চুস করেছেন বা বেছে নিয়েছে তারা ভাবছেন আপনি সঠিকভাবে আবেদন করে ফেলেছেন? কিন্তু নতুন নিয়ম হিসাবে আপনি কবে বাড়ি ফিরেছেন তার তারিখ এবং কিসের মাধ্যমে আপনি বাড়ি এসেছেন সেটা যদি আপনি ঠিক না করেন তাহলে কিন্তু আপনি পাঁচ হাজার টাকা পাবেন না।
- আপনার আবেদন কি সম্পূর্ণ করার জন্য shramashree prakalpa অ্যাপ শেষের দিকে কয়েকটি অপশন আবার দিয়ে দেওয়া হয়েছে যেটা আপনি সম্পূর্ণ না করা পর্যন্ত আপনার আবেদনটি সম্পূর্ণ করা যাবে না।
- নতুন করে কয়েকটি যে তথ্য দিতে হবে সেটা বলতে পারেন একরকম সার্ভে । যেমন আপনার বাড়িতে কেউ বার্ধক্য ভাতা পায় কিনা, লক্ষী ভান্ডারের সুবিধা পাচ্ছে কিনা এছাড়া প্রতিবন্ধী ভাতা, কৃষক বন্ধু, কর্মশ্রী, স্বাস্থ্য সাথী থেকে শুরু করে বহু কিছু তথ্য যেটা আপনার আবেদনের শেষে দিতে হবে তাহলে আপনার আবেদনটি সম্পূর্ণ মানা হবে।
- বর্তমান তিনখানা কন্ডিশন যোগ করা হয়েছে যেগুলো শর্ত আপনি যদি না মানেন বা ঠিক চিহ্ন যদি না পড়ে তাহলে আপনার আবেদনটি পূর্ণতা পাবে না।
শমশ্রী প্রকল্প অনলাইন আবেদন
যদি আপনি শমশ্রী প্রকল্পে আবেদন করেননি বা ভাবছেন আবেদন করবেন তাহলে কয়েকটি নিচে স্টেপ ফলো করে খুব সহজে আপনার মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারেন।
- আপনার মোবাইলে সার্চ বাড়ে টাইপ করুন Karma Sathi লিখে সার্চ করুন।
- আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে বা ওয়েবসাইট গুলো আসবে তার মধ্যে karmasathips .wb .gov .in এই লিংকটি দেখে আপনারা ক্লিক করবেন
- ক্লিক করার পর ওয়েবসাইট সম্পূর্ণ ওপেন হবে এবং এখানে download sharamashree app এই অপশনটি দেখে ক্লিক করুন
- কিছুক্ষণের মধ্যে শমশ্রী এপ্লিকেশন ডাউনলোড হয়ে যাবে
- সম্পূর্ণ ডাউনলোড হওয়ার পর আপনার ফোনে ইন্সটল বাটনে ক্লিক করবেন
- ইনস্টল করার পর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন
- ওপেন করার পর পরিযায়ী শ্রমিক আবেদন করার সময় যে ফোন নাম্বারটি দিয়েছিলেন ওই ফোন নাম্বারটি বসাবেন
- জেনারেট ওটিপি তে ক্লিক করুন
- রেজিস্ট্রেশন করা মোবাইলে ওটিপি এলে নিচে ফাঁকা ঘরে বসান
- ভ্যালিড ওটিপি অপসনে ক্লিক করুন
- আপনার মোবাইলে পরিযায়ী শ্রমিক আবেদন করার সমস্ত কিছু তথ্য চলে আসবে
- আপনি কবে বিদেশ থেকে বা অন্য রাজ্য থেকে ফিরে এসেছেন সেটা সেট করুন
- কিসের মাধ্যমে ফিরে এসেছেন সেটা বেছে নিন
- কিসের জন্য ফিরে এসেছেন সেটাও সিলেক্ট করবেন
- নিচে save and next অপসনে ক্লিক করুন
- পরবর্তী পেজ ওপেন হলে আপনার সমস্ত কিছু তথ্য চলে আসবে যেটা বাইরে থেকে ফিরে আসার ডেট যোগ হয়ে যাবে
- এর পরবর্তীতে নিচে নেক্সট বোটানি ক্লিক করে রে আপনার সামনে কয়েকটি অপশন হবে যেখান থেকে আপনি ৫ হাজার টাকা পাওয়ার জন্য আবেদন সহ স্কিল ডেভেলপমেন্ট এবং 100 দিনের কাজের জন্য আবেদন করতে পারেন।
- করার পর তিনখানা গুরুত্বপূর্ণ নিয়ম গুলিতে আপনি সহমত আছে কিনা সেটা ক্লিক করবেন এবং নিচে সেভ বনে ক্লিক করবেন।
- এর পরবর্তী অপশনে একটি সার্ভে আসবে যেখানে আপনার পরিবার সরকারি কি কি সুবিধা গুলো পায় তার একটি লিস্ট আসবে সেটা আপনি পূরণ করতেও পারেন নাও করতে পারেন।
- নিচে সেভ এন্ড এক্সিট বোটানি ক্লিক করবেন
তাহলে আপনার আবেদনটি সম্পূর্ণ হবে এবং আশা করি আপনারা এই আর্টিকেলটির মধ্যে সমস্ত কিছু তথ্য জানতে পারলেন।
আর্টিকেলটি সম্পূর্ণ পড়ার জন্য 🙏🏻 ধন্যবাদ 🙏🏻
ConversionConversion EmoticonEmoticon